নাসিরুদ্দিন শাহ বিকিনি পরেছেন, ভাবুন তো কেমন লাগবে! এ হয়ত এখন অনেকের পক্ষেই কল্পনা করাও মুশকিল। তবে এমনটাই ঘটেছিল। আর বর্ষীয়ান অভিনেতার কাণ্ড ফাঁস করলেন পরিচালক অনিল শর্মা। ১৯৯২ সালে ‘তাহলকা’ ছবির কথা আরও একবার মনে করালেন পরিচালক অনিল শর্মা।
হ্যাঁ, নাসিরুদ্দিন শাহ বিকিনি পরেছিলেন। তবে শুধু নাসিরুদ্দিন শাহই নন, বিকিনি পরেছিলেন আরও দুই অভিনেতা, আর এঁরা হলেন জাভেদ জাফরি ও আদিত্য পাঞ্চোলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরনো প্রসঙ্গই টেনে আনেন অনিল শর্মা। বলেন, নাসিরুদ্দিন শাহ বিকিনি তে! মানুষ তো হতবাক। জাভেদ জাফেরি, আদিত্য পাঞ্চোলি বিকিনিতে, মানুষ দেখে পাগল হয়ে গেল। লোকেরা এখনও আমাকে জিজ্ঞাসা করেন আপনি কীভাবে নাসিরুদ্দিন শাহকে বিকিনি পরতে রাজি করিয়েছিলেন!'
আরও পড়ুন-জখম হয়েছেন, রক্তপাত হচ্ছে শ্রুতির, স্ত্রীর যন্ত্রণাতেও হেসে চলেছেন স্বর্ণেন্দু!
আরও পড়ুন-ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে তানজিন তিশা, ট্রাক এসে দুমড়ে মুচড়ে দিল অভিনেত্রীর গাড়ি
তবে অনিল শর্মা বিকিনি পরার কথা বলার পর সত্যিই কি এককথায় রাজি হয়েছিলেন নাসিরুদ্দিন শাহ। ঠিক কী বলেছিলেন তিনি। এপ্রসঙ্গে অনিল শর্মা বলেন, ‘নাসির বলেছিলেন যখন আপনি আমাকে ছেঁড়া কুর্তা পরান আমি কোনও প্রশ্ন করি না। আপনি যখন আমাকে বিকিনি পরতে বলবেন, আমি না কেন বলব? পরিচালক অভিনয় করতে বলছেন করব, এটাতো আর আমি সত্যি সত্য়ি রিয়েল লাইফে পরছি না।’
প্রসঙ্গত, সম্প্রতি বক্স অফিসে সুপারহিট হয়েছে অনিল শর্মা ছবির গদর-২। এদিকে কিছুদিন আগে গদর-২, কাশ্মীর ফাইলস, কেরালা স্টোরির মতো ছবি প্রসঙ্গে নাসিরুদ্দিন শাহ-র মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছিল। বর্ষীয়ান অভিনেতা বলেছিলেন, 'এখন আপনি যত বেশি জিঙ্গোইস্ট হবেন, তত বেশি জনপ্রিয় হয়ে উঠবেন। কারণ এই ভাবনাই এখন দেশে চলছে। দেশকে ভালোবাসা স্পষ্ট নয়, তা ঢাকঢোল পিটিয়ে বলতে হবে। লোকেরা বুঝতে পারে না যে তারা যা করছে তা খুব ক্ষতিকারক। এই যেমন, 'কেরালা স্টোরি' এবং 'গদর ২'-এর মতো ছবি, আমি সেগুলি দেখিনি তবে আমি জানি সেগুলি কী'।
এদিকে এই একই সাক্ষাৎকারে অনিল শর্মা ১৯৮৭ সালের ‘হুকুমত’ ছবিতে অভিনেতা সদাশিব আমরাপুরকরের সঙ্গে কাজ করার বিষয়েও কথা বলেছেন। অনিল শর্মার কথায়, সেই প্রথমবার কোনও বিখ্যাত অভিনেতা কোট এবং বুট পরেছিলেন। অনিলের কথায়, হুকুমত ওঁর দ্বিতীয় ছবি ছিল। আমি রাজকমলে মিক্সিং করছিলাম, আর ওখানেই অর্ধ সত্য ছবিটিরও মিক্সিং-এর কাজ চলছিল। সেখানেই আমি ওকে ভিড়ের মধ্যে দেখি। তখন হুকুমতের কাস্টিং চলছিল। আমি ওঁকে (সদাশিব) দেখা করতে ডেকেছিলাম। তিনি বলেন, তিনি কখনও বুট বা স্যুট বা টুপি পরেননি।