বাংলা নিউজ > বায়োস্কোপ > Bangladesh-Tanjin Tisha: ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে তানজিন তিশা, ট্রাক এসে দুমড়ে মুচড়ে দিল অভিনেত্রীর গাড়ি

Bangladesh-Tanjin Tisha: ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে তানজিন তিশা, ট্রাক এসে দুমড়ে মুচড়ে দিল অভিনেত্রীর গাড়ি

তানজিন তিশা

তানজিন তিশা লেখেন, ‘গত রাতটা ছিল আমার জন্য এক ভয়ঙ্কর রাত ছিল। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ড্রাম ট্রাক আমার গাড়িটি দুমড়ে-মুচড়ে দিয়েছে। …আমি কিছু আঘাত পেয়েছি কিন্তু আমি এখন নিরাপদ এবং এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এছাড়াও যারা আমাকে সবসময় ভালোবাসেন তাঁদের সবাইকে ধন্যবাদ।

ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে বাংলাদেশের অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার রাতে ভয়ানক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিশা। ট্রাক এসে ধাক্কা মারে তানজিন তিশার গাড়িতে। অভিনেত্রীর গাড়ি দুমড়ে মুচড়ে যায়। অভিনেত্রীর কথায়, ‘এই রাতটার কথা কখনও ভুলব না।’ তিশার বড় কোনও বিপদ না হলেও আহত হয়েছেন তিনি।

ফেসবুকে দুমড়ে মুচড়ে যাওয়া নিজের গাড়ির ছবি পোস্ট করেছেন তিশা। কোথায় দুর্ঘটনা ঘটেছে তাঁকে চিকিৎসকের সাহায্য নিতে হয়েছে কিনা, কোথায়, কতটা আঘাত লেগেছে বা জখম হয়েছে, সেবিষয়েও কিছু তিনি জানাননি। তবে তানজিন তিশা লেখেন, ‘গত রাতটা ছিল আমার জন্য এক ভয়ঙ্কর রাত। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটা ড্রাম ট্রাক আমার গাড়িটি দুমড়ে-মুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটা কিনেছিলাম। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ! আমি কিছু আঘাত পেয়েছি কিন্তু আমি এখন নিরাপদ এবং এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এছাড়াও যারা আমাকে সবসময় ভালোবাসেন এবং তাদের প্রার্থনায় রাখেন তাদের সবাইকে ধন্যবাদ।’

আরও পড়ুন-জখম হয়েছেন, রক্তপাত হচ্ছে শ্রুতির, স্ত্রীর যন্ত্রণাতেও হেসে চলেছেন স্বর্ণেন্দু!

আরও পড়ুন-বিয়ের বছর ঘুরতেই অঙ্কিতা ও প্রান্তিকের পরিবারে এল নতুন সদস্য, শুভেচ্ছা নেটপাড়ার

আরও পড়ুন-বিয়ের সাজে স্বস্তিকা, দিব্যজ্যোতির সঙ্গে প্রেমচর্চা উসকে লিখলেন, ‘তোমায় ভীষণ ভালোবাসি’

এদিকে গত মাসেই জ্বরে কাবু হয়ে অসুুস্থ হয়ে পড়েছিলেন তানজিন তিশা। প্রথমে বাড়িতেই ছিলেন অভিনেত্রী। পড়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবশ্য অভিনেত্রী সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান। এই মুহূর্তে বাংলাদেশের বেশকিছু টেলিভিশনের নাটকে কাজ করছেন তানজিন তিশা। তাই ব্যস্ততার মধ্যেই ছিলেন তিনি। 

এদিকে বেশকিছুদিন আগে পরীমনির প্রাক্তন স্বামী শরিফুল রাজের অ্যাকাউন্ট থেকে গোপন ভিডিয়ো ফাঁস হয়েছিল, তাতে ছিল তানজিন তিশাও। দেখা যায় লিফটের মধ্যে ছিলেন তিশা, অনেকেরই দাবি তিশা মত্ত অবস্থায় ছিল। ভিডিয়ো ফাঁসের ১৮ মিনিটের মাথায় সেটি মুছেও দেওয়া হয়। তবে এই ঘটনা নিয়ে পরীমনির সঙ্গে তিক্ততা তৈরি হয় তিশার।

বন্ধ করুন