বাংলা নিউজ > বায়োস্কোপ > Sudipta-Soyumya: সাদা পোশাকে জলকেলি সুদীপ্তা-সৌম্যর, পুরীর হোটেলে এক রাতের কত ভাড়া দিচ্ছেন তৃণমূল নেতা?

Sudipta-Soyumya: সাদা পোশাকে জলকেলি সুদীপ্তা-সৌম্যর, পুরীর হোটেলে এক রাতের কত ভাড়া দিচ্ছেন তৃণমূল নেতা?

পুরীর সমুদ্রে সুদীপ্তা আর সৌম্য। 

রথের সময় জগন্নাথ দর্শনে গেলেন সুদীপ্তা আর সৌম্য। বিয়ের পর প্রথম ট্যুর। কেমন কাটালেন সময়, ছবি দিলেন সোহাগ জলের বেণী। 

পয়লা মে সাত পাকে বাঁধা পড়েল সোহাগ জল অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের যুবনেতা সৌম্য বক্সী। বিয়ের আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল রাজকীয় অনুষ্ঠানের সূচনা। বিয়ে থেকে রিসেপশনে, সুদীপ্তা-সৌম্যর শুভ অনুষ্ঠানের একাধিক ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নেটপাড়া রীতিমতো উত্তেজিত ছিল বেণী বৌদির বিয়ের সাজ নিয়ে।

তবে পয়লা মে বিয়ে হলেও হানিমুনটা হয়ে ওঠেনি কাজের ব্যস্ততায়। আসলে মেগার কাজের চাপে টানা ছুটি পাওয়া এমনিতেই মুশকিল। দিন পনেরো বিয়ের ছুটি তাই বিয়ের নানা কাজ, অষ্টমঙ্গলা, সৌম্যর দেশের বাড়ি যাওয়া এসবেই শেষ হয়ে গেছিল। অভিনেত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন অফিসিয়াল হানিমুনটা হবে একেবারে পুজোর পর। বক্সী বাড়িতে খুব বড় করে কালী পুজো হয়। সেইসব মিটিয়েই কর্তা-গিন্নি যাবেন মধুচন্দ্রিমায়।

তবে ছোট্ট একটা ছুটি নিয়ে ঘুরে গেলেন পুরী থেকে। জগন্নাথ ধাম থেকে ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। পুরীর সমুদ্রেও বেশষ কিছু ছবি দিয়েছেন। তবে এই ট্রিপে সুদীপ্তা-সৌম্যর সঙ্গে ছিল অভিনেত্রীর ননদ, অর্থাৎ সৌম্যর বোন। পরিবারকে নিয়েই জগন্নাথ দর্শনে এসেছিলেন।

কিছু ছবির লোকেশনে সুদীপ্তা জুড়ে দিয়েছেন হোটেল হলিডে রিসর্ট। অর্থাৎ বরের সঙ্গে বিয়ের পর প্রথমবার ঘুরতে গিয়ে পুরীর এই বিখ্যাত হোটেলেই উঠেছেন তিনি আর তাঁর তৃণমূল নেতা বর। জানেন এখানে এক রাত থাকার খরচ কত?

এই হোটেলে রয়েছে ৬টি ক্যাটাগরির রুম। যার মধ্যে কিছু ঘর সমুদ্রমুখী। হোটেলের রয়েছে নিজস্ব রেস্তোরাঁ, সুইমিং পুল। এখানে থাকার খরচ শুরু ৩,৮০০ টাকা থেকে। এবং সর্বোচ্চ ঘরটির ভাড়া ৭,৪৯৯ টাকা।

কাজের সূত্রে, সুদীপ্তাকে আপাতত দেখা যাচ্ছে সোহাগ জল ধারাবাহিকে। তবে খুব জলদিই বন্ধ হচ্ছে এটি। ৩ জুলাই থেকে সন্ধ্যা ৬.৩০টার স্লটে আসছে ‘কার কাছে কই মনের কথা’। মিতুল-ইন্দ্রর ধারাবাহিক স্লট হারা হলেও টিআরপি-তে টপ ১০-এ নিজের জায়গা ধরে রাখতে সক্ষম। ফলে এখনই বন্ধ হচ্ছে না খেলনা বাড়ি। বরং সেটিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাত ৯টায়। আর সেই হিসেবে সোহাগ জলের শেষ পর্বের সম্প্রচার হবে ১ জুলাই।

এতদিন বেণী হয়ে শুভ্র আর জুঁইকে ভালোই নাকানি-চোবানি খাইয়েছেন সুদীপ্তা। সোহাগ জলের পর কী পরিকল্পনা? এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, কিছু অফার থাকলেও এখনও কিছু ফাইনাল হয়নি। কিছুদিন অপেক্ষা করতে চান। সবে একটা নেগেটিভ চরিত্র শেষ করেছেন। একটু অন্য কিছু চাইছেন তাই। তবে একটাই অফশোস তাঁকে সবাই নেগেটিভ চরিত্রেই দেখতে আজকাল ভালোবাসে। তিনি যদিও দু ধরনের চরিত্রেই কাজ করতে স্বাচ্ছন্দ্য। 

 

বায়োস্কোপ খবর

Latest News

রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের 'পুলিশ এই লাথি মারল ডাক্তারদের মুখ্যমন্ত্রীকে ভরসার উপর', সোচ্চার বিজেপি ‘ইজরায়েলি টাইম মেশিন’ দিয়ে বয়স কমানোর প্রতিশ্রুতি দিয়ে ৩৫ কোটি প্রতারণা দম্পতির সায়ন্তকে ভুলে শুভ্রজিতের গলাতে মালা দিলেন প্রিয়াঙ্কা, আইনি বিয়ে সারলেন নায়িকা স্কুলের বাচ্চাদের নিয়ে পিকনিকে যাচ্ছিল বাস, ঘুমিয়ে গেলেন চালক, মৃত ১, আহত ৫ ভয় পাই না, জামশেদপুর আমাদের হোম গ্রাউন্ডের মতোই; ম্যাচের আগে হুঙ্কার বিনোর রত্নগর্ভাদের ‘আলো’ই আলোকিত করছে কাশী বোস লেনের পুজো, থিমের নেপথ্যে বাংলার ইতিহাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.