২৮ জুলাই মুক্তি পাচ্ছে রণবীর-আলিয়া অভিনীত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। সম্প্রতি মুক্তি পেয়েছে দুর্গাপুজোর প্রেক্ষাপটে তৈরি ছবির গান ‘ধিন্ডোরা বাজে রে’। ছবিতে যে গানের সঙ্গে আনারকলি কুর্তা পরে জমিয়ে নেচেছেন রণবীর। ‘ধিন্ডোরা বাজে রে’ গানটি নিয়ে আলোচনার মাঝে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে রণবীরের নাচের একটা মজার ভিডিয়ো।
নেট দুনিয়ায় উঠে আসা সেই ভিডিয়োটি ২০২০ সালের। যেখানে ‘রামলীলা’র ঢোল বাজে গানে নাচতে দেখা যাচ্ছে রণবীর সিংকে। মঞ্চের দুপাশে রাখা ঢোল ঘিরেই নাচছিলেন রণবীর। তখন মঞ্চে দাঁড়িয়ে অভিনেতা রাজকুমার রাও এবং অপরাশক্তি খুরানা। দিব্যি নাচছিলেন রণবীর। কিন্তু একী কাণ্ড…। হঠাৎই একটা ঢোলের উপরের অংশ ছিঁড়ে মুখ থুবড়ে তার উপর পড়লেন রণবীর। দর্শকাসনে তখন হাসির রোল…। এদিকে সঙ্গে সঙ্গেই অনেকজন মঞ্চে উঠে তাঁকে তুলতে শুরু করলেন। বুঝুন কাণ্ড…। যদিও ভিডিয়োটি দেখে অনেকেই বলছে, এটা পূর্ব পরিকল্পিত। অনুষ্ঠানের জন্য লেখা চিত্রনাট্যেরই অংশ। আপনিও কি তাই মনে করেন?
আরও পড়ুন-আগে বাবা-মায়ের সঙ্গে যেভাবে কথা বলতাম, আজও সেভাবেই বলি, আমি বদলাইনি: ভিকি
আরও পড়ুন-'স্কুলে আর যেতে হবে না, কাজ খোঁজো', বছর ১০-এর A R রহমানকে বলেছিলেন তাঁর মা
এদিকে রণবীর-আলিয়া ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির প্রচারে সোমবারই কলকাতায় হাজির হয়েছিলেন। সেখানে ছবির ‘ধিন্ডোরা বাজে রে’ গানটি মুক্তি পেয়েছে। এনিয়ে ছবির মোট চারটি গান মুক্তি পেয়েছে। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিটি পঞ্জাবি আর বাঙালি পরিবারের গল্প নিয়ে। আলিয়া এখানে বাঙালি। আর 'ধিন্ডোরা বাজে রে'-গানটি তৈরি করা হয়েছে দুর্গা পুজোর আবহে। অগত্যা তাই এই গানটি মুক্তি জন্য কলকাতার থেকে সঠিক জায়গা আর কীই বা হতে পারে। সেকারণ সোমবার কলকাতায় এসেছিলেন রণবীর-আলিয়া। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ছবির মুখ্য অভিনেতা চূর্নী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরীও।
‘ধিন্ডোরা বাজে রে’ গানটিতে আলিয়া-রণবীর ছাড়াও দেখা গিয়েছে জয়া বচ্চন, শাবানা আজমি, চূর্নী গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরী সহ অন্যান্যদের। পুরো গানের আবহেই স্পষ্ট রণবীর-আলিয়া দুজনেই পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করবেন। বাকি গল্প অবশ্য ছবি মুক্তির পরই জানা যাবে।