থ্রি ইডিয়টসের ফুন্সুক ওয়াংরুকে মনে আছে? হ্যাঁ, যে চরিত্রে অভিনয় করেছিলেন খোদ আমির খান। সেই চরিত্রটা কিন্তু মোটেই কাল্পনিক নয়। বরং বাস্তবের এক মানুষকে দেখেই বানানো। রাজকুমার হিরানির তৈরি করা এই চরিত্রের নেপথ্যে বাস্তবের যে মানুষটি আছেন তিনি হলেন একজন ইঞ্জিনিয়ার তথা আবিষ্কারক সোনম ওয়াংচুক।
বলিউডের অন্যতম হিট এবং কাল্ট ছবি হল রাজকুমার হিরানির থ্রি ইডিয়টস। দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছিল তিন বন্ধুর বন্ধুত্ব। ভারত তো বটেই এই ছবির তুমুল প্রভাব পড়েছিল চিন এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশেও যেখানে মা বাবারাই মূলত সন্তান কী নিয়ে পড়বে, কী হবে সেটা নির্ধারণ করে দিতেন। এই ছবি বার্তা দিয়েছিল যে একজন কী হতে চায়, কী নিয়ে পড়তে চায় সেটা তার উপরেই ছাড়া উচিত।
আরও পড়ুন: বায়ুসেনার পোশাকে হৃতিক-দীপিকার চুমু! আইনি ঝামেলায় জড়াল ফাইটার
থ্রি ইডিয়টস নিয়ে কী জানালেন বাস্তবের ফুংসুক ওয়াংরু?
বাস্তবের ফুংসুক ওয়াংরু অর্থাৎ সোনম ওয়াংচুক সম্প্রতি লাল্লানটপকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি এই ছবিটি দেখেছেন। তবে আমির খানের করা চরিত্রটির সঙ্গে তিনি নিজের খুব একটা মিল পাননি। তাঁর কথায়, 'হ্যাঁ, আমি ছবিটা দেখেছি। ছবিটা ভালো, সুন্দর একটা বার্তা দেওয়া হয়েছে এখানে।'
কেন আমিরের চরিত্রের সঙ্গে খুব একটা মিল পাননি সোনম ওয়াংচুক?
এই বিষয়ে তিনি জানিয়েছেন, 'আমি কী আর বলব, অনেকেই যাঁরা এই ছবিটা দেখেছেন তাঁরা জানিয়েছেন ছবিতে দেখানো চরিত্রের থেকে আমি অনেক সুন্দর। তাই আমি নিজেকে মেলাতে পারি না এই চরিত্রের সঙ্গে।'
থ্রি ইডিয়টস প্রসঙ্গে
২০০৯ সালে মুক্তি পেয়েছিল থ্রি ইডিয়টস। রাজকুমার হিরানি পরিচালনা করেছিলেন এই ছবিটির। এখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল আমির খান, করিনা কাপুর, আর মাধবন এবং শরমন যোশীকে। এছাড়া বোমান ইরানিও ছিলেন। বিধু বিনোদ চোপড়া ছবিটির প্রযোজনা করেছিলেন। ২০১৩ সাল পর্যন্ত এটা বলিউডের সব থেকে বেশি ব্যবসা করা ছবি ছিল।