বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রিয়াঙ্কা চোপড়ার কাছ থেকে অনেক কিছু শিখেছি: হারনাজ সান্ধু

২১ বছরের দীর্ঘ অপেক্ষা শেষ। ইজরায়েলে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭০তম এডিশনে ভারতের মুখ উজ্জ্বল করল চণ্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধু। সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসাবে মিস ইউনিভার্সের মুকুট জিতল হারনাজ। ২০০০ সালে লারা দত্ত খেতাব জেতার ২১ বছর পর ভারতের হারনাজ সান্ধু মিস ইউনিভার্সের মুকুট ঘরে এনেছেন।

নেটমাধ্যমে যখন শুভেচ্ছায় ভাসছেন ‘মিস ইউনিভার্স ২০২১'। সেই সময় তাঁর একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে হারনাজকে গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া সম্পর্কে প্রশংসা করতে শোনা যায়। মিস ডিভা ২০২১ খেতাব জেতার পরই হারনাজের এই পুরনো ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়েছে।

ভিডিয়োতে হারনাজ বলেছেন, ‘আমি প্রিয়াঙ্কা চোপড়াকে ভালোবাসি। যাই হোক না কেন আমি তার কাছ থেকে শিখতে পারি। তাই আমি সব সময় প্রিয়াঙ্কাকেই বেছে নেব।’

এদিন হারনাজের খেতাব জয়ের খবর চাউর হতেই, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন দেশি গার্লও। বিজয়ের মুহূর্তের ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন, 'এবং নতুন মিস ইউনিভার্স হলেন...@HarnaazSandhu03 মিস ইন্ডিয়া অভিনন্দন... ২১ বছর পর মুকুট ঘরে আসছে!'

সান্ধুর আগে মাত্র দুজন ভারতীয় মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন - অভিনেত্রী সুস্মিতা সেন ১৯৯৪ সালে এবং লারা দত্ত ২০০০ সালে।

 

 

বন্ধ করুন