বাংলা নিউজ > বায়োস্কোপ > Sanjay Gadhvi Funeral: ধুম পরিচালক সঞ্জয় গাধভির শেষকৃত্যে দেখা গেল না সিনেমার কলাকুশলীদের

Sanjay Gadhvi Funeral: ধুম পরিচালক সঞ্জয় গাধভির শেষকৃত্যে দেখা গেল না সিনেমার কলাকুশলীদের

সঞ্জয় গাধভির শেষকৃত্যে হাজির টাবু-আশুতোষ গোয়ারিকররা

Sanjay Gadhvi Funeral: শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ধুম ছবির পরিচালক সঞ্জয় গাধভি। তাঁর শেষকৃত্যে হাজির ছিলেন টাবু, আশুতোষ গোয়ারিকর, প্রমুখ।

৫৮ এ পা দিতে আর মাত্র তিনদিন বাকি ছিল তাঁর। তার আগেই রবিবার ১৯ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ধুম ছবির পরিচালক সঞ্জয় গাধভি। মুম্বইতেই মারা যান তিনি। সোমবার ২০ নভেম্বর শেষকৃত্য সম্পন্ন হল তাঁর। এদিন তাঁর শেষকৃত্যে একাধিক বলিউড তারকা এসেছিলেন। টাবু, আশুতোষ গোয়ারিকর, প্রমুখকে দেখা গিয়েছে এদিন।

সঞ্জয় গাধভির শেষকৃত্যে টাবু

এদিন সঞ্জয় গাধভির শেষকৃত্যে একটি কালো কুর্তি এবং লেগিংস পরে এসেছিলেন টাবু। এছাড়াও একাধিক বলিউড অভিনেতাকে দেখা যায় এদিন। আশুতোষ গোয়ারিকর, সোনু নিগম, সিদ্ধার্থ আনন্দ এসেছিলেন।

তিনি তেরে লিয়ে ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন বলিউডে। তারপর একাধিক ছবি তৈরি করেন। মেরে ইয়ার কী শাদি ছবিটির পর তিনি ধুম ছবিটি বানান যা বিপুল সাড়া পায় দর্শকদের থেকে।

আরও পড়ুন: 'আমিও এই বাচ্চা দুটোকে...' কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের জন্য মন খারাপ 'বড় মা' সোহিনীর, কী উত্তর দিলেন সুকৃত-অয়ন্যা

আরও পড়ুন: ছক ভেঙে মিস ইউনিভার্সে প্রথমবার একজন প্লাস সাইজ মডেল! গর্বিত মিস নেপাল ২০২৩ লিখলেন 'জীবন বদলাচ্ছে'

এরপর নিয়ে আসেন ধুম ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ধুম ২। সেটাও বক্স অফিসে সাফল্য পায়। অভিষেক বচ্চন ধুম ১ এবং ধুম ২ দুটোতেই কাজ করেছিলেন তাঁর সঙ্গে। তিনি সঞ্জয় গাধভির মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেন। তাঁর পোস্ট থেকেই অধিকাংশ মানুষ সঞ্জয় গাধভির চলে যাওয়ার খবর পান।

তিনি তাঁর স্ত্রী গিনা এবং দুই মেয়ের সঙ্গে থাকতেন। গুজরাটি ফোক সাহিত্যের অত্যন্ত খ্যাতনামা ব্যক্তি মনুভাই গাধভির ছেলে ছিলেন সঞ্জয় গাধভি।

অভিষেক বচ্চন কী লেখেন সঞ্জয় গাধভিকে নিয়ে?

অভিষেক বচ্চন প্রয়াত পরিচালকের জন্য এদিন ইনস্টাগ্রামে লেখেন, 'গত সপ্তাহে যখন তোমার সঙ্গে কথা হল তখন আমরা কত স্মৃতিচারণ করলাম, আমাদের শুটের দিনের কথাগুলো, আমার মজাদার স্বপ্নের কথা সহ কত কিছু নিয়েই না কথা বললাম। খবরটা পেয়ে স্তম্ভিত হয়ে গেলাম। আমার যখন নিজের উপর বিশ্বাস ছিল না তখন তুমি বিশ্বাস করেছিলে। আমাদের বন্ধুত্ব চিরকাল থেকে যাবে। শান্তিতে থেকো এবার।'

বন্ধ করুন