রাজনীতিতে নামছেন রাম গোপাল বর্মা! এই খবর প্রকাশ্যে আসতেই আলোরণ। তারপর থেকেই সংবাদ শিরনামে পরিচালক। আসলে পিঠাপুরম থেকে তাঁর ‘প্রতিদ্বন্দ্বিতা’ করার খবর নিজেই সামাজিক মাধ্যমে লেখেন তিনি বৃহস্পতিবারে। তারপর থেকেই তুমুল চর্চা শুরু হয়ে যায় নেট মাধ্যমে। ১৪ মার্চ এক্স প্ল্যাটফর্মে একটি পোস্ট শেয়ার করেন পরিচালক। পোস্টে জানান 'আকস্মিক সিদ্ধান্ত.. আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি পিঠাপুরম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি।' এরপর থেকেই তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। জোড় জল্পনার শুরু হয় নেটমাধ্যমে। তবে কোন দল থেকে তিনি ভোটে দাঁড়াচ্ছেন সে ব্যপারে বিন্দুমাত্র কোনও আভাস দেননি এই জনপ্রিয় পরিচালক।
শেষমেশ ঠিক একদিন পর শুক্রবারে, সমস্ত জল্পনার অবসান ঘটালেন নিজেই। এক্স-এ শেয়ার করলেন আরও একটি পোস্ট। এক্স-এর পোস্টে স্পস্ট করে জানিয়ে দিলেন যে, তিনি কোনওভাবে রাজনীতিতে যোগ দিচ্ছেন না। তবে কেন এমন লিখেছিলেন পরিচালক?
আরও পড়ুন: রাজনীতিতে রামগোপাল! ভোটের আগে বড় ঘোষণা, কোন দলের হয়ে দাঁড়াচ্ছেন এই পরিচালক?
এই প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, এটি সম্পূর্ণ ভাবে একটি ভুল বোঝাবুঝি। চলচ্চিত্র নির্মাতার দাবি, 'প্রতিদ্বন্দ্বিতা' বলতে তিনি বোঝাতে চেয়েছেন একটি শর্ট ফিল্ম প্রতিযোগিতায় অংশ নেওয়া। এবং এই ভুল বোঝাবুঝির জন্য তিনি কোনও ভাবেই 'দুঃখিত' নন।
রামগোপাল এক্স-এ লেখেন, ‘ সমস্ত বোকা পাঠক, যারা ভুল বুঝেছেন তাদের বলি, আমি বোঝাতে চেয়েছি যে আমি একটি শর্ট ফিল্ম প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। যেখানে আমি আমার এন্ট্রি জমা দিচ্ছি,যা আমি পিঠাপুরমে শুট করতে চলেছি। না, আমি এই ভুল বোঝার জন্য দুঃখিত নই। কারণ আমি কোনও ভাবেই ইলেকশন শব্দটি উচ্চারণ করিনি এবং মিডিয়া অকারণ জল্পনা-কল্পনার উন্মাদনায় ঝাঁপিয়ে পড়েছে।’
পিঠাপুরম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই কথা লেখার পর থেকেই পরিচালকের রাজনীতিতে যোগদানের জল্পনা শুরু হয়েছিল। তারপরেই লোকমুখে প্রচার হতে থাকে যে তিনি আসন্ন অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন এবং তেলুগু দেশম পার্টি-ভারতীয় জনতা পার্টি-জন সেনা পার্টি (জেএসপি) জোটের হয়ে এই আসন থেকে পবন কল্যাণের বিরুদ্ধে লড়বেন।
পরিচালকের এক্সে শেয়ার করা পোস্টের শব্দ চয়ন মানুষকে অনুমান করতে বাধ্য করেছিল যে, তিনি সত্যিই রাজনৈতিক ক্ষেত্রে প্রবেশ করছেন। তবে অবশেষে নিজেই এই অনুমানে জল ঢালেন তিনি।
আরও পড়ুন: বিয়ে হল প্রিয়াঙ্কার খুড়তুতো বোন মীরা চোপড়ার! কাকে বাছলেন জীবনসঙ্গী
রামগোপালের শেষ ছবি ‘ভিউহাম’। অন্ধ্রপ্রদেশে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে এই তেলেগু ছবিটি। তাঁকে রাজ্য থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন বেশ কয়েকজন স্থানীয় নেতা। ছবিটি অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির মৃত্যুকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এন চন্দ্রবাবু নাইডুর ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই এই ছবিটি তৈরি করা হয়েছে বলে দাবি করেন চন্দ্রবাবু নাইডু-পুত্র নারা লোকেশ ।