বাংলা নিউজ > বায়োস্কোপ > Sofia Ansari: রাত পোশাক তুলে অন্তর্বাস প্রদর্শন! সোফিয়ার কাণ্ড দেখে হতবাক নেটপাড়া

Sofia Ansari: রাত পোশাক তুলে অন্তর্বাস প্রদর্শন! সোফিয়ার কাণ্ড দেখে হতবাক নেটপাড়া

সোফিয়ার কাণ্ড দেখে হতবাক নেটপাড়া

Sofia Ansari: রাত পোশাকেই সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরালেন সোফিয়া আনসারি। তাঁর কাণ্ড দেখে থ হয়ে যান ভক্তরা। ভাষা না পেয়ে ফায়ার ইমোজি দিয়েই মনের ভাব বোঝান অনুরাগীরা।

নাচের জন্য সোশ্যাল মিডিয়ায় ভীষণই জনপ্রিয় সোফিয়া আনসারী। তাঁর এক একটি লুকে ঘায়াল হন তাঁর অনুরাগীরা। বাড়ি বসেই নাচের স্টেপে এবার তিনি আগুন ঝরালেন। এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের লক্ষ্য লক্ষ্য ভক্ত। তাঁকে হামেশাই ঘরের পোশাকে ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। এবারও তার অন্যথা হল না। রাত পোশাকে নেচে ভক্তদের ঘুম কাড়লেন তিনি।

কালো লেস লাগানো মেরুন রঙের একটি ডিপ নেক কাটের ছোট্ট রাত পোশাকে নাচ করলেন তিনি। ডিপ কাট নেকলাইন থেকে উঁকি মারছে বক্ষ বিভাজিকা। হাঁটু পর্যন্ত এই পোশাক পরে স্তনের উপর হাত বুলিয়ে এদিন নাচ করলেন সোফিয়া। থুড়ি নতুন উরফি জাভেদ। গানের সুরে সুরে সারা অঙ্গ দুলিয়ে ভক্তদের মনে ঝড় বইয়ে দিলেন তিনি। একেই ছোট পোশাক পরেছিলেন। তার মধ্যে নাচ করতে করতে তুলে ধরলেন সেটাকেও।

অন্তর্বাস দেখিয়ে, স্তন মর্দন করতে করতে সোফিয়ার এই নাচ দেখে বাকরুদ্ধ হয়ে যান ভক্তরা। ভিডিয়ো জুড়ে আসতে থাকে কেবল আগুনের ইমোজি। হ্যাঁ, একেই বাইরে এত গরম তার মধ্যে তিনি যেন উষ্ণতার পারদ আরও অনেক বেশি চড়িয়ে দিলেন। বেশ কিছু অশ্লীল কমেন্ট দেখা যায় তাঁর এই পোস্টে। কেউ কেউ দিলেন কুরুচিপূর্ণ ইঙ্গিতও!

ইউটিউবে এবং ইনস্টাগ্রাম বা ফেসবুকে ভিডিয়ো বানিয়ে পোস্ট করে, কনটেন্ট তৈরি করাই হল তাঁর পেশা। ২০১৩ থেকে তিনি এই কাজ করে আসছেন। যদি খ্যাতি পান ২০১৭ সালে। উড়তা পঞ্জাব ছবির দিলজিৎ দোসাঁঝের গাওয়া এক কুড়ি গানে নেচে লাইমলাইটে আসেন তিনি। এরপর থেকে তাঁর একটার পর একটা ভিডিয়ো ভাইরাল হয়। বাড়ে পরিচিতি। তিনি মূলত গুজরাটের মেয়ে। এরপর একাধিক জায়গায় ঘুরেছেন কাজের জন্য। থেকেছেন পশ্চিমবঙ্গেও, এখানে নাকি তিনি দশ বছর মতো ছিলেন। এখন তিনি সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত। লক্ষ লক্ষ ফলোয়ার তার। এক একটি ভিডিয়োতে লাইক কমেন্টের বন্যা হয়ে যায়। আর এই নতুন পোস্টের মাধ্যমে তো সকলের বুকে ঝড় বইয়ে দিলেন নেট পাড়ার নতুন উরফি।

বায়োস্কোপ খবর

Latest News

ISL শুরুর আগেই ধাক্কা ইস্টবেঙ্গলের… চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি! মাসে ৭০ কোটির দুর্নীতি! সন্দীপের পিছনে কোন ‘অতি প্রভাবশালী’? যেত বখরা? দেখছে CBI সরকারি হাসপাতালের ভিতরে ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারেন না সিভিক ভলান্টিয়াররা: CJI নতুন বছর শুরুর ১০৩ দিনেই মারা গিয়েছেন ৪৭টি বাঘ, রিপোর্টে চাঞ্চল্য ‘আমি তো ভেবেছিলাম সিওর ছয়!কপাল জোরে বেঁচেছি’…সূর্যর ক্যাচ এখনও চোখে ভাসে পন্তের… মাঠে জমে জল,নেই পর্যাপ্ত পরিকাঠামো! শুরু করা গেল না টেস্ট ম্যাচ!মুখ পুড়ল ভারতের সুপ্রিম কোর্টে সরকার 'মিথ্যে' বলছে, দাবি চিকিৎসকদের,সমর্থনে প্রমাণ পেশ সুদীপ্তার 'রেপ-টেপ সব জায়গাতেই হয়..', আরজি কর ইস্যুতে বেফাঁস ডোনা, তুলোধনা সৌরভ ঘরণীকে! আশ্বিন মাসে কালাষ্টমী কবে? জেনে নিন পুজোর দিন ক্ষণ তিথি ও পুজো পদ্ধতি অভিযোগ নেয় না পুলিশ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভ্রাতৃবধূকে মারধর হোমগার্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.