জীবনের আর ও একটা বসন্ত পার করে ফেললেন সঙ্গীতশিল্পী শান ওরফে শান্তনু মুখোপাধ্যায়। আজ শানের ৫১ বছরের জন্মদিন। সঙ্গীতশিল্পীর জন্মদিনে তাঁর জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছিলেন এক অনুরাগী। হৃদয় কাশ্যপ নামে ওই যুবক নিজেই সোশ্যাল মিডিয়ায় শানের সঙ্গে দেখা করার ভিডিয়ো পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।
হৃদয় কাশ্যপ ওই যুবক সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তাতে তাঁকে শানের সামনে দাঁড়িয়ে চাঁদ সিফারিশ গানটি গাইতে শোনা যাচ্ছে। তবে গাইতে গিয়ে কিছুটা নার্ভাস হয়ে গানের কথা ভুল করে ফেলেন ওই যুবক। যদিও শান তাঁর ভুল ধরিয়ে দিলেও গায়কীর প্রশংসা করেন। গানের 'শরমো হায়াকে'র বদলে 'শরমো হায়াপে' বলে ফেলেন ওই যুবক। শান যদিও বলেন, ‘আপনি গানটা আগে গইলে হয়ত প্রসূন যোশী হয়ত গানের এই কথাটা বদলে দিতেন, কারণ, আপনি যেটা গাইলেন, সেটাও ভুল নয় কিন্তু।’ হৃদয় কাশ্যপ নামে ওই যুবক লিখেছেন, ‘চরম নার্ভাসনেস কাটিয়ে, ভুল লিরিক্স দিয়ে ওঁর সামনে গান গাওয়ার সাহস করলাম। শান হলেন আমার দেখা মিষ্টি মানুষদের মধ্যে একজন।’
আরও পড়ুন-গদর-২র সমালোচনা করেন নাসিরুদ্দিন, বর্ষীয়ান অভিনেতার বিকিনি পরার কথা ফাঁস করলেন অনিল
আরও পড়ুন-ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে তানজিন তিশা, ট্রাক এসে দুমড়ে মুচড়ে দিল অভিনেত্রীর গাড়ি
ইতিমধ্যেই হৃদয় কাশ্যপের শেয়ার করা এই ভিডিয়োটি ১.২ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। উঠে এসেছে অসংখ্য মন্তব্য। এক ব্যক্তি হৃদয়ের উদ্দেশ্যে লিখেছেন, ‘আপনি যাঁর সামনে বসে গান গাইছেন, তিনি গানের দুনিয়ায় একটা যুগ তৈরি করেছেন।’ একজন লিখছেন, ‘যখন গানটা শুনছিলাম, তখনও আমিও খেয়াল করেছি যে গানের কথা বদলে গিয়েছে।’ একজন লিখেছেন, ‘হোনা হ্যায় তুঝমে ফনা’। কেউ আবার লিখেছেন, ‘ওয়াও’, অনেকেই হৃদয় কাশ্যপের এই ভিডিয়োর নিচে তাঁকে ভালোবাসায় ভরিয়েছেন।
প্রসঙ্গত, ২০০৬-এ মুক্তি পাওয়া আমির-কাজলের'ফানা' ছবির জন্য এই গানটি গেয়েছিলেন শান ও কৈলাশ খের। গীনের গীতিকার হলেন প্রসূন যোশী। সুর করেছিলেন যতীন-ললিত জুটি।