করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি'(Rocky Aur Rani Kii Prem Kahaani)র পর ফের একবার ছক্কা হাঁকাতে চলেছেন টোটা রায় চৌধুরী। এবার নীরজ পাণ্ডের নতুন সিরিজ 'স্পেশাল অপস-২' দেখা যাবে টোটাকে। আক এবার তাঁর সঙ্গী কে কে মেনন। আর এই সুখবরটা নিজেই সোশ্যাল মিডিয়ার হাত ধরে দিয়েছেন টোটা।
পরনে জিন্স, মেরুন শার্ট, চোখে রোদ চশমা, ক্ল্যাপবোর্ড হাতে ছবি দিয়েছেন টোটা। ফেসবুকের পাতায় লিখেছেন, ‘A Wednesday ছবিটা দেখার পর থেকেই ওনার ফ্যান। তাই উনি যখন নিজে ফোন করে আমায় কাস্ট করলেন এবং শুধু তাই নয়, একটি আন্তর্জাতিক মানের সিরিজে (Special Ops 2) করলেন তখন আমার আপ্লুত,অভিভূত হওয়াটাই স্বাভাবিক। ধন্যবাদ স্যার, শ্রী নীরজ পান্ডে।’
আরও পড়ুন-'মাকে হারিয়েছি, দেখা করতে টাইম ট্রাভেল করতে চাই', ১১ বছরের প্রতিযোগীর কথায় বাকরুদ্ধ Big B
যদিও Special Ops 2 নিয়ে টোটা বলেন, ‘এই মহূর্তে এটা নিয়ে বিশেষ কিছু না বলাই ভালো। সময় আসলে সবটা বলব।’
প্রসঙ্গত ২০২০ সালের ১৭ মার্চ 'র' এজেন্স হিম্মত সিং-ওরফে কে কে মেননের সঙ্গে পরিচয় হয়েছিল OTT-র দর্শকদের, সৌজন্যে নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ Special Ops। সিরিজটি ছিল ৪টি পর্বের। যেখানে দেশের শত্রুদের খুঁজে বের করার ভার ছিল হিম্মত সিং-এর উপর। দর্শকদের মনে জায়গাও করে নিয়েছিল সিরিজটি।
এরপর ২০২১-এ আসে হিম্মত সিং-এর জীবনের গল্প। সেটা ছিল প্রেম, বন্ধুত্ব ও বদলা নেওয়ার টানটান গল্প। তবে সেই সিরিজের নাম ছিল Special Ops 1.5। OTT-র দর্শক অপেক্ষা করছিলেন পরবর্তী সিজনের জন্য। আর তাই এবার আসছে Special Ops-২। ইতিমধ্যেই শুরু হয়েছে সিরিজের শ্যুটিং। চলতি বছরের শেষের দিকেই এই মুক্তি পাবে নীরজ পাণ্ডের এই সিরিজ।