রবিবার ছিল শ্বেতা বচ্চন নন্দার ৫০তম জন্মদিন। আর এই বিশেষ দিনে, মেয়ের জন্মদিনকে আরও বিশেষ করে তুললেন অমিতাভ ও জয়া বচ্চন। দেখা গেল, একটা বিশেষ পার্টির ব্যবস্থা করা হয়েছিল। অতিথি তালিকায় নাম ছিল করণ জোহর, সিদ্ধান্ত চতুর্বেদী, সুহানা খানদের।
অমিতাভ আর জয়াকে দেখা গেল মেয়ের জন্মদিনের অনুষ্ঠানের সাজসজ্জার কাজে ভাগ নিতে। সাহায্য করতে পৌঁছেছিলেন করণ জোহরও। শ্বেতা বচ্চন নন্দার চর্চিত প্রেমিক সিদ্ধান্ত চতুর্বেদীও পৌঁছেছিলেন এদিন। ছিলেন শাহরুখ ও গৌরীর কন্যা সুহানা খানও। খবর রয়েছে, ডেট করছেন বর্তমানে অগস্ত্য নন্দা আর সুহানা।
রবিবার সকাল সকাল দিদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক জন্মদিনে। কতগুলো ছবি আর ভিডিয়ো দিয়ে বানানো সেই ফুটেজে দেখা গিয়েছিল দুজনের ছেলেবেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠার সফর। ক্যাপশনে লিখেছিলেন, ‘হ্যাপি বার্থ ডে শ্বেতাদি, আমি হয়তো বলি না বা দেখাই না, কিন্তু তুমি আমার কাছে সব। আই লাভ ইউ।’
করণ জোহর একটি দীর্ঘ বার্তায় লেখেন, কীভাবে অভিষেক বচ্চনের করা একটি প্র্যাঙ্ক কাছাকাছি এনেছিল শ্বেতা আর করণকে। দুজনকে একসঙ্গে গাছের সঙ্গে বেঁধে দিয়েছিল সেই সময় অভিষেক।
অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের মেয়ে শ্বেতা ১৯৯৭ সালে দিল্লি-ভিত্তিক ব্যবসায়ী নিখিল নন্দাকে বিয়ে করেছিলেন। এই দম্পতির দুটি সন্তান রয়েছে, নব্য এবং অগস্ত্য। একটি ফ্যাশন লেবেল চালানোর পাশাপাশি, শ্বেতা বচ্চন নন্দা ২০১৮ সালে প্যারাডাইস টাওয়ার্স বইয়ের মাধ্যমে একজন লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।
খবর বলে, শ্বেতা বহুদিন আগেই ছেড়েছেন স্বামীর ঘর। এমনকী, বচ্চনদের খুব কম অনুষ্ঠানে নিখিল। তবে ডিভোর্স নিয়ে মুখে কুলুপ দুই পক্ষেরই। এমনকী, শ্বেতার সঙ্গে বনিবনার অভাব রয়েছে ঐশ্বর্য রাই বচ্চনেরও। এদিনও ননদকে শুভেচ্ছা জানিয়ে কোনও পোস্ট আসেনি ঐশ্বর্যর থেকে। এমনকী, তাঁকে দেখাও যায়নি বার্থ ডে পার্টিতে। মাসখানেক ধরেই বচ্চন পরিবারে ভাঙনের সুর। যদিও বরাবরের মতো সব ঠিক দেখানোর চেষ্টাই চলছে।
মাসের শুরুতে আম্বানিদের প্রি ওয়েডিংয়ে যোগ দিয়ে একই বিমানে উঠেছিলেন শ্বেতা আর ঐশ্বর্য। তবে দুজনে আলাদা আলাদা গাড়ি ব্যবহার করেন। একটি গাড়িতে ছিলেন বাবা অমিতাভের সঙ্গে শ্বেতা। আর অন্য গাড়িতে অভিষেক, ঐশ্বর্য আর আরাধ্যা। প্রাকবিবাহের অনুষ্ঠান চলাকালীন তাঁদের বসতেও দেখা গিয়েছিল বেশ অনেকখানি দূরত্ব বজায় রেখে।