কিছুদিন আগেই চার হাত এক হয়েছে অভিনেত্রী মীরা চোপড়া ও ব্যবসায়ী রক্ষিত কেজরিওয়ালের। পরিবার ও বন্ধুবান্ধব-সহ ধুমধাম করে জয়পুরে সম্পূর্ণ হয়েছে এই বিশেষ বিবাহ অনুষ্ঠান। এই বিবাহ অনুষ্ঠানের বেশ কয়েকটি জাঁকজমকপূর্ণ ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন নব দম্পতি।
বোনের জন্মদিনে উপস্থিত না থাকলেও, শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রিয়াঙ্কাও। বিয়ের বেশ কিছুদিন পরে বোনকে শুভেচ্ছা জানিয়েছেন। একটি হৃদয়স্পর্শী ক্যাপশন দিয়ে নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে দিলেন বার্তা। প্রসঙ্গত, নিক জোনাস-পত্নী কাজের চাপে থাকতে পারেনি পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডার বিয়েতেও। সেটিও হয়েছিল রাজস্থানে।
আরও পড়ুন: কাছ ছাড়া করলেন না হুইলচেয়ারে থাকা বাবাকে! যোদ্ধা’র প্রিমিয়ারে মন কাড়ল সিদ্ধার্থ
শুভেচ্ছা জানিয়ে PC লিখেছেন, ‘অভিনন্দন মীরা ও রক্ষিত। ভালো থাকো। অনেক অনেক ভালোবাসা রইল।’ সম্পর্কে খুড়তুতো দুই বোন মীরা ও প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার কাকু অশোক চোপড়ার মেয়ে মীরা।

মঙ্গলবার জয়পুরে ব্যবসায়ী রক্ষিত কেজরিওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। নিজের ইনস্টাগ্রাম ফিডে সেই অনুষ্ঠানের বিশেষ মুহূর্তগুলো শেয়ার করেছেননববধূ। শেয়ার করা বিভিন্ন ছবিতে হাসিমুখে পোজ দিতে দেখা যায় নবদম্পতিকে। নেট মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে নবদম্পতির বিয়ের ছবিগুলি।
আরও পড়ুন: আলিয়ার জন্মদিনে কাকে চুমু খেলেন রণবীর! পার্টিতে নিমন্ত্রিত ছিল আম্বানি পরিবার
শেয়ার করা ছবিগুলির মধ্যে বরমালা অনুষ্ঠানের ঝলকও রয়েছে। বেশ কয়েকটি ছবিতে নববধূকে মন ভরে হাসতে দেখা গিয়েছে। ছবিগুলি শেয়ার করে মীরা লিখেছেন, ‘ এখন থেকে সুখে, লড়াইয়ে, হাসিতে, কান্নায় সারা জীবনের স্মৃতি তৈরি করব। প্রতিটা জন্ম তোমার সঙ্গে। ’
আরও পড়ুন: ‘মাতা-পিতার অনুপস্থিতি আশীর্বাদ…’, পোস্ট সঞ্জয় কন্যা ত্রিশলার, বাবা-মেয়ের ঝামেলা?
মীরার বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য সেলেব্রিটিরাও। মীরাকে শুভেচ্ছা জানিয়েছেন বরখা সেনগুপ্ত । অভিনেত্রী লিখেছেন, 'অভিনন্দন মেয়ে...। তোমাদের দুজনের ভালোবাসা ও সুখ কামনা করি।
মীরা চোপড়াকে শেষ দেখা গিয়েছিল জি ফাইভের ছবি সফেদ-এ। বরখা বিস্ত, ছায়া কদম ও জামিল খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। এর আগে অজয় বহেলের 'সেকশন ৩৭৫' ছবিতেও অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে।
তবে প্রিয়াঙ্কার থেকে পোস্ট এলেও, খুরতুতো বোনের বিয়ে নিয়ে কিছু বলেননি পরিণীতি চোপড়া। এমনকী, মান্নারা যখন বিগ বসে এসেছিলেন, তখনও নীরব ছিলেন রাঘব চাড্ডা-র বউ।