বাংলা নিউজ > বায়োস্কোপ > বাস ভাড়া জোগাড় করতে না খেয়ে দিন কাটাতেন শত্রুঘ্ন! পুরোনো দিনের কথা স্মরণ ছেলের

বাস ভাড়া জোগাড় করতে না খেয়ে দিন কাটাতেন শত্রুঘ্ন! পুরোনো দিনের কথা স্মরণ ছেলের

বাবাকে নিয়ে আবেগঘন লভ 

Luv Sinha: বাবার স্ট্রাগলের ছিঁটেফোঁটাও দেখতে হয়নি সোনাক্ষীকে। শত্রুঘ্ন সিনহা কঠিন জীবনযুদ্ধের কথা ফাঁস করলেন পুত্র লভ সিনহা। 

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত নাম শত্রুঘ্ন সিনহা। একটা সময় এই বিহারীবাবুর মুখে ‘খামোশ’ শব্দটুকু শুনেই থিয়েটারে উপচে পড়ত ভিড়। অভিনয় কেরিয়ারের পর রাজনীতির ময়দানেও সফল তিনি। আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা কেরিয়ারের শুরুর দিক প্রবল আর্থিক অনটনের মধ্যে জীবন কাটিয়েছেন। সম্প্রতি বাবার কর্মজীবনের শুরুর দিককার আর্থিক দুরাবস্থা নিয়ে মুখ খুলেছেন শত্রুঘ্ন সিনহা-পুত্র লভ সিনহা। লভ জানান এমন পরিস্থিতিও অভিনেতা পার করেছেন যখন একবেলার খাবার না খেয়ে বাস ভাড়ার টাকা রাখতে হত তাঁকে। 

সিদ্ধার্থ কাননের সঙ্গে একান্ত আলাপচারিতায় লভ জানান তাঁর বোন সোনাক্ষীকে কেরিয়ারের শুরু থেকেই কোনওরকম সমস্যায় পড়তে হয়নি কারণ প্রথম ছবির দৌলতেই স্টার তকমা পেয়েছিলেন তিনি। যদিও বাবা শত্রুঘ্ন সিনহার ক্ষেত্রে তেমনটা হয়নি। লভ বলেন, ‘বাবা অনেক কঠিন সময় পার করেছেন। ওঁনাকে অনেক সময় মিটিং-এর জন্য বাস ধরতে টাকা বাঁচাতে হত, সেই জন্য একবেলার খাবার উনি খেতেন না। আবার অনেক সময় খাবার খেয়ে মাইলের পর মাইল পায়ে হেঁটে যেতেন কারণ বাস ভাড়ার টাকা থাকত না’। বেশিরভাগ ক্ষেত্রেই সময় বাঁচাতে খাবার না খেয়ে বাসে চড়তে হত তাঁকে। অভিনেতা হওয়ার স্বপ্নপূরণের লক্ষ্যে পাটনা ছেড়ে মুম্বইয়ে এসে স্ট্রাগল করার সিদ্ধান্ত সঠিক কিনা সেই প্রশ্নও অনেক সময় মাথায় এসেছিল শত্রুঘ্ন সিনহার, জানান লভ। সোনাক্ষীর ভাই আরও জানান, ‘যখন উনি কেরিয়ারের শীর্ষে ছিলেন দেখেছি আমাদের বাড়িতে লোকজন হামেশা ভিড় জমাতো আবার যখন ছবি ফ্লপ করতে শুরু করল তখন বাড়ি খাঁ খাঁ করছে। আমি ওঁনার উত্থান-পতন সবকিছুর সাক্ষী থেকেছি’। 

বাবা ও দিদি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত নাম হওয়া সত্ত্বেও কোনওদিন কোনও পরিচালক বা প্রযোজকের কাছে লভের হয়ে সুপারিশ করেননি, জানান শত্রুঘ্ন-পুত্র। তাঁর কথায়, ‘অনেক সময়ই অডিশনের জন্য পৌঁছেমনে হয়েছে এই চরিত্রটা আমার জন্য নয় বা মনে হত এখানে অন্য কিছুই চলছে মানে আমাকে এমনি ডাকা হয়েছে। আসুন, অডিশন দিন, তারপর দেখা যাবে…ইন্ডাস্ট্রির অন্দরের মানুষ হওয়ার একটা সুবিধা আছে চারপাশে কী ঘটছে সেটা সহজে বুঝে ওঠা যায়। শুধুমাত্র আপনি যোগ্য হলেই কাজ পাবেন এই ধারণা সঠিক নয়। সকলেই সেটা কমবেশি জানে। এর জন্য হতাশ হয়ে লাভ নেই’।  

বাবার পথে হেঁটে বলিউডে কেরিয়ার গড়তে গিয়ে লম্বা স্ট্রাগল করেছেন লভ। ২০১০ সালে ‘সদিয়াঁ’ ছবির সঙ্গে অভিষেক হয়েছিল লভের। কিন্তু সাফল্য আসেনি। পরবর্তীতে ‘পল্টন’ ছবিতে কাজ করেছেন লভ। আগামিতে সানি দেওলের ‘গদর ২’-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই ছবি নিয়ে আশাবাদী অভিনেতা। 

 

বন্ধ করুন