বুধবার ভরদুপুরে 'সৌরভময়' ছবি সামনে আনলেন অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তী। বাঙালি দর্শকদের কাছে সৌরভের প্রথম পরিচয় অভিনেতা হিসাবেই, ‘সবিনয় নিবেদন’, ‘বধূ কোন আলো লাগল চোখে’,'মেম বউ'—এর মতো হিট মেগা তাঁর ঝুলিতে। তবে আজকাল পরিচালনাতেই বেশি মন দিয়েছেন। আরও পড়ুন-দেব-সৌমিতৃষার মিষ্টি দাম্পত্যের ঝলক, প্রকাশ্যে প্রধানের প্রথম গান ‘হয়েছে বলি কি শোন'
পরিচালক সৌরভ শীঘ্রই নতুন চমক দিতে চলেছেন ভক্তদের। ‘জাপানি টয়’, ‘শব্দ-জব্দ’র মতো জনপ্রিয় ওয়েব সিরিজের পরিচালক এদিন নিজের ফেসবুকের দেওয়ালে বেশকিছু ছবি পোস্ট করেন। সেখানে দেখা মিলল বাঙালির প্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের। হ্যাঁ, দাদাকে ক্যামেরাবন্দি করলেন সৌরভ। কাজের ফাঁকে সৌরভের সঙ্গে একটি নিজস্বীও তুলেছেন তিনি। প্রেক্ষাপটে সবুজে ঘেরা পাহাড়ি নদী। ব্রিজের উপর দাঁড়িয়ে ছবিটি তোলেন দুই সৌরভ।
এই ছবি দেখেই সবার মনে প্রশ্ন তবে কি দাদা এবার ওয়েব সিরিজে? সৌরভ গঙ্গোপাধ্য়ায় কি তবে এবার অভিনয়ে নামছেন? বিনো-দুনিয়ার সঙ্গে অটুট যোগ মহারাজের। দাদাগিরি-র সঞ্চালক হিসাবে তিনি সুপারহিট। বিজ্ঞাপনের জগতেও তাঁর অবাধ বিচরণ। সৌরভের সঙ্গে কোন শ্যুটিং সারলেন মহারাজ? ত্রিপুরা ট্য়ুরিজমের প্রচারে একটি প্রমোশন্যাল ভিডিয়ো শ্যুট করলেন দুই সৌরভ। ক্যামেরার সামনে গাঙ্গুলি, পিছনে চক্রবর্তী।
পরিচালক সৌরভ জানান, ‘প্রথম বার দাদার সঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে। এক জন আন্তর্জাতিক তারকা অথচ এতটা বিনয়ী, ভাবাই যায় না। আমি যে কখনও মহারাজকে (সৌরভ গঙ্গোপাধ্যায়) পরিচালনা করব সেটা কল্পনা করিনি। তবে ভাল লাগছে’।
ডেনিম, সাদা টি-শার্ট আর কালো জ্য়াকেটে একদম হ্যান্ডসাম লুকে মহারজা। ত্রিপুরার নৈঃসর্গিক সৌন্দর্য উপভোগের মুহূর্তগুলো ফেসবুকে শেয়ার করে নিয়েছেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বেসাডার।
ছবির ক্যাপশনে সৌরভ লেখেন- ‘দাদা তো আলাদা-ই’। সৌরভের হাত ধরেই ওটিটি-তে পা রাখছেন দেবশ্রী রায়। হইচই প্ল্যাটফর্মের জন্য ‘কেমিস্ট্রি মাসি’ তৈরি করেছেন সৌরভ। সেই কাজ শেষ, এবার ‘রাজনীতি ২’-কাজ শুরু করবেন সৌরভ। নিজের পরিচালিত সিরিজে মুখ দেখানো না-পসন্দ সৌরভের। তবে অভিনয় থেকে একেবারে দূরে নেই মধুমিতার প্রাক্তন স্বামী। জি ফাইভের শ্বেতকালী-তে অভিনয় করেছেন মাস কয়েক আগে।
এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, ‘পরিচালনা যেমন আমার প্রেম, তেমনই আবার অভিনয়ও আমার ভালবাসা। তবে হ্যাঁ, আমি যে প্রজেক্ট পরিচালনা করি, সেই সিরিজে অভিনয় করতে চাই না।’