বাংলা নিউজ > বায়োস্কোপ > Adrit-Kaushambi-Mithai: আদৃত-কৌশাম্বির বিয়ের আগে একজোট মোদক পরিবার! বাদ শুধু ‘মিঠাই’ সৌমিতৃষা, আইবুড়ো ভাত নাকি?

Adrit-Kaushambi-Mithai: আদৃত-কৌশাম্বির বিয়ের আগে একজোট মোদক পরিবার! বাদ শুধু ‘মিঠাই’ সৌমিতৃষা, আইবুড়ো ভাত নাকি?

আদৃত-কৌশাম্বির বিয়ের আগে মোদক পরিবারের রিইউনিয়ন! বাদ শুধু ‘মিঠাই’ সৌমিতৃষা

Adrit-Kaushambi-Mithai: বিয়ের আর তিন সপ্তাহও বাকি নেই। আদৃত-কৌশাম্বির সঙ্গে একফ্রেমে ধরা দিল মিঠাই পরিবার, শুধু জায়গা নেই সৌমিতৃষার! শুরু নয়া বিতর্ক। 

আর মাত্র ১৮ দিন পরেই বাজবে বিয়ের সানাই! সাত পাক ঘুরে চিরকালের বন্ধনে বাঁধা পড়তে চলেছেন আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী। মিঠাই-এর সেটেই শুরু এই প্রেম কাহিনির। উচ্ছেবাবু আর তাঁর দিদিয়ার প্রেম কাহিনির প্রতি মুহূর্তের সাক্ষী থেকেছে মোদক পরিবার। খুশির দিনে তাই প্রিয়জনদের ভুললেন না আদৃত-কৌশাম্বি।

সিদ্ধার্থ মোদক পর্দায় বহুবার বিয়ে করেছেন, কিন্তু এবার বাস্তবে ছাদনা তলায় যাচ্ছেন আদৃত। তার আগে মিঠাই পরিবারের জম্পেশ রিইউনিয়ন। তবে এই ঘরোয়া সেলিব্রেশনে দেখা মেলেনি মিঠাইরানি মানে সৌমিতৃষা কুণ্ডুর। আদৃত-কৌশাম্বির সঙ্গে সৌমিতৃষার মন কষাকষির খবর কারুর অজানা নয়। মুখে স্বীকার না করলেও সিরিয়াল শেষ হওয়ার আগে থেকেই বিরাট দূরত্ব তৈরি হয়েছিল নায়ক-নায়িকার।

এদিন আদৃতের বাড়িতে বসেছিল সেলিব্রেশনের আসর। সেখানে দেখা মিলল দাদু-ঠাম্মি থেকে শুরু করে পরিবারের জুনিয়র সদস্যদেরও। অভিনেতা কৌশিক চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, স্বাগতা বসু, লোপামুদ্রা সিনহা, অর্পিতা, তন্বী লাহা রায়, সৌরভ চট্টোপাধ্যায়, বিশ্বাবসু বিশ্বাস, ওমকার ভট্টচার্য, ফাহিম মির্জারা সকলেই হাজির ছিলে এদিনের পার্টিতে। 

‘আমরা’ সঙ্গে লাল হৃদয়ের ইমোজি দিয়ে নিজের ফেসবুকের দেওয়ালে সেই আড্ডার ঝলক তুলে ধরেছেন হবু বর। অনেকের মনেই প্রশ্ন, তবে কি মিঠাই পরিবার আইবুড়ো ভাত খাওয়ালো কৌশাম্বি-আদৃতকে? 

এদিন সাদা হাফ শার্ট ও প্যান্টে পাওয়া গেল হবু বরকে। কৌশাম্বির পরনে নীল রঙা ড্রেস। দুজনেই যেন গ্লো করছেন! নতুন জীবন শুরুর আনন্দ তাদের চোখেমুখে। তবে জানা গিয়েছে বাংলা নববর্ষ উপলক্ষ্যে বসেছিল এই আড্ডা, আদৃত-কৌশাম্বির বিয়ে উপলক্ষ্যে নয়। তবে এই ফ্রেমে সৌমিতৃষা না থাকায় সেটি অসম্পূর্ণ জানাতে ভোলেনি ফ্যানেদের একাংশ। 

শুধু আদৃত-কৌশাম্বি নয়, দেবের নায়িকা হওয়ার পর সৌমিতৃষার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মিঠাই পরিবারের অনেক সদস্যেরই, এমনটাই কানাঘুষো। তন্বীকে তো ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন সৌমিতৃষা, সেই নিয়ে জলঘোলা কম হয়নি। 

আগামী ৯ই মে বিয়ে করছেন আদৃত-কৌশাম্বি। ২ দিন পর ১১ই মে বসবে রিসেপশনের আসর। জুটির বিয়ের প্রস্তুতি তুঙ্গে। নায়ক অবশ্য বিয়ে নিয়ে মুখ খোলেননি। কিন্তু কৌশাম্বি সুখবরে সিলমোহর দিয়েছেন। জানিয়েছেন, বিয়ের মেনু থেকে সাজগোজের পরিকল্পনা। দুই পরিবারের সম্মতিতেই শুভকাজটা সারছেন দুজনে, তোড়জোর তুঙ্গে। 

কৌশাম্বির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন আদৃত। ২০২২-এর ডিসেম্বরে বিয়ের তারিখও পাকা ছিল দুজনের। কিন্তু ভেস্তে যায় সেই বিয়ে, শোনা যায় আদৃত-কৌশাম্বির ঘনিষ্ঠতার জেরে ভাঙে সুপ্রিয়া-আদৃতের বহু পুরোনো প্রেম। মিঠাই শেষ হওয়ার আগেই আদৃত জানিয়েছিলেন, তিনি সম্পর্কে রয়েছেন। তাঁর মনের মানুষটি যে কৌশাম্বি তা আকারে-ইঙ্গিতে বোঝালেও কোনওদিন সরাসরি তা বলেননি। দুজনের সম্পর্ক নতুন ধাপে যাওয়ায় খুশি জুটির ভক্তরা।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে কবে পর্যন্ত বৃষ্টি? কলকাতায় কমবে পারদ? কার্নিভাল ভাঙিয়ে প্রচারের চেষ্টা, দ্রোহকে কটাক্ষ কুণালের,পালটা জবাব দিল নেটপাড়া ৩ দিন পর তুলায় প্রবেশ সূর্যের,৪ রাশিকে থাকতে হবে খুব সতর্ক দ্রুত মেদ ঝরানোর ইচ্ছে? খাবার খাওয়ার আগে ২ গ্লাস এই পানীয় খেলেই যথেষ্ট নেপোটিজম থেকে ভুয়ো বক্স অফিস কালেকশন: জিগরার বিরুদ্ধে উঠল কী কী অভিযোগ? সলমনের উচিত এবার বিষ্ণোই গ্যাং-এর কাছে ক্ষমা চেয়ে নেওয়া', পরামর্শ BJP সাংসদের তৃণমূল বিধায়কের গাড়ির বনেটে উঠে পড়লেন বিজেপি কাউন্সিলরের কন্যা, শোরগোল টাকিতে লাগাতার সমালোচনার জের? মমতার কার্নিভালে থাকছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়, ছাড়লেন শহর IND vs NZ: শুরুতেই কিউয়ি শিবিরে ধাক্কা! চোটের কারণে ছিটকে গেলেন দলের তারকা পেসার ভাসানে সাম্প্রদায়িক সংঘাতে খুন যুবকের দেহে ৩০টি ছররা গুলির আঘাত,শেষকৃত্বেও হিংসা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.