গোয়ায় আয়োজিত হয়েছে ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। IFFI--এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন বলিপাড়ার বহু তারকা। সেই তালিকায় ছিলেন শাহিদ কাপুর। মঞ্চে পারফর্ম করতেও উঠেছিলেন তিনিও। ফিল্মি গানে জমিয়ে নাচছিলেন শাহিদ। কিন্তু একী! নাচতে গিয়েই ঘটল বিপত্তি।
ঠিক কী ঘটেছে?
সোশ্যাল মিডিয়ায় X-এ (পূর্বের টুইটার) উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, শাহিদ একটা কালো স্লিভলেস টি-শার্ট পরেছিলেন। সঙ্গে কালো প্যান্ট এবং চোখে রোদচশমা পরে মঞ্চে নাচছিলেন। তাঁকে ঘিরে ছিলেন আরও কিছু নৃত্যশিল্পী। নাচতে নাচতে ঘুরে দাঁড়াতেই হঠাৎ মঞ্চ থেকে নিচে পড়ে যান শাহিদ। যদিও অপ্রস্তুত পরিস্থিতি তৈরি হওয়ার আগেই নিজেই দ্রুত উঠে পড়ে পারফরম্যান্স শেষ করেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়ো দেখে বেশ বোঝা যাচ্ছে, নাচতে নাচতে শাহিদ যে মঞ্চের এক্কেবারে ধারে চলে এসেছিলেন, সেটা তিনি বুঝতেও পারেননি।
আরও পড়ুন-‘ওই তো কুচুটে পিসি এসে গেছে’, শেষবেলায় আবেগঘন কাঞ্চনের ‘চর্চিত বান্ধবী’ শ্রীময়ী
আরও পড়ুন-আচমকাই অসুস্থ, বাতিল হল একাধিক শো, কিন্তু কী হয়েছে অদিতি মুন্সীর?
আরও পড়ুন-'মাকে হারিয়েছি, দেখা করতে টাইম ট্রাভেল করতে চাই', ১১ বছরের প্রতিযোগীর কথায় বাকরুদ্ধ Big B
IFFI-তে শাহিদের এন্ট্রি
শাহিদ তাঁর ব্লকবাস্টার ছবির কবীর সিং-বিখ্যাত Wanna Wow Wow ব্য়াকগ্রাউন্ড স্কোরের সঙ্গে বাইকে চেপে মঞ্চে উঠেন। এছাড়াও তাঁর ছবির আরও এক জনপ্রিয় গান 'মজা হি মজা', ‘ধাটিং নাচ’ এবং ‘শাম শানদার’ সহ একাধিক চার্টবাস্টার গানে মঞ্চে পারফর্ম করতে দেখা যায় শাহিদকে। তার আগে IFFI-রেড কার্পেটে নিজস্ব স্টাইলে উপস্থিত ছিলেন শাহিদ।
সংবাদ সংস্থা ANI-কে শাহিদ বলেন, ‘IFFI--এ থাকতে পেরে আমি খুব খুশি এবং পারফর্ম করা নিয়েও উৎসাহী। আর গোয়া আমার প্রিয় জায়গা। প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে শাহিদ কাপুরকে 'দেবা’ ছবিতে দেখা যাবে যেটি কিনা ২০২৪-এর ১১ অক্টোবর মুক্তি পাবে ২০২৪-এ কৃতি শ্যাননের সঙ্গেও একটি ছবিতে দেখা যাবে শাহিদকে।