তিনি 'নবাব' পতৌদি পরিবারের কন্যা। বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যেও বেশ জনপ্রিয়। সিনেমার পর্দা থেকে র্যাম্প শো, আজকাল প্রায় সর্বত্রই দেখা যায় সারা আলি খানকে। তার উপর নিজের ব্যক্তিত্বের কারণেই নিত্যদিন আলোচনায় থাকেন সারা। নবাব বাড়ির মেয়ে হয়েও মা অমৃতা সিংয়ের তত্ত্বাবধানে নাকি তিনি মধ্যবিত্ত মানসিকতা, মূল্যবোধ নিয়েই বড় হচ্ছেন। এমন কথাই বারবার বলে থাকেন সারা আলি খান।
সারা বলেন, কিনি ফুটপাত থেকেও কেনাকাটা করেন। শুধু কথার কথা নয়, সারাকে ফুটপাতে দর করে কেনাকাটা করতে বহুবার দেখাও গিয়েছে সারাকে। সে তো নাহয় হল, কিন্তু তাবলে একী বললেন সারা? সইফ-অমৃতা কন্যার দাবি তাঁর ওয়ারড্রবে নাকি একটাও ডিজাইনার পোশাক নেই।
হ্য়াঁ, সারা সম্প্রতি ভোগ ম্য়াগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন সারা। ঠিক কী বলেছেন অভিনেত্রী?
সারা আলি খান বলেন, ‘বিমানবন্দরে যেতে হবে কিংবা অন্য কোথাও আমি স্নান করে খোলা চুলেই বের হয়ে পড়ি। মেকআপও করি না যদি না প্রয়োজন হয়। এপ্রজন্মের তারকা হিসাবে আমি আমার শিল্পী সত্ত্বা নিয়ে গর্বিত। আমার আলমারিতে একটাও ডিজাইনার পোশাক নেই। ডিজাইনার পোশাকের থেকে গর্বের সঙ্গে সততা দিয়ে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করি। আমি জানি, এই কারণেই শুরুর দিকে আমাকে নিয়ে লোকজন নানান কথা বলেছেন। তবে এখন আমাকে আমি যেমন সেভাবেই সকলে দেখেন, আমার প্রশংসাও করেন। আর আমার এই জীবনযাপনের সঙ্গে লোকজন নিজেদের সঙ্গে আমাকে মেলাতেও পারেন। তাতে আমি খুশি।’
আরও পড়ুন-একদিন ব্যাগ ভর্তি নগদ টাকার প্রস্তাবও এসেছে, অহংকারী হয়ে পড়েছিলাম: রোহিত রায়
আরও পড়ুন-মা-ছেলের ফুলশয্যা দেখিয়েও জায়গা হল না টিআরপি-র সেরা দশে! মুখ খুললেন 'শিমুল' মানালি
এদিকে সারা আলি খানের মুখে এমন কথা শুনে নেটপাড়ায় নানান মন্তব্য উঠে এসেছে। কারোর মনে হয়েছে সারা মিথ্যে বলছেন, কারোর কথায় সারা মোটেও ভুল কথা বলেননি। সারার মন্তব্য রেডডিটে তুলে ধরে একজন লিখেছেন, ‘সারা যেভাবে আর পাঁচজন সাধারণের সঙ্গে নিজেকে মেলাতে চাইছেন, তা বিব্রতকর!’ কারোর মন্তব্য, 'সারা যেভাবে কথা বলছেন তাতে তিনি বোঝাতে চাইছেন যে তিনি আসলেই কোনও রাজকন্যা নন। জোর করে নিজেকে সাধারণ প্রমাণ করা কীই বা আছে বুঝতে পারি না!' কারোর দাবি, ‘ওঁর ওয়ারড্রোবে একটাও ডিজাইনার পোশাক নেই, এমন দাবি করা অতিরঞ্জিত', কেউ মজা করে লিখেছেন, ‘চল ঝুটি!’ কেউ বলছেন, ‘সইফের পরিবারের নাকি ১৫০ মিলিয়ন ডলারের সম্পত্তি, আর সারা বলছেন তাঁর ডিজাইনার পোশাক নেই!’
তবে আবার আবার কেউ কেউ বলছেন, ‘সারা মিথ্যে বলছেন না, কারণ, সারাকে কখনও দামি পোশাকে দেখা যায় না।’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে। বেশ বোঝা যাচ্ছে, সারার একটাও ডিজাইনার পোশাক নেই মন্তব্য মোটেও হজম হয়নি নেটপাড়ার বেশিভাগ লোকজনের, তা আপনি কী বলছেন?