২২ জানুয়ারি ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে গেল রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বলিউডের একাধিক অভিনেতারা উপস্থিত ছিলেন। আমন্ত্রণ পেয়ে এসেছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুরও। কিন্তু একি! আমন্ত্রণ থাকা সত্বেও প্রথমেই তাঁদের মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়! কিন্তু কেন? কী করেছিলেন তাঁরা?
রামমন্দিরে রণবীর এবং আলিয়াকে ঢুকতে বাধা
রণবীর কাপুর , আলিয়া ভাট এবং রোহিত শেট্টি যখন এদিন রামমন্দিরে পৌঁছন তখন তাঁরা ভুল গেটে চলে গিয়েছিলেন। তাই আমন্ত্রণ থাকা সত্বেও তাঁদের প্রবেশে বাধা দেওয়া হয়। সম্প্রতি সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: যাওয়া হয়নি অযোধ্যায়, বাড়ি বসেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা উদযাপন কিয়ারা-দীপিকার, করলেন কী কী?
আরও পড়ুন: শাড়ি জুড়ে কেবলই রামায়ণের গল্প! রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে নজর কাড়ল আলিয়ার পোশাক
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে রণবীর আলিয়ারা ভুল গেটে চলে গিয়েছিলেন রাম মন্দিরের। তাই প্রাথমিক ভাবে তাঁদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হয়। তখন তাঁরা নিজেদের ভুল বুঝতে পারেন, এবং তৎক্ষণাৎ সঠিক গেটের কাছে আসেন।
এরপর রণবীর এবং আলিয়াকে ক্যাটরিনা আর ভিকির সঙ্গে একটি ব্যাটারি চালিত গাড়ি করে রাম মন্দির ঘুরতে দেখা যায়। তাঁরা সকলের উদ্দেশ্যে হাত নাড়েন। রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে রোহিত শেট্টি, রণবীর কাপুর, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, মধুর ভান্ডারকর, সুভাষ ঘাই সহ একাধিক বলিউড ব্যক্তিত্ব একসঙ্গে বসেছিলেন। সকলে মিলে সেলফিও তোলেন। তাঁদের সেই সেলফি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। সেটা দিয়ে বানানো হয়েছে নানা মিমও।
আরও পড়ুন: দিদির গায়ে গা ঘেঁষে বসে একরত্তি, চিনতে পারলেন এই বলিউড তারকাকে?
রণবীর কাপুর এদিনের অনুষ্ঠানের জন্য পরে এসেছিলেন একটি সাদা ধুতি এবং পাঞ্জাবি। সঙ্গে গায়ে দেওয়া ছিল শাল। অন্যদিকে আলিয়া পরেছিলেন টিল রঙের একটি শাড়ি যার পাড়ে রামায়ণের গল্প তুলে ধরা হয়েছিল।
রাম মন্দিরের উদ্বোধন এবং রাম লালার প্রাণ প্রতিষ্ঠার প্রসঙ্গে
২২ জানুয়ারি উদ্বোধন হল অযোধ্যার রামমন্দিরের। অনেকেই মনে করছেন ১৫২৮ সালের পর ২০২৪ সালে রাম আবার তাঁর জন্মভূমিতে ফিরে এলেন। এই জন্যই গোটা অযোধ্যা জুড়ে উৎসবের আমেজ চলছে। জয় শ্রী রাম ধ্বনিতে ভরে গিয়েছে বাতাস। এর মাঝেই এদিন রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: 'ছাত্র ছিলাম, আর আজ...' স্কুল ছাড়ার পর কেটেছে ১৯ বছর! চেনা জায়গায় ফিরতেই জিয়া নস্টাল অঙ্কুশের
রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে এদিন বলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতাদের দেখা যায়। এসেছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ, রজনীকান্ত, অনুপম খের। এদিকে নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে ছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, রণদীপ হুডা, কঙ্গনা রানাওয়াত প্রমুখ।
এদিনের এই অনুষ্ঠানে ছিলেন রজনীকান্ত, রোহিত শেট্টি, রাজকুমার হিরানি, অনিল কুম্বলে, সাইনা নেহওয়াল, মধুর ভান্ডারকর, রাম চরণ, চিরঞ্জীবী, সচিন তেন্ডুলকর। বাদ যায়নি মুকেশ আম্বানির পরিবারও।