টেলি বিনোদন দুনিয়ায় ফের একটা খারাপ খবর। প্রয়াত 'সাথ নিভানা সাথিয়া' ধারাবাহিকের ‘জানকী বা’ অপর্ণা কানেকর। জানা যাচ্ছে, শনিবার সকালে মৃত্যু হয় অভিনেত্রী অপর্ণা কানেকরের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। 'সাথ নিভানা সাথিয়া'র 'পরিধি' অর্থাৎ অভিনেত্রী লাভলি শ্যানন সোশ্যাল মিডিয়ার হাত ধরে এই খারাপ খবরটি শেয়ার করেন।
অভিনেত্রী আপর্ণা কানেকরের সঙ্গে সুন্দর একটি ছবি শেয়ার করে লাভলি একটা আবেগঘন পোস্ট করেছেন। লিখেছেন, ‘আজ আমার হৃদয় ভারাক্রান্ত। কারণ, আজ আমি আমার খুব প্রিয় একজনকে হারিয়েছি। যিনি একজন সত্যিকারের যোদ্ধা ছিলেন। বা (অপর্ণা) আপনি আমার দেখা সবথেকে সুন্দর, শক্তিশালী একজন মানুষ। যাঁকে আমি ভিতরে এবং বাইরে দুভাবেই চিনি। আমরা যে সুন্দর সময় কাটিয়েছি তার জন্য আমি সত্যিই ধন্য। শ্যুটিং সেটে সুন্দর সময় কাটিয়েছি।’
সব শেষে লাভলি শ্যানন লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন আমার সুন্দরী বা। আপনাকে খুব ভালোবাসি, ভীষণ মিস করব।’
লাভলি শ্যাননের এই পোস্টের নিচে অনেকেই প্রয়াত অভিনেত্রী অপর্ণা কানেকরের আত্মার শান্তি কামনা করেছেন।
প্রসঙ্গত, ২০০৭ সালে শুরু হয়েছিল ‘সাত নিভানা সাথিয়া’ ধারাবাহিকটি। ২০১৮ সালের ২৩ জুলাই সিরিয়ালটি শেষ হয়। তবে এই ধারাবাহিকের TRP-শেষ পর্যন্ত উপরের দিকেই ছিল। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র ‘গোপী’র ভূমিকায় দেখা গিয়েছিল জিয়া মানেককে। তবে জিয়া শো ছাড়ার পর আসেন বাঙালি অভিনেত্রী দেবলীনা।