‘মাথা এতটাই গরম হয়েছিল যে একবার এক অনুরাগীকে আমি ঘুষিই মেরে দিতাম’, সম্প্রতি এমনই এক ঘটনা অকপটে জনালেন কৌতুক অভিনেতা সতীশ শাহ। হ্যাঁ, কমেডি শো 'সারাভাই ভার্সেস সারাভাই' অভিনেতা সতীশ শাহর কথাই বলছিলাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন সতীশ।
ঠিক কী ঘটেছিল সেদিন, যেদিন অনুরাগীর গায়ে হাত তুলতে চেয়েছিলেন? কেন এতটা চটেছিলেন?
সম্প্রতি সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে সতীশ শাহ বলেন, ‘লোকজন ভুলে যান, যে আমরা অভিনেতা হলেও মানুষ। এদেশে এটাই সমস্যা! একজন অভিনেতা যিনি অভিনয় করছেন তাঁকে সাধারণ মানুষ হিসাবে ভাবতে লোকজন ভুলে যান। সকলে আশা করেন, অভিনেতারা বুঝি সবসময়ই মজাদার মুডে থাকবেন। তাঁরাও বিভিন্ন কারণে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারেন, লোকজন সেটা ভুলে যান।’
আরও পড়ুন-‘করিনা বড়ই অহংকারী’, খারাপ অভিজ্ঞতা জানালেন ইনফোসিস প্রতিষ্ঠাতা, সহমত সুজান খান
কথা প্রসঙ্গেই তাঁর সঙ্গে ঘটা একটা গুরুতর ঘটনার কথা তুলে ধরেন সতীশ শাহ। বলেন, ‘একবার আমার স্ত্রী গুরুতর অসুস্থ। অপারেশন টেবিলেই তাঁর মৃত্যু হতে পারে এমন পরিস্থিতি। সেদিন আমি খুবই টেনশনে ছিলাম কারণ আমাদের তখন বিয়ের বয়স মাত্র তিন মাস। আমি অপারেশন রুমের বাইরে খুব চিন্তিত হয়ে বসে আছি। এক ব্যক্তি এসে আমায় বললেন, এটা কী! আপনি এত সিরিয়াস হয়ে বসে আছেন, বরং একটা জোকস বলুন। সেসময় জোকস কী বলব! আমি হয়ত তাঁকে একটা ঘুষিই মেরে দিতাম। তবে সেটা না করে আমি বিরক্ত হয়ে উঠে চলে যাই। ’
প্রসঙ্গত, 'সারাভাই ভার্সেস সারাভাই' ছাড়াও ‘জানে ভি দো ইয়ারো’, ‘ম্যা হুঁ না’ এবং ‘কাল হো না হো’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ এবং ‘হাম সাথ সাথ হ্যায়’-র মতো ছবিতে অভিনয় করেছেন অভিনেতা সতীশ শাহ। তবে সারাভাই ভার্সেস সারাভাই-এ ইন্দ্রবদন সারাভাই চরিত্রে তিনি জনপ্রিয়তা পান। রাজকুমার হিরানির' ডাংকি'তে দেখা যাবে সতীশ শাহকে। যে ছবিতে শাহরুখ খান তাপসী পান্নু মুখ্য চরিত্রে রয়েছেন।