রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ পুরস্কারে সম্মানিত হলেন রণবীর সিং। জেদ্দায় অনুষ্ঠিত ফিল্ম ফেস্টিভ্যালে জনি ডেপ সহ অনেক সেলিব্রিটি উপস্থিত ছিলেন। জনিকে তাঁর অনুপ্রেরণা বলে অভিহিত করে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান খ্যাত অভিনেতার সঙ্গে পোজ দিয়ে ছবিও তুলেছেন বলিউড অভিনেতা।
রণবীর সিংকে 'সৃজনশীল প্রতিভা' বলেছেন শ্যারন স্টোন
এ দিন ইভেন্টে সম্পূর্ণ কালো পোশাকে হাজির হন রণবীর। কালো শার্ট, ঝলমলে কালো ব্লেজার এবং ম্যাচিং প্যান্ট পরেছিলেন অভিনেতা। স্টেজে রণবীরের হাতে পুরস্কার তুলে দিয়ে শ্যারন স্টোন বলেছেন, ‘এর আগেও রণবীর সিং-এর সঙ্গে দেখা করে আমি দারুণ আনন্দ পেয়েছিলাম। দুর্দান্ত মানুষ! সত্যিই একজন অলরাউন্ডার সৃজনশীল প্রতিভা। আরও একটি মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য তাঁকে মঞ্চে স্বাগত জানানোর জানাতে পেরে মনটা আনন্দে ভরে উঠল’। আরও পড়ুন: 'অ্যানিম্যাল' রণবীরের ছবি আঁকা টি-শার্ট! আলিয়ার পোশাকই চমকে দিল সবাইকে
সম্মাননা গ্রহণ করলেন রণবীর সিং
পুরস্কার পাওয়ার পর ভক্তদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন রণবীর সিং। অভিনেতা বলেছেন, ‘আমি আমার সুন্দর ভক্তদের সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই। তাঁরাই আমার চালনা শক্তি। তাঁরা আমাকে অনুপ্রাণিত করে’।
কালো পোশাকে জনি ডেপের সঙ্গে ছবি রণবীর সিংয়েরও
পুরস্কার গ্রহণের পরই হলিউড অভিনেতা জনি ডেপের সঙ্গে পোজ দিয়ে ছবিও তুলেছেন রণবীর। এ দিন দুই তারকা অভিনেতার পোশাকের রংই কালো। বহুমুখী প্রতিভা হিসেবে সকলের অনুপ্রেরণা জনি, সে কারণে হলিউড অভিনেতাকে ধন্যবাদও জানিয়েছেন রণবীর।

একফ্রেমে জনি ডেপ এবং রণবীর সিং
সিনেমায় অবদানের জন্য রণবীর এই সম্মান পেয়েছেন। তবে, এই বছর সম্মান শুধু তিনি একাই পাননি। তার পাশাপাশি অভিনেতা ডায়ান ক্রুগার এবং অভিনেতা-লেখক আবদুল্লাহ আল-সাধনকেও সম্মাননা দেওয়া হবে।
রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩
চলতি বছর ৩০ নভেম্বর থেকে শুরু হয়েছে রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে। এটি ইরাকি পরিচালক ইয়াসির আল-ইয়াসিরির ফ্যান্টাসি ফিল্ম, HWJN দিয়ে সূচনা হয়। ফেস্টটি চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বের অনেক জনপ্রিয় সেলিব্রিটি এই উৎসবের অংশ নিতে চলেছেন।