বাংলা নিউজ > বায়োস্কোপ > Suhana Khan: একটা ছবি করেই মালামাল! নিজের টাকায় আলিবাগে চাষের জমি কিনলেন সুহানা, দাম শুনলে ভিরমি খাবেন

Suhana Khan: একটা ছবি করেই মালামাল! নিজের টাকায় আলিবাগে চাষের জমি কিনলেন সুহানা, দাম শুনলে ভিরমি খাবেন

সুহানার নতুন কীর্তি  (AFP)

Suhana Khan: বলিউডে একটা মাত্র ছবি করেছেন। পরের ছবির ঘোষণার আগেই ৯.৫ কোটি টাকা দিয়ে ফের কৃষিজমি কিনলেন সুহানা খান। 

বাবার পদচিহ্ন অনুসরণ করে অভিনয়ের জগতে পা রেখেছেন সুহানা খান। তবে সুহানার ডেবিউ ছবি, দ্য আর্চিস ঘিরে বিতর্ক, সমালোচনা কম হয়নি। নেটফ্লিক্সের এই ছবি দেখে হতাশ অনেকেই। বলিউডে তাঁর বয়স মাত্র কয়েক মাস। কিন্তু বাবার মতোই উদ্যোক্ত মন শাহরুখ কন্যার। তাই তো বিরাট টাকা খরচ করে আলিবাগে জমি কিনলেন সুহানা খান। 

সুহানা অবশ্য এই প্রথম সম্পত্তি কিনলেন এমনটা নয়। গত বছরও আলিবাগে কৃষিজমি কিনেছিলেন তিনি, এবারও মহারাষ্ট্রের আলিবাগের থল গ্রামে চাষের জমি কিনলেন সুহানা খান। IndexTap.com-এর হাতে এসেছে সুহানার জমির কাগজ, সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে ৯.৫ কোটি টাকার বিনিময়ে ওই জমি নিজের নামে করেছেন সুহানা। 

রায়গড়ের থাল গ্রামে অবস্থিত ০.৭৮২ হেক্টর অর্থাৎ ৭৮২০ স্কোয়ার মিটার জমি কিনেছেন শাহরুখের একমাত্র মেয়ে। আসলে রাজকন্যে বলে কথা, তাঁর আর টাকা-পয়সা নিয়ে ভাবনা কী! এই সম্পত্তি ক্রয় করতে গিয়ে ৫৭ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে তাঁকে। 

গত ১৩ই ফেব্রুয়ারি ওই জমি সুহানার নামে রেজিস্ট্রার হয়েছে। গত বছর জুন মাসে থল গ্রামেই একটি কৃষিজমি কিনেছিলেন সুহানা। রায়গড় জেলার থল গ্রামে তিন বোন অঞ্জলি, রেখা এবং প্রিয়া খোটের থেকে ১২.৯১ লক্ষ টাকা দিয়ে কৃষিজমি কিনেছিলেন সুহানা। ১.৫ একর বিস্তৃত ছিল সেই জমি। আশ্চর্যের বিষয় হল, রেজিস্ট্রির নথিতে গতবার সুহানাকে ‘কৃষিবিদ’ বা ‘এগ্রিকালচারিস্ট’ হিসাবে উল্লেখ করা হয়েছে। যদিও সুহানা পড়াশোনাও করেছেন ফিল্ম মেকিং নিয়ে আর শোবিজ দুনিয়াতেই কেরিয়ার গড়ছেন শাহরুখ কন্যা।

 আলিবাগ শহর থেকে গাড়ি করে ১২ মিনিটের দূরত্বে অবস্থিত সুহানার নতুন সম্পত্তি। আলিবাগে শাহরুখের একটি সাগরমুখী বাংলো রয়েছে। সেটিও থল গ্রামেই অবস্থিত। সেখানে হেলিপ্যাড ল্যান্ড করার ব্যবস্থা থেকে সুইমিং পুল, থিয়েটার সবই রয়েছে। 

গত বছর ডিসেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছ জোয়া আখতারের ‘দ্য আর্চিস’। রিভারডেল নামের কাল্পনিক স্থানের প্রেক্ষাপটে সাজানো এই ওটিটি ছবিতে জোয়া আখতার ভারতীয়করণ ঘটিয়েছেন আর্চিস কমিকসের।

দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং নাম সুহানা খান। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা তাক লাগাবে। ব্রিটিশ যুক্তরাজ্যের আর্ডিংলি কলেজ থেকে স্নাতোক ডিগ্রি লাভ করেছেন সুহানা, এরপর নিউ ইয়র্ক বিশ্ববিদ্য়ালয় থেকে ফাইন আর্টসে মাস্টার ডিগ্রি নেন এই স্টার কিড। দ্য আর্চিসের পর এখনও নতুন ছবির কাজে হাত দেননি সুহানা। শোনা গিয়েছিল সুজয় ঘোষের পরবর্তী ছবিতে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সুহানা। তবে আপতত সেই প্রোজেক্ট নাকি বিশ বাঁও জলে! 

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

বাঁ পায়ে ব্যান্ডেজ বাঁধা, হুইলচেয়ারে চেপে হাসপাতাল থেকে বেরোলেন গোবিন্দা এই ৩ রাশি হল মা দুর্গার সবচেয়ে প্রিয় রাশি, যাঁদের উপর সর্বদা থাকে দেবীর কৃপা TRP: আনন্দীর আগমনে চাপে গীতা! পুজোর আবহে কথার বাজিমাত, কমল ফুলকি-পর্ণার নম্বর মহিলা T20 বিশ্বকাপে আজ ভারত-নিউজিল্যান্ড লড়াই! ট্র্যাক রেকর্ডে চিন্তা স্মৃতিদের সায়ন্ত অতীত, ‘বন্ধন’ শুভ্রজিতের সঙ্গে বাগদান সারলেন ‘মাধবীলতা’ প্রিয়াঙ্কা রোহিতরা বিশ্বকাপ জিতেছেন, হরমনপ্রীতরা পারবেন? দেখুন ভারতের গ্রুপ, সূচি ও স্কোয়াড বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে আর একটি যুদ্ধ হবে, বিবৃতি দিল আওয়ামি লিগ স্টার্ক-কামিনসদের স্লো পিচ দিলেই বিশ্বকাপ জিততাম! এখনও আক্ষেপ যাচ্ছে না কাইফের… দুর্গাপুজোয় শাক–সবজির মূল্যবৃদ্ধি ঠেকাতে উদ্যোগী রাজ্য, টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক দেবদাসের 'কাহে ছেড়'-এর সুরে নাচছে শিব-পার্বতী! কাণ্ড দেখে হেসে খুন নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.