কারুর চোখে তিনি সবচেয়ে সুন্দর বাঙালি অভিনেত্রী, কারুর চোখে তিনি স্বপ্নচারিণী। বাঙালির 'ম্যাটানি আইডল' উত্তম কুমারের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে সুচিত্রা সেনের নাম। তিনি বাঙালির একমাত্র মহানায়িকা। বেঁচে থাকলে আজ তাঁর বয়স হত ৯৩ বছর।
'সুপারস্টার' সুচিত্রা সেন বাংলা ছবির স্বর্ণযুগের অনেকটা জুড়ে রয়েছেন। তাঁর অভিনয়, তাঁর স্টাইল, সর্বোপরি তাঁর ব্যক্তিত্বে দশকের পর দশক বুঁদ থেকেছে বাঙালি। তবে রাইমা আর রিয়ার চোখে কিন্তু তিনি শুধু সুপারস্টার নন, বরং একজন দায়িত্বশীল দিদিমা। নাতনিদের আদর-যত্নে আগলে রাখতেন তিনি। মহানায়িকার জন্মবার্ষিকীতে আবেগপ্রবণ তাঁর দুই নাতনি।
অবান্তর স্মৃতির ভেতরে তাঁর ‘মায়া মুখ, গন্ধ, স্পর্শ নিয়ে’ রোজ বেঁচে থাকেন রাইমা সেন ও রিয়া সেন। এদিনও মহানায়িকার সঙ্গে কাটানো একাধিক সাদা-কালো মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন মুনমুন সেনের দুই মেয়ে। কোনও ছবিতে ছোট্ট মুনমুন সেনেকে গাল টিপে আদর করছেন সুচিত্রা, কোনটিতে ব্যালকনির ধারে দাঁড়িয়ে রয়েছেন মহানায়িকা। সঙ্গে মহারানি গায়েত্রী দেবী থেকে উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের কিছু একান্ত মুহূর্ত পারিবারিক অ্যালবাম থেকে ভাগ করে নেন দুই নাতনি রিয়া ও রাইমা।
মুনমুন সেন ও ভরত দেব বর্মার বিয়ের বিয়ের ছবিও এদিন উঠে এল রিয়া-রাইমার ইনস্টাগ্রামের দেওয়ালে। দিদিমা-কে ‘আম্মা’ বলে ডাকতেন রিয়া-রাইমা দুজনেই। এদিন একসঙ্গে খোলা চিঠি লিখলেন তাঁদের প্রিয় আম্মাকে।
সেই পোস্টে লেখা, ‘আম্মা, আজ তোমার বিশেষ দিন। আমরা চাই তুমি জানো তোমাক আমরা কতটা মিস করি, একইসঙ্গে কতটা উদযাপন করি। তোমার ভালোবাসা, তোমার উপস্থিতি আমাদের জীবনে একটা এমন অবিস্মরণীয় দাগ কেটে গিয়েছে… তোমার শক্তিতে ভর দিয়েই আমরা জীবনে আজ এই জায়গায়। তোমার সেই ছোঁয়াছে হাসি, তোমার আলতো চুমু, তোমার উষ্ণ আলিঙ্গন- সেইসব স্মৃতিগুলো আজও আমরা আগলে রয়েছি আগের মতোই। শুভ জন্মদিন আম্মা… তোমার কর্মশক্তি, তোমার উষ্ণতা আমাদের মধ্যে আজীবন রয়ে যাবে’।
অবিভক্ত বাংলার পাবনায় জন্ম সুচিত্রা সেনের। তখন অবশ্য তাঁর নাম ছিল রমা। কলকাতায় সংসার পাতেন রমা। বিয়ের পর অভিনয়ের দুনিয়ার পা রাখেন। বাংলা ছবির মহানায়িকা হিন্দি ছবিতেও সমান সফল। তবে খুব বেছে কাজ করেছেন বলিউডে।
১৯৭৯ সালে অভিনয় জীবন থেকে সন্ন্যাস নেন সুচিত্রা সেন। শুধু অভিনয় জগতকে বিদায় জানান তা নয়, ধীরে ধীরে অন্তরালে চলে যান মহানায়িকা। জীবনের শেষ ২৫ বছর প্রকাশ্যে আসেননি সুচিত্রা সেন। এটাই ছিল তাঁর ইচ্ছে। ২০১৪ সালের ১৭ই জানুয়ারি প্রয়াত হন সুচিত্রা সেন। ‘আম্মা’কে নিয়ে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে রাইমা জানিয়েছিলেন, ‘আম্মা সম্পর্কে আসলে খুব কিছু আমরা কেউই বলি না। কারণ সকলেই জানে আম্মা সেটা চাইত না।’
রিয়া না রাইমাকে কাকে বেশি সুচিত্রার মতো দেখতে? এই প্রশ্নের মুখে বহুবার পড়েছেন সুচিত্রার দুই নাতনি। রাইমার কথায়, ‘আমি ঠিক উত্তর দিতে পারি না। আমার তো মনে হয় আমি আর রিয়া দু’জনে আম্মার একটা অংশ।’