বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘সিংঘম এগেইন আগুন হবে’, টুইট অজয়ের! নেটপাড়ার আর্জি, ‘সার্কাসের মতো যেন না হয়’

‘সিংঘম এগেইন আগুন হবে’, টুইট অজয়ের! নেটপাড়ার আর্জি, ‘সার্কাসের মতো যেন না হয়’

‘সিংঘম এগেইন’ নিয়ে টুইট করলেন অজয় দেবগন। 

সিংঘম এগেইন নিয়ে টুইট করলেন অজয় দেবগন সোমবার। লিখলেন, ‘আগুন হতে চলেছে’। এই ছবি দিয়েই রোহিত শেট্টির কপ ইউনিভার্সে যোগ দেবেন দীপিকা পাড়ুকোন, প্রথম লেডি পুলিশ অফিসার হয়ে।

২০২২ সালের বহুল প্রত্যাশিত ছবির মধ্যে অন্যতম ছিল রোহিত শেট্টির 'সার্কাস। মুখ্য চরিত্রে ছিলেন রণবীর সিং। তবে এই প্রথম রোহিতের কোনও ছবি এত বাজেভাবে ফ্লপ করল। সিনেমা হলে লোক হয়নি বললেই চলে। তবে বছরশেষের সেই ধাক্কা সামলে উঠেছেন রোহিত তা প্রমাণ করছে অজয়ের টুইট।

সোমবার টুইটারে অজয় দেবগন লিখলেন, ‘বছরের শুরুটা দুর্দান্তভাবে হল রোহিতের মুখ থেকে সিংঘম এগেইনের বর্ণনা শুনে। যে স্ক্রিপ্ট আমি শুনেছি তা আগুন। ভগবান চাইলে এটা আমাদের ১১ নম্বর ব্লকবাস্টার হবে।’

অজয়ের কাছ থেকে আসা টুইট সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন লিখলেন, ‘রোহিত শেট্টি তাঁর বসম্যানের সঙ্গে নিজের গুহায় ফিরে এসেছে।’ অপরজন লিখলেন, ‘সিংঘম, সিংঘম রিটার্নস, সিংঘম এগেইন, সিংঘম ওয়ান্স এগেইন, সিংঘম রিটার্নস এগেইন, সিংঘম রিটার্নস ওয়ান্স এগেইন… এসব তো চলতেই থাকবে। শুধু বলব সার্কাসের মতো সিনেমা আর বানাবেন না প্লিজ।’

তবে সিংঘমে অজয় একা নন, পুলিশ চরিত্রে থাকার কথা রয়েছে দীপিকা পাড়ুকোনেরও। দিনকয়েক আগে এই মর্মে একটি টুইট করেন তরণ আদর্শ। লেখেন, ‘আনুষ্ঠানিক ঘোষণা। রোহিত শেট্টি… দীপিকা পাড়ুকোন… সিংঘম এগেইন। রোহিত শেট্টি তাঁর লেডি সিংঘমের নাম ঘোষণা করেছেন। সিংঘম এগেইন-এর অংশ হবেন দীপিকা। রোহিত শেট্টির জনপ্রিয় কপ ইউনিভার্সের প্রথম মহিলা পুলিশ হবেন অভিনেত্রী।’

অজয় দেবগণ এর আগেও রোহিত শেট্টির কপ ইউনিভার্সের অংশ হিসেবে ‘সিংঘম’ এবং ‘সিংঘম ২’ ছবিতে কাজ করেছেন। নতুন সিংঘমে এবার অজয়ের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তি পাওয়া সিংঘম ব্যবসা করে ১৫৭ কোটির। এরপর ২০১৪ সালে আসেন সিংঘম রিটার্নস। এটাও হিট বক্স অফিসে। ব্যবসা করল ২১৯ কোটির। এবার ৯ বছর পর আসছে তৃতীয় ছবিখানা। তবে, মাঝে অক্ষয়ের সূর্যবংশীতে সিংঘম হিসেবেই এন্ট্রি নিয়েছিলেন অজয় সিম্বা (২০১৮) আর সূর্যবংশী (২০২১)-তে।

 

বন্ধ করুন