বাংলা নিউজ > বায়োস্কোপ > Riddhi Sen on JU Student Death: ‘স্বপ্নদীপের খুনের বিচার চাই’, যাদবপুরের ছাত্রর রহস্যমৃত্যু নিয়ে বিস্ফোরক ঋদ্ধি

Riddhi Sen on JU Student Death: ‘স্বপ্নদীপের খুনের বিচার চাই’, যাদবপুরের ছাত্রর রহস্যমৃত্যু নিয়ে বিস্ফোরক ঋদ্ধি

স্বপ্নদীপের মৃত্যুতে বিস্ফোরক ঋদ্ধি 

JU Student Death: ‘ব়্যাগিং’ নামক অস্ত্র দিয়ে আরও একটা খুন হওয়া কি আমরা আটকাতে পারছি?’ স্বপ্নদীপের রহস্যমৃত্যুর ঘটনায় সভ্য সমাজকে প্রশ্ন ঋদ্ধি সেনের। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথমবর্ষের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুতে উত্তাল রাজ্য। বুধবার রাতে হস্টেলের দু-তলার বারান্দা থেকে পড়ে যান স্বপ্নদীপ, রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার হলেও শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় তাঁর। নদিয়ার হাঁসখালির বাসিন্দা স্বপ্নদীপ আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন? নাকি নিছক দুর্ঘটনার শিকার? মামলার তদন্তে কলকাতা পুলিশ। যদিও স্বপ্নদীপের স্বপ্নের অপমৃত্যুর ঘটনাকে ‘খুন’ হিসাবেই দেখছেন অভিনেতা ঋদ্ধি সেন। 

যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গত রবিবার হস্টোলে আসে স্বপ্নদীপ। বুধবার বাংলা প্রথম বর্ষের প্রথম দিনের ক্লাসে অনুপস্থিত ছিল ওই ছাত্র। তারপর মাঝরাতে হস্টেলের আবাসিকরা ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান। তখন ছুটে গিয়ে তাঁরা দেখতে পান, হস্টেলের নীচে রক্তাক্ত ও নগ্ন অবস্থায় পড়ে আছেন ওই পড়ুয়া। ছেলের মৃত্যুর ঘটনায় রামপ্রসাদ কুণ্ডু ইতিমধ্যেই খুনের অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণী সৌরভকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব। পরিবারের অভিযোগ প্রাক্তন ও সিনিয়রদের হাতে ব়্যাগিং-এর শিকার হন স্বপ্নদীপ। 

এই ঘটনা নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা ঋদ্ধি সেন। স্বপ্নদীপের মৃত্যুর সুবিচার চেয়ে দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ জানালেন কৌশিক সেন পুত্র। 

ফেসবুকের দেওয়ালে ঋদ্ধি লেখেন- ‘আমরা শিক্ষিত, আমরা পড়াশোনা করা সংস্কৃতিমনস্ক সামাজিক সভ্য প্রাণী। আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার তকমা পেয়ে ছাতি চওড়া করে ঘুরে বেড়ানো শিক্ষিত নাগরিক, আমাদের শিক্ষা ব্যবস্থার ফার্স্ট, সেকেন্ড, থার্ড মাপার প্রিন্টিং মেশিনে যখন বছর শেষে মার্কশিট বেরোবে তখন দেখা যাবে জেলের বাইরেই আসলে খুনির সংখ্যা বেশি। আমাদের শিক্ষিত তকমা দেওয়ার প্রাতিষ্ঠানিক দাঁড়িপাল্লা ভেঙে গেছে বহুবছর আগে। এখন শুধু আমাদের সামাজিক শিখার ধারণার বিকৃত চেহারার ফার্স্ট ,সেকেন্ড , থার্ডের র‍্যাঙ্কিং চলবে।’

এরপর ঋদ্ধির সংযোজন, ‘আরেকটা প্রাণ চলে গেলো, যার কথা ছিলো বাঁচার , যার অধিকার ছিলো বাঁচার, শুধু এই টুকু একবার অনুভব করুন, শুধু এই টুকু, কি ভয়াবহ, কি সাংঘাতিক। একবার ভাবুন, মনুষ্য জাতি হিসেবে আমরা নাকি এগিয়েছি, আমরা উড়ো জাহাজ চোড়ি, অনলাইন পেমেন্ট করি, বাথরুমে জেট স্প্রে লাগাই, শুধু আমরা এখনো একে অপরকে নিজেদের মতো বাঁচতে দিই না।এই খুনের বিচার চাই, তবে ‘ব়্যাগিং’ নামক অস্ত্র দিয়ে আরও একটা খুন হওয়া কি আমরা আটকাতে পারছি?’

যাদবপুরের এই ঘটনায় প্রতিবাদে মুখর হয়েছে টলিউড। সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী থেকে অনুষা বিশ্বনাথনন, শুভমিতারা প্রকাশ্যে সমালোচনা করেছেন স্বপ্নদীপের অপমৃত্যুর ঘটনার। 

 

 

 

বন্ধ করুন