বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan-cigarette: বিগ বসের মঞ্চে হাতে সিগারেট, মুখে অশ্লীল শব্দ! সলমনকে ‘হিপোক্রিট’ বলে তুলোধনা নেটপাড়ার

Salman Khan-cigarette: বিগ বসের মঞ্চে হাতে সিগারেট, মুখে অশ্লীল শব্দ! সলমনকে ‘হিপোক্রিট’ বলে তুলোধনা নেটপাড়ার

সিগারেট হাতে বিতর্কে সলমন 

Salman Khan Trolled: অন্যকে শালীনতা নিয়ে পাঠ দেওয়ার আগে নিজেকে শুধরে নিন, সলমনকে পরামর্শ নেটিজেনদের। 

বিগ বসের ঘরে হামেশাই শালীনতার পাঠ দেন সলমন খান। তবে এইবার নিজেই অশ্লীল শব্দ প্রয়োগ করে ট্রোলের শিকার হলেন ভাইজান। সম্প্রতি বিগ বসের মঞ্চে সিগারেট হাতে সলমনের ছবি ফাঁস হয়ে যায়। তার মাঝেই একের পর এক ‘এফ ওয়ার্ড’ ব্যবহার করে রোষের মুখে সলমন। ওটিটি প্ল্যাটফর্মে ‘অপসংস্কৃতি’ তুলে ধরার জন্য় প্রতিযোগিদের ক্লাস নিয়েছেন সলমন। নেটিজেনদের প্রশ্ন, ‘তাহলে সলমন সিগারেট হাতে কী করছেন?’ অনেকেই ‘হিপোক্রিট’ বলে বিঁধেছেন দাবাং খানকে।

এক রেডিট ইউজার সলমনের একটি ছবি পোস্ট করে লেখেন- ‘জাতীয় টেলিভিশনে ধূমপান করছেন সলমন’। গত সপ্তাহে আকাঙ্খা পুরী ও জেদ হাদিদের চুমু খাওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। প্রকাশ্যে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খাওয়া আমাদের সংস্কৃতির বিরুদ্ধে, সেই নিয়ে সলমন লম্বা-চওড়া জ্ঞানবাণী শুনিয়েছিলেন। নেটিজেনদের প্রশ্ন, তাহলে সিগারেট খেয়ে ভাইজান কী বার্তা দিতে চাইছেন?

এক নেটিজেন লেখেন-'শুধু অন্যকে জ্ঞান দিলে হবে, সবার সামনে নিজেকে সঠিক উদাহরণ পেশ করতে হবে'। অপর একজন লেখেন, ‘ভাগ্যিস এটা ওটিটিতে দেখানো হচ্ছে, জাতীয় টেলিভিশনে নয়। না হলে হয়ত আইনি ঝামেলায় জড়াতে হত। কিন্তু সলমন একজন হিপোক্রিট। সংস্কৃতি নিয়ে প্রতিযোগিদের জ্ঞান, অথচ নিজে সারাক্ষণ ভুল কাজ করে চলা’।

বিগ বস ওটিটি সিজন ২-র সাম্প্রতিক এপিসোডে সাইরাস ভারুচা টিমের কাছে আর্জি রাখে তাঁকে শো থেকে বার করে দেওয়ার। সলমন রীতিমতো হুমকির সুরে জানান, এই শো ছাড়তে তাঁকে পড়ে আফসোস করতে হবে। সাইরাসের সঙ্গে কথা বলবার সময় একাধিকবার এফ শব্দ ব্যবহার করেন। সঙ্গে মনে করান শো ছেড়ে যেতে চাইলে ক্ষতিপূরণ বাবদ চুক্তিতে উল্লেখিত অর্থ নির্মাতাদের ফেরত দিতে হবে। সাইরাস ভেবেছিলেন ক্ষতিপূরণের টাকা মাফ করা হবে, তেমনটা না হওয়ায় শো ছাড়ার সাহস দেখাননি তিনি।

প্রসঙ্গত, শনিবারই সলমন জানান দু-সপ্তাহ বেড়েছে বিগ বস ওটিটি ২-এর মেয়াদ। সলমন প্রতিযোগিদের জানান, তাঁদের দীর্ঘ কেরিয়ারে যতক্ষণ না দর্শক তাঁদের দেখেছে, তার চেয়ে বেশি গত তিন-সপ্তাহে বিগ বস ওটিটির ঘরে দেখেছে।

সঞ্চালক বলেন, ‘এটা ছয় সপ্তাহের শো, হয়তো দু-সপ্তাহ বেড়ে আট সপ্তাহ হবে। এর অর্থ শো -এর মেয়াদ দু-সপ্তাহ বাড়ছে। এর অর্থ মানুষজন এই শো পছন্দ করছে। দু-সপ্তাহে ৪০০ কোটি মিনিট এই শো দেখেছে দর্শক। আমাকে যত না লোকে দেখেছে, তার চেয়ে বেশি তোমাদের দেখেছে। সেই জন্যই এই সিজন ২ সপ্তাহের জন্য বেড়েছে’।

 

 

বন্ধ করুন