আলিয়া ভাটকে রোল মডেল মনে করেন শাহরুখ কন্যা সুহানা খান! কিন্তু কেন? সুহানা খানের প্রথম ছবি দ্য আর্চিজ এখন কেবল মুক্তি পাওয়ার অপেক্ষা। তার আগে সেই ছবির প্রচারে গিয়ে আলিয়ার প্রসঙ্গে সুহানা বলেন তিনি নাকি অনন্যা কারণ তিনি তাঁর বিয়ের শাড়ি আবার পরেছিলেন। শুধু তাই নয় সেই শাড়ি পরেই জাতীয় পুরস্কার। আনতে গিয়েছিলেন।
সুহানা কী বললেন আলিয়ার বিয়ের শাড়ি আবার পরার বিষয়ে?
সম্প্রতি সুহানা খানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে শাহরুখ কন্যাকে বলতে শোনা যায়, 'যিনি অনেককে ইনফ্লুয়েন্স করেন, যাঁর পরিচিতি তিনি যখন তাঁর বিয়ের শাড়ি পরে জাতীয় পুরস্কার আনতে যান সেটা একটা বিশেষ বার্তা দেয়। অনেককে সচেতন করে। আর ঠিক সেই কাজটাই আলিয়া ভাট করেছেন।' সুহানা তাঁর বক্তব্যে আরও বলেন, ' উনি সাসটেনেবিলিটির প্রচার করলেন। আলিয়া যদি তাঁর বিয়ের শাড়ি রিপিট করতে পারেন তাহলে আমরাও এক পোশাক পরে একাধিক পার্টিতে যেতে পারি। প্রতি অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা পোশাক কেনার প্রয়োজন নেই। এত জামা কেনা মানে তার কতটা প্রভাব পড়ছে প্রকৃতিতে বুঝতে পারছেন? এটা কতটা ক্ষতি করে প্রকৃতির সেটা বোঝা উচিত।'
আরও পড়ুন: বাঙালি দর্শক দুমুখো! বিয়ে করেই বেফাঁস পরমব্রত, বললেন, 'বাংলায় জওয়ান-পাঠান হলে চলত না...'
আরও পড়ুন: শতদ্রুর সঙ্গে পালানোর জন্য বাড়িতে চুরি করেছে শিমুল! পরাগের নতুন ফন্দির জেরে এবার কী হবে
কে কী বলছেন? অনেকেই সুহানাকে সমর্থন করেছেন। রেডইটে ভাইরাল হওয়া এই ভিডিয়োতে এক ব্যক্তি লেখেন, 'এক পোশাক বারবার পরার অর্থ সাসটেনেবিলিটি। এটা প্রকৃতির জন্য ভালো।' কেউ আবার বলেন, 'আপনিও ভালো বার্তা দিলেন এই ভিডিয়োর মাধ্যমে।' কেউ কেউ আলিয়াকে রোল মডেল বলায় আবার হাসছেন। করছেন ট্রোলও।
প্রসঙ্গত গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। বিয়ের শাড়ি পরে তিনি তাঁর বরের সঙ্গে এই অনুষ্ঠানে গিয়েছিলেন। অনেকেই তাঁর এই সাজের প্রশংসা করেছিলেন।
সুহানার প্রথম ছবি দ্য আর্চিজ
আগামী ৭ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে দ্য আর্চিজ। এই ছবির মাধ্যমেই ডেবিউ করতে চলেছেন সুহানা খান। তাঁর সঙ্গে আছেন অগস্ত্য নন্দা, খুশি কাপুর, প্রমুখ।