‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের খলনায়িকা হিসাবে তাঁর জনপ্রিয়তা। এরপর নেটপাড়ায় আচমকাই রিল থেকে রিয়েল ভ্যাম্প হয়ে উঠেন শ্রীময়ী! বছর দেড়েক আগে ‘বিবাহিত’ কাঞ্চন মল্লিকের ঘর ভাঙার অভিযোগ ওঠে শ্রীময়ীর বিরুদ্ধে। কাঞ্চনের সঙ্গে সম্পর্কে রয়েছেন শ্রীময়ী, এমন কানাঘুসো রটেছিল টলিপাড়ায়। তখনই কাঞ্চনের সঙ্গে তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বনিবনা না হওয়ার খবর সামনে আসে। আপতত ডিভোর্সের মামলা কোর্টে বিচারাধীন।
বুধবার স্বাধীনতা দিবসের দিন কাঞ্চনকে নিয়ে আবেগঘন পোস্ট শ্রীময়ীর। ইনস্টাগ্রামে কাঞ্চনের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর সুধাময়ী। এই সিরিয়াল শুরুর সময় কানাঘুষো শোনা গিয়েছিল, শ্রীময়ীর পাশাপাশি নাকি কাঞ্চন মল্লিকও অংশ হবেন এই মেগার। তবে তেমনটা ঘটেনি। কিন্তু চার মাস পর আচমকাই কাহানিতে মহা-টুইস্ট। সম্প্রতি হরিদাস হয়ে এই সিরিয়ালে এন্ট্রি নিয়েছেন কাঞ্চন। স্বভাবতই উচ্ছ্বসিত শ্রীময়ী। সুদীর্ঘ ১০ বছর পর আবারও কাঞ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে শ্রীময়ী কাঞ্চনের উদ্দেশে লেখেন-'২০১৩ সালে প্রথম তোমার সাথে স্ক্রিন ভাগাভাগি করা,আবারও ১০বছর পর কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের হাত ধরে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেলাম, তোমার মতো অভিনেতার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু অর্জন করেছি, জীবনে অনেক শেখা বাকি আছে, হাজার বিতর্কের পরেও বলব তুমি শুধু একজন ভালো অভিনেতাই নয়…একজন ভালো মনের মানুষ।
ছবিতে সাধুবাবা হরিদাসের থেকে আর্শীবাদ নিতে দেখা গেল সুধাময়ীকে। গলায় রুদ্রাক্ষের মালা, শ্বেতশুভ্র বেশ, কপালে তিলক-চন্দন! সাধুবাবার বেশে কাঞ্চনকে দেখে চেনা দায়! ছবি দেখে রসিকতা করে এক নেটিজেন লেখেন- এই আর্শীবাদ বিফলে যাবে না।
শুরু থেকেই কাঞ্চনের সঙ্গে প্রেম সম্পর্কের কথা অস্বীকার করেছেন শ্রীময়ী। বলেছেন 'কাঞ্চনদা' তাঁর মেন্টর, গাউড। এমনকী, টিচার্স ডে-র দিন শুভেচ্ছা জানিয়ে পোস্টও এসেছে তাঁর তরফ থেকে। শ্রীময়ীর সাফ কথা, ‘ওর সঙ্গে আমার সম্পর্কটা কী তা এত দিনে মানুষের বুঝে যাওয়া উচিত। তার পরেও যদি আমাদের নিয়ে এমন লেখা হয়, তা হলে আর কিছু বলার নেই’। তবুও, একাধিক অনুষ্ঠানে তাঁদের আজকাল একসঙ্গেই দেখা যায়। তা কাঞ্চনের বাড়ির পুজো হোক, কাঞ্চনের জন্মদিন হোক বা শ্রীময়ীর বাড়ির ঘরোয়া পার্টি। তাই যেন ‘প্রেমের খবর’-এর আগুন নিভেও নেভে না।
‘কৃষ্ণকলি’ শেষ হওয়ার পর খুকুমণি হোম ডেলিভারিতে দেখা গিয়েছিল শ্রীময়ীকে, আচমকা সেই মেগা বন্ধ হওয়ার পর ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছিলেন না কাঞ্চন-বান্ধবী। নিয়েই এনেছিলেন এহেন অভিযোগ। চলতি বছরের গোড়ায় স্টার জলসার ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পান শ্রীময়ী। সুধাময়ী হিসাবে অল্প দিনেই দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী।