বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreelekha Mitra: ২০২০-তে ‘খলনায়ক’, ২২-এ ‘নায়ক’? শ্রীলেখার খাতায় কীভাবে লেখা প্রসেনজিতের নাম

Sreelekha Mitra: ২০২০-তে ‘খলনায়ক’, ২২-এ ‘নায়ক’? শ্রীলেখার খাতায় কীভাবে লেখা প্রসেনজিতের নাম

‘অন্নদাতা’ ছবিতে প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেন শ্রীলেখা।

শ্রীলেখা জানিয়েছেন, ছবিগুলি প্রসেনজিতের সঙ্গে 'অন্নদাতা'য় কাজ করার সময় তোলা। বক্স অফিসে ভাঁড়ার ভরেছিল এসকে মুভিজ প্রযোজিত ছবিটির।

সাল ২০২০। একটি ভিডিয়ো দিয়ে টলিউডে ঝড় তুলেছিলেন শ্রীলেখা মিত্র। ইন্ডাস্ট্রির 'হেভিওয়েট'দের বিরুদ্ধে এনেছিলেন স্বজনপোষণের অভিযোগ। দাবি করেছিলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও কয়েকজনের কারসাজিতে বারবার হাতছাড়া হয়েছে নায়িকার চরিত্র। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন তিনি।

কাট টু ২০২২। এক রবিবারের দুপুরে অতীত ছুঁয়ে দেখলেন শ্রীলেখা। প্রসেনজিতের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করলেন ফেসবুকে। লিখলেন, 'তখন আমাকে দেখতে সুন্দর ছিল, তাই না? ওঁকেই (প্রসেনজিৎ) বা কেমন দেখাচ্ছে?'

শ্রীলেখা জানিয়েছেন, ছবিগুলি প্রসেনজিতের সঙ্গে 'অন্নদাতা'য় কাজ করার সময় তোলা। বক্স অফিসে ভাঁড়ার ভরেছিল এসকে মুভিজ প্রযোজিত ছবিটির। অভিনেত্রীর কথায়, 'আমার ভাইয়ের স্ত্রী ছবিগুলি আজ পাঠাল। দেখেই বেশ কিছু প্রশ্ন জেগে উঠল মনে। তখন আমার ওজন বেশ খানিকটা কম ছিল। দেখতে সুন্দর ছিলাম। 'অন্নদাতা' সুপারডুপার হিট হওয়ার পরেও আমার আর প্রসেনজিতের সঙ্গে ছবি করা হল না। বা সেই অর্থে বাণিজ্যিক ছবির নায়িকা হওয়ার সুযোগ পেলাম না।'

এখানেই থেমে যাননি শ্রীলেখা। ২০২০ সালের সেই 'বিতর্কিত' ভিডিয়োর প্রসঙ্গ তুললেন তিনি। বললেন,'মনে হল, দর্শকের কাছে জানতে চাই যে ওঁর (প্রসেনজিতের) নায়িকা হিসেবে আমাকে কেমন লেগেছে। সেই ভিডিয়োয় স্বজনপোষণ নিয়ে যে কথাগুলো বলেছিলাম, সবটাই কি ফেলে দেওয়ার মতো? নাকি যুক্তি আছে? সেটা তারাই বলুক।'

(আরও পড়ুন: বাবার প্রথম বাৎসরিকেই নন্দনে স্ক্রিনিং হল পরিচালক শ্রীলেখার ছবি ‘এবং ছাদ’-এর)

এত দিন পর ফের কেন পুরনো স্মৃতি হাতড়ালেন? শ্রীলেখার উত্তর, 'ছবিগুলি আমার কাছে ছিল না। দেখে ভালো লাগল। তাই দিলাম। এখন আর আমার কোনও রাগ-অভিমান নেই। বয়স বেড়েছে। পরিণত হয়েছি। এখন আর পুরনো কথা নিয়ে হা-হুতাশ করে লাভ নেই।'

(আরও পড়ুন: ‘সুদীপার স্বামী কি টম ক্রুস যে দুর্বল হব’, প্রশ্ন শ্রীলেখার! প্রকাশ্যে চুলোচুলি)

বন্ধ করুন