টিভির জনপ্রিয় মুখ রুকমা রায়। একাধিক জনপ্রিয় মেগায় কাজ করেছেন। তবে অনলাইনে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছিল তাঁর আর রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জুটি। দুজনে প্রথম একসঙ্গে কাজ করেন দেশের মাটি সিরিয়ালে। রাজা আর মাম্পিকে একসঙ্গে ভালোবেসে ‘রাম্পি’ নামেই ডাকত সকলে। এরপর তাঁদের নিয়ে বানানো হয় লাকুঠি। যদিও তা টিআরপি তালিকাতে সেভাবে ভালো ফল করতে পারেনি।
দেশের মাটি চলাকালীনই উসকে উঠেছিল রাহুল আর রুকমার প্রেম কাহিনি। বেশ কয়েকবার একে-অপরের গালে চুমু খেয়েও ছবি দিয়েছিলেন সেই সময়। যদিও নিজেদের সম্পর্ককে বন্ধুত্বই বলে এসেছিলেন তাঁরা। এখন অবশ্য এই সবই অতীত। কারণ, রাহুল জোড়া লাগিয়ে ফেলেছেন স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে ভাঙতে বসা বিয়ে। চলতি বছরেই ডিভোর্সের মামলা আদালত থেকে তুলে নেন তাঁরা। সহজের হাত ধরে আরও ‘সহজ হয়’ এই মিলন।
আরও পড়ুন: মুক্তির আগেই ৩৪ কোটির টিকিট বিক্রি, ‘অ্যানিম্যাল’ রণবীরকে দেখে কী বলছে দর্শকরা?
সেই সময় রাহুল রুকমার সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে জানিয়েছিলেন, ‘রুকমার সঙ্গে আমার তখন সম্পর্কটা বেস্ট ফ্রেন্ডের ছিল। এখনও তাই। সিরিয়াল শেষ হওয়ার পর আমাদের মাত্র ১ দিন দেখা হয়েছিল। তাও আমি জানি আমার বিপদে ও আছে, ও জানে ওর বিপদে আমি। সবকিছু যৌনতা দিয়ে বিচার করান যায় না। আসলে যৌনতা যখন কোনও সম্পর্কে ঢুকে যায় সেটা অনেক জটিল হয়ে পড়ে। আমার আর রুকমার সম্পর্কটা জটিল নয়, তার কারণ আমাদের সম্পর্কে যৌনতা ঢোকেনি।’
সে যাই হোক, আপাতত অনলাইনে ভাইরাল রুকমার সিঁদুর পরা ছবি। টলিপাড়ায় এখন এমনিতেই লেগেছে বিয়ের ধুম। বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায়। চলতি মাসে বিয়ের পিঁড়িতে বসছেন সন্দীপ্তা সেনও। সৌরভ দাস আর দর্শনা বণিকেরও বিয়ের খবর মিলছে।
আরও পড়ুন: লক্ষ্মীবারে রাজকে উপহার দিয়েছেন কন্যা সন্তান, হাসপাতাল থেকে ছবি শেয়ার শুভশ্রীর

রুকমার সিঁথিতে সিঁদুর দিল সায়ন, তবে তা রূপসাগরে মনের মানুষ সিরিয়ালে।
সায়ন দিল রুকমার সিঁথিতে সিঁদুর। যদিও তা অফস্ক্রিনে নয়, অনস্ক্রিনে। রূপসাগরে মনের মানুষ-এ একসঙ্গে কাজ করছেন সায়নি আর রুকমা। উজান চরিত্রটি সিরিয়ালে নতুন সংযোজন। নতুন প্রোমোয় দেখা যাচ্ছে, উজান গুন্ডাদের হাত থেকে পূর্ণাকে বাঁচিয়ে পরিয়ে দিয়েছে সিঁদুর। সিরিয়ালে পূর্ণা রূপের বিয়ে-করা স্ত্রী। তাহলে উজান কীভাবে সিঁদুর পরায়! রূপ নিজের চোখে দেখে এই সিঁদুর পরানোর দৃশ্য! এরপর কী হবে?