হ্যারি পটারের জাদুর মতোই সকলের মুখে হাসি ফোটাতে আসছে ‘কলকাতার হ্যারি’। প্রযোজক হিসেবে সোহম চক্রবর্তীর প্রথম ছবি। সোহম ছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। ২০২২ সালের ৬ই মে সিনেমা হলে মুক্তি পাবে। ছবির অন্যতম আকর্ষণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
গ্রীষ্মের ছুটিতে মুক্তি পাবে ‘কলকাতার হ্যারি’। প্রকাশ্যে ছবির ট্রেলার। একদল শিশুকে ট্রেলারে হ্যারি পটারের জাদু মন্ত্র বলছেন সোহম। সঙ্গে দেখাচ্ছেন বাহারি ম্যাজিক। প্রাইমারি স্কুলের এক কার পুল ড্রাইভারের গল্প। স্কুলের এই গাড়ি চালককে আবর্তিত করে ছবির গল্প এগিয়েছে। প্রাইমারি স্কুলে কাজ করা সেই পুল কার ড্রাইভারের চরিত্রে দেখা যাবে সোহমকে।
পর্দায় সোহমের নাম হরিনাথ পাত্র। হরিনাথ হ্যারি পটার সিরিজের ভক্ত। দারুণ গল্প বলার গুণ রয়েছে তার মধ্যে। কলকাতার রাস্তায় ম্যাজিক দেখাতে ভালোবাসে সে। আদ্যোপান্ত শিশুদের সিনেমা হলেও এর মধ্যে রয়েছে নানা টুইস্ট। সেখানে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ।
পরিচালনায় রাজদীপ ঘোষ। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছোট ঐশিকা গুহঠাকুরকে। ছবিতে অন্যান্য চরিত্রে অরিন্দম গঙ্গোপাধ্যায়, লাবনী সরকার প্রমুখ। রোহিত এবং সৌম্য় লিখেছেন ‘কলকাতার হ্যারি’র চিত্রনাট্য। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে জিৎ গঙ্গোপাধ্যায়। সোহম'স এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থার প্রথম ছবি 'কলকাতার হ্যারি'।