দু-দিন আগেই সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছিলেন জমা জলই কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জীবনে! ডেঙ্গি আক্রান্ত তিনি, তা কনফার্মড। শারীরিক অসুস্থতার জন্য ‘দশম অবতার’-এর শেষ শেডিউলের শ্যুটিং বাতিল করতে বাধ্য হয়েছেন ‘অটোগ্রাফ’ পরিচালক। ডেঙ্গি আক্রান্ত হওয়ার কথা পরিচালক নিজেই সামনে আনেন। নিজের ছবি 'অটোগ্রাফ'-এর জনপ্রিয় গান, ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এর কথা বদলে দিয়ে, সেই ঢঙে পরিচালক লিখেছিলেন, ‘জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কমে যায় তাই প্লেটলেট...#কনফার্ম।’ তারপর থেকেই উদ্বিগ্ন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই সেই চিন্তা জাহির করেছেন। সৃজিতের শারীরিক পরিস্থিতি নিয়ে নানান রটনাও ছড়িয়ে পড়েছে।
কেউ বলছেন, সৃজিতের নাকি প্লেটলেট কমে গিয়েছে। অবস্থার অবনতি হলে হাসপাতালে পর্যন্ত ভর্তি করা হবে। কিন্তু টলিপাড়া সূত্রে খবর,পরিচালক এখন আগের চেয়ে ভালো আছেন। না হাসপাতালে ভর্তি নন সৃজিত। বাড়িতেই চলছে চিকিৎসা। এর আগে সৃজিতের পোস্টে চিন্তা জাহির করেছিলেন অপর্ণা সেন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানিয়েছিলেন অসুস্থতা নিয়ে কোনওরকম গাফিলতি না করতে। সৃজিতের ‘চতুষ্কোণ’ অভিনেত্রী লেখেন-‘টেক কেয়ার রিজু! আমার ডেঙ্গি হয়েছিল তাই জানি এটা কতটা দুর্বল করে দেয়! নার্সিং হোমে ভর্তি হয়ে যাবেন আশা করি।’ তাঁর উত্তরে পরিচালক পাল্টা লিখেছিলেন, ‘এখনই নয়, কাল প্লেটলেট চেক করে, বাক্স গুছাব ভাবছি।’ সৃজিত-অপর্ণার এই কথোপকথের ফাঁকে শ্রীজাত স্পষ্ট বলেছিলেন, তাঁর বন্ধুকে কোনও নার্সিংহোম ভর্তি নেবে না, কারণ সৃজিতের ‘ট্যানট্রাম’ কেউ সহ্য করবে না।
প্রসঙ্গত, সৃজিতের পুজো রিলিজ ‘দশম অবতার’। এই ছবির শ্যুটিংয়ের কাজে গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ যাওয়ার কথা ছিল পরিচালকের। কিন্তু তা বাতিল করতে হয় পরিচালকের শারীরিক পরিস্থিতির জেরে। অনির্বাণ ভট্টাচার্য ও জয়া আহসান যোগ দেবেন ‘দশম অবতার’-এর উত্তরবঙ্গ শেডিউলের। এখনও চূড়ান্ত হয়নি শ্যুটিংয়ের তারিখ। সৃজিত সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। ‘দশম অবতার’-এ জয়া-অনির্বাণের পাশাপাশি অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্তর মতো তারকারাও। ‘দশম অবতার’-এর পাশাপাশি ‘দুর্গে রহস্য’-এর পোস্ট প্রোডাকশন নিয়েও ব্যস্ত সৃজিত। প্রথমবার ব্যোমকেশ কাহিনি পরিচালনায় সৃজিত। কোনও খামতি রাখতে চান না তিনি। ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর গল্পকেই ওয়েব সিরিজের আকারে তুলে ধরবেন সৃজিত। হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে অনির্বাণ-সোহিনী-রাহুল অভিনীত এই সিরিজ।
ওদিকে সম্প্রতি ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ও। মালয়েশিয়া থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েছিলেন ‘গাঁটছড়া’র রাহুল। কিন্তু এখন তাঁর ডেঙ্গি রিপোর্ট নেগেটিভ।