রাখি বন্ধন উৎসব ভাই ও বোনের মধ্যে পবিত্র সম্পর্কের প্রতীক। এই দিনে প্রত্যেক বোন তার ভাইয়ের কব্জিতে পরম ভালোবাসায় রাখি বাঁধে। প্রতি বছর শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও রাখি পালন করছে। ভাই বা দাদার হাতে রাখি বেঁধে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
রাখি পূর্ণিমার দিন ভাইয়ের হাতে রাখি বেঁধে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গায়িকা শ্রেয়া ঘোষাল। ছবিতে দেখা যাচ্ছে, ভাইকে রাখি পরিয়ে থালা সাজিয়ে খেতে দিয়েছেন গায়িকা। ভাইয়ের কপালে আলতো চুমু এঁকে দিচ্ছেন তিনি। সকলে রাখির শুভেচ্ছা জানিয়ে একটিদীর্ঘ পোস্ট করেছেন শ্রেয়া। আরও পড়ুন: AI-এর কল্পনায় বাঙালির চিরকালের ম্যাটিনি আইডল, ছবিতে যেন জীবন্ত উত্তম কুমার
পোস্টের ক্যাপশনে গায়িকা লিখেছেন, ‘বিশ্বের সকল ভাই ও বোনদের রাখিবন্ধনের শুভেচ্ছা। আমার ভাই সৌম্য় ঘোষাল তোমাকে যখন নবজাতক শিশু হিসেবে দেখি, আমার মন আনন্দে ভরে উঠেছিল। তারপর ধীরে ধীরে বুঝতে পেরেছি তুমি আমার জীবনে শক্তির সবচেয়ে শক্তিশালি স্তম্ভ.. সমস্ত উত্থান-পতনের মধ্যে দিয়ে আমার পাশে দাঁড়িয়েছ, আমার চোখে কখনও জল আসতে দাওনি। চিরকালের জন্য বিনা কারণে একে অপরকে হাসতে থাকব। অনেক ভালোবাসি রিভু’। ভাইয়ের সঙ্গে ছবি শেয়ার করতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন শ্রেয়া ভক্তরা।
দিদিদের সঙ্গে রাখি পূর্ণিমার দিন ছবি শেয়ার করেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ রাখিবন্ধন! তোমাদের শান্তির জন্য আমার বোন, তোমার ভাই সবসময় তোমার সঙ্গে আছে’।
ঘরোয়া আয়োজনে রাখি সেলিব্রেট করছেন বলি তারকারা।