বাংলা নিউজ > বায়োস্কোপ > Swastika-Shovan: ‘কারুর নাম খারাপ করতে চাই না’, বিশ্বস্ত প্রেমিক ছিলেন না শোভন! ইঙ্গিত স্বস্তিকার

Swastika-Shovan: ‘কারুর নাম খারাপ করতে চাই না’, বিশ্বস্ত প্রেমিক ছিলেন না শোভন! ইঙ্গিত স্বস্তিকার

শোভনের সঙ্গে ব্রেকআপ নিয়ে অকপট স্বস্তিকা 

Swastika Dutta on her breakup with Shovan: ‘আমি যথেষ্ট সিরিয়াস ছিলাম এই সম্পর্কে। শোভন আমার জীবনের দ্বিতীয় প্রেম, তবে এই ব্রেক আপটা দরকার ছিল’, ব্রেকআপ নিয়ে অকপট স্বস্তিকা দত্ত। 

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ স্বস্তিকা দত্ত। দর্শক আপতত তাঁকে দেখছে ‘তোমার খোলা হাওয়া’র ঝিলমিলের চরিত্রে। যদিও চলতি মাসেই শেষ হচ্ছে জি বাংলার এই মেগা। ‘কি করে বলব তোমায়’-এর মতো হিট সিরিয়ালের পর স্বস্তিকার ছোটপর্দায় কামব্যাক খুব একটা সফল নয়। এর মাঝেই ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গিয়েছে নায়িকার। যদিও সবটাই হাসিমুখে সামলেছেন স্বস্তিকা। 

একটা সময় শোভন-স্বস্তিকার প্রেম ছিল টলিপাড়ার হট টপিক, কিন্তু চলতি বছর এপ্রিলেই দু'জনের আলাদা হওয়ার খবর সামনে আসে। সেই নিয়েও কম আলোচনা হয়নি। সেইসময় প্রাক্তন ইমনের সঙ্গে শোভনের ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠেছিল বিস্তর। আলাদা হওয়ার কথা নিজের মুখে জানালেও ব্রেকআপের কারণ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছিলেন অভিনেত্রী। নিজের লাভ লাইফ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন স্বস্তিকা। পর্দার ঝিলমিলের কথায়, ‘আমি যথেষ্ট লয়্যাল, কিন্তু আমার প্রেমে পড়তে ভালো লাগে। কেউ ছবি আমাকে নব্বই শতাংশ লয়্যালিটি দেখায়, আমি ১০০ শতাংশ দেব। কিন্তু এদিক-ওদিক করলেই আমি ফিরেও তাকাই না’। 

শোভন কি তবে লয়্যাল প্রেমিক ছিলেন না? সেইজন্যই ভেঙেছে সম্পর্ক? সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘হয়তো। আমি কিছু ক্ষেত্রে বোকা। হয়তো ওর দিক থেকে ও ঠিক, আমি কারুর নাম খারাপ করতে চাই না। আমি যথেষ্ট সিরিয়াস ছিলাম এই সম্পর্কে। মুহূর্তগুলো ভালো ছিল। আমার কাছে এই ব্রেকআপটা শকিং’। 

প্রেম ভাঙার এই পর্বটা কঠিন হলেও নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখে অনেকটাই স্বস্তিতে স্বস্তিকা। ব্রেকআপের খবর প্রকাশ্যে আসবার অনেক আগে থেকেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল বলে জানান অভিনেত্রী। সঙ্গে যোগ করেন, ‘এই ব্রেকআপটা জীবনে দরকার ছিল। এখন সত্যিই বড় হয়ে গিয়েছি। শোভন আমার জীবনের দ্বিতীয় প্রেম। খুব সিরিয়াল সম্পর্ক ছিল। দু-বছর নিজের খেয়াল করিনি, আমি সম্পর্কের ক্ষেত্রে গিভার।’ 

আপতত কাজেই মন দিতে চান না স্বস্তিকা। ছোটপর্দার পাশাপাশি সম্প্রতি বড়পর্দাতেও দর্শক দেখেছে তাঁকে। ‘ফাটাফাটি’তে খলনায়িকা হিসাবে নজর কেড়েছেন, আবির-পরম-লহমা'র ‘বিয়ে বিভ্রাট’-এ ছোট চরিত্রেও প্রশংসা কুড়িয়েছেন স্বস্তিকা। ‘তোমার খোলা হাওয়া’র শ্যুটিং শেষে ছোটপর্দা নয়, বড় পর্দায় ফের দেখা মিলবে অভিনেত্রীর। দু-টো ছবিতে কাজের কথাবার্তা চলছে। কিন্তু টেলিভিশন থেকে সাময়িক বিরতি নিলেও পাকাপাকিভাবে কোনওদিন ছোটপর্দা ছাড়বেন না স্বস্তিকা, জানালেন অভিনেত্রী। 

বায়োস্কোপ খবর

Latest News

৩ মাসেই সন্তানকে হারান গোবিন্দা!মেয়ের মৃত্যুর প্রসঙ্গে অভিনেতার স্ত্রী কী বললেন ইস্তফা দিয়ে হাঁফ ছেড়ে বেঁচেছি, এই কুচক্র-রাজের বিহিত করতেই হবে ‘বাম জমানায় মালখানা থেকে অস্ত্র তুলে দিতেন’ মনোজের বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন হাসপাতাল চত্বরেই মহিলা পুলিশকর্মীদের কটুক্তি, গ্রেফতার ২ ঠিকা কর্মী পিতৃপক্ষর এই সময় ৫ রাশিকে হতে হবে সাবধান! প্রভাবিত হবে কর্মজীবন ও আর্থিক স্থিতি ভুল ভুলাইয়া ৩-এর ভয়ে কি পিছিয়ে যাবে সিংঘম এগেইনের মুক্তি? দিওয়ালিতে বড় ধামাকা 'বাচ্চার জন্ম দিতে না পারলে সমাজ আপনাকে অসম্পূর্ণ মনে করে..’, শাবানার যন্ত্রণা মানসিক ভারসাম্যহীন ছেলেকে শিকলে বেঁধে রাখল বাবা, ২০ বছর এভাবেই কাটল মালদায়, কেন? জওয়ানে অভিনয় করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার কন্টেন্ট ক্রিয়েটর ভিরাজ! বললেন… পাকিস্তানকে চমকে দিয়ে ভারতের মুখে বাংলাদেশ, ফ্রিতে কবে-কখন-কোথায় দেখবেন ১ম টেস্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.