দিস মোমেন্ট অ্যালবামের জন্য শঙ্কর মহাদেবন এবং তাঁর ব্যান্ড শক্তি এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন সেরা গ্লোবাল অ্যালবাম বিভাগে। এটাই তাঁদের এই ব্যান্ডের প্রথম স্টুডিয়ো অ্যালবাম। লস অ্যাঞ্জেলেসের এই ইভেন্টের পরই তিনি হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন তাঁর ব্যান্ডের সঙ্গীরা, অর্থাৎ ভি সেলভাগণেশ, গণেশ রাজাগোপালন।
গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে কী বললেন শঙ্কর মহাদেবন?
শঙ্কর মহাদেবন গ্র্যামি পুরস্কার জিতে বললেন, 'যখন আমাদের নাম ঘোষণা করা হল কয়েক মুহূর্ত সময় লেগে গিয়েছিল আমাদের সেটা আত্মস্থ করতে, বুঝতে। এই অনুভূতিটা না বলে বোঝানো কঠিন।'
আরও পড়ুন: 'তেঁতুলের মধ্যে চিনি লাগিয়ে...' দিদি নম্বর ওয়ানে এসে রচনাকে এ কী খাওয়াতে চাইলেন গায়িকা সুস্বাতী!
ক্রিপ্টো ডট কম এরিনার সেই আবহের কথা তুলে ধরে শঙ্কর জানান, 'দুর্দান্ত স্টেজ ওটা। এটা পৃথিবীর সব থেকে বেশি চর্চিত মিউজিক্যাল অভিজ্ঞতা, আর সেই স্টেজে উঠে এমন একটা সম্মান পাওয়া সেটা একটা দুর্দান্ত ব্যাপার।'
ভারতকে গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন তাঁরা। সেই বিষয়ে শঙ্কর মহাদেবন বলেন, 'বিশ্বমানের আন্তর্জাতিক শিল্পীদের মধ্যে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে, এমন একটা সম্মান পেয়ে আমি খুব খুশি। গানের মাধ্যমে আমি ভারতকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত।' তিনি তাঁর এই পুরস্কারকে উৎসর্গ করেন তাঁর স্ত্রী সঙ্গীতা মহাদেবনকে। প্রসঙ্গত তিনি তাঁর স্বামীর সঙ্গে এই ইভেন্টে থাকতে পারেননি কারণ তাঁর পা ভেঙে গিয়েছে। ফলে স্ত্রীর উপস্থিতি যে তিনি সেখানে মিস করছেন সেটা বলাই বাহুল্য। তাই পুরস্কার জিতেই তিনি সেটা তাঁর অসুস্থ স্ত্রীকে উৎসর্গ করেন।
অন্যদিকে ভি সেলভাগণেশ বলেন, 'এই মুহূর্তটা আমার কাছে খুব দামী। এটা আমার জীবনের সেরা সময়। এটা আদের শক্তির (ব্যান্ডের) ৫০ বছর। আর আমাদের প্রথম স্টুডিয়ো অ্যালবাম। স্বপ্নের মতো মনে হচ্ছে সবটা।'
ব্যান্ড শক্তির প্রসঙ্গে
ব্যান্ড শক্তির সদস্যরা হলেন গিটারিস্ট জন ম্যাকলাফিং, গায়ক শঙ্কর মহাদেবন, তবলা বাদক উস্তাদ জাকির হুসেন, পারকাসনিস্ট ভি সেলভাগণেশ এবং ভায়োলিনিস্ট গণেশ রাজাগোপালন। তাঁদের এই ব্যান্ডের অ্যালবাম এবার ৬৬ তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা গ্লোবাল অ্যালবাম অ্যাওয়ার্ড পেয়েছে।