বাংলা নিউজ > বায়োস্কোপ > লোকসভা ভোটের আবহে দূরদর্শনে ‘দ্য কেরালা স্টোরি’, 'BJP-র প্রোপাগান্ডা মেশিন' বলে তোপ মুখ্যমন্ত্রীর

লোকসভা ভোটের আবহে দূরদর্শনে ‘দ্য কেরালা স্টোরি’, 'BJP-র প্রোপাগান্ডা মেশিন' বলে তোপ মুখ্যমন্ত্রীর

লোকসভা ভোটের আবহে দূরদর্শনে বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি’, তোপ মুখ্যমন্ত্রীর

সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে দূরদর্শনের 'দ্য কেরালা স্টোরি' সম্প্রচারের সিদ্ধান্তের নিন্দা করলেন কেরলের মুখ্যমন্ত্রী।

গত বছর মে মাসে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছিল দ্য কেরালা স্টোরি ঘিরে। ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবি। কেরলেরর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার দূরদর্শনে 'দ্য কেরালা স্টোরি' সম্প্রচারের সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন। পাবলিক ব্রডকাস্টারকে এই বিতর্কিত সিনেমাটির প্রদর্শন না করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যে এটি লোকসভা নির্বাচনের আগে এই ছবি কেবল ‘সাম্প্রদায়িক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলবে’। দূরদর্শকনকে বিজেপি এবং আরএসএসের জন্য ‘প্রচার মেশিন’ না হওয়ার আর্জি জানান পিনারাই বিজয়ন।

তিনি বলেন, 'মেরুকরণে উস্কানি দেওয়া 'দ্য কেরালা স্টোরি' ছবিটি সম্প্রচারের যে সিদ্ধান্ত দূরদর্শন নিয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। জাতীয় সংবাদ সম্প্রচারককে বিজেপি-আরএসএস জোটের প্রোপাগান্ডা মেশিন হয়ে ওঠা উচিত নয় এবং এমন একটি চলচ্চিত্র প্রদর্শন থেকে সরে আসা উচিত নয় যা সাধারণ নির্বাচনের আগে সাম্প্রদায়িক উস্কানি দেবে'। বিজয়ন এক্স-এ একটি পোস্টে বলেছেন, ‘কেরালা ঘৃণার বীজ বপনের এই ধরনের বিদ্বেষপূর্ণ প্রচেষ্টার বিরোধিতায় অবিচল থাকবে।’

দূরদর্শনের তরফে জানানো হয়েছে, আগামী ৫ এপ্রিল, শুক্রবার সম্প্রচারিত হবে এই ছবি। এক বিবৃতিতে কেরলের ক্ষমতাসীন দল, সিপিআই(এম) পাবলিক ব্রডকাস্টারকে সিনেমাটি সম্প্রচারের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। তাঁদের অভিযোগ এই ছবির মাধ্যমে ‘ধর্মনিরপেক্ষ কেরলের সমাজ'-এ মেরুকরণের চেষ্টা চালাচ্ছে বিজেপি।

সিপিআই(এম)-এর রাজ্য সচিবালয় অভিযোগ করেছে যে সাধারণ নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে বিজেপি বিতর্কিত সিনেমাটি প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে, কারণ গেরুয়া দল কেরলের সমাজে প্রবেশ করতে অক্ষম হওয়ায় তাদের রাজনৈতিক এজেন্ডাকে পূরণ করতে এই ছবির সাহায্য নিচ্ছে। তিনি বলেন, ‘এটা কেরলকে চ্যালেঞ্জ করার শামিল’। কেরালায় ছবিটি মুক্তি পাওয়ার পর তীব্র প্রতিবাদ হয়েছিল। সেন্সর বোর্ড নিজেরাই সিনেমা থেকে ১০টি দৃশ্য সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে সিপিএম।

গত বছর কেরল হাইকোর্ট এই ছবির মুক্তিতে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। স্পষ্ট জানিয়েছিল, সামগ্রিকভাবে কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর কিছু নেই ছবির ট্রেলারে। আদালত জানিয়েছিল, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটি পরীক্ষা করে দেখেছে যে এটি জনসাধারণের প্রদর্শনের জন্য উপযুক্ত।

ছবি মুক্তির তিন দিনের মাথায় পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল এই ছবি। 'এই সিনেমায় যে যব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিপজ্জনক', এ কথা জানিয়ে ছবির প্রদর্শন বন্ধ করেন মমতা বন্দ্যোপায়। সেই নিয়ে কম সমালোচনা হয়নি। 

দক্ষিণের রাজ্য কেরলের হিন্দু ও খ্রিস্টান মেয়েদের ছলে-বলে-কৌশলে ইসলাম গ্রহণে বাধ্য করে সন্ত্রাসবাদী সংগঠন আইসিসে যোগ দেওয়ানোর হাড়হিম করা ঘটনা উঠে এসেছে এই ছবিতে। হিন্দু মেয়েদের উপর চলা নির্যাতনের এই কাহিনিকে ‘ইসলাম বিরোধী’, ‘প্রোপাগান্ডা’ ছবি বলে বিঁধতে ছাড়েনি বাম-কংগ্রেসের মতো রাজনৈতিক দল। পরে অবশ্য আদালতের নির্দেশে বাংলায় মুক্তি পায় ছবিটি। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল আদা শর্মা অভিনীত ‘দ্য কেরলা স্টোরি’। 

বায়োস্কোপ খবর

Latest News

দর্শন করলেই ইচ্ছা পূরণ করেন মা! রাজস্থান গেলে অবশ্যই যান এই ৫ মায়ের মন্দিরে ঔরঙ্গজেবের বিরুদ্ধে মানুষের ক্ষোভের জন্য 'ছাবা' সিনেমাকে দায়ী করলেন ফড়ণবীস দাউদাউ আগুনে জ্বলছে দার্জিলিংয়ের পর্যটনকেন্দ্র, বন্যপ্রাণের ব্যাপক ক্ষতির আশঙ্কা ‘হাতটা মুচড়ে…’! প্রিয়াঙ্কা বলল ‘অসুস্থ প্রেম’ সায়ন্ত কীভাব তোলেন তাঁর গায়ে হাত 1xBet IPL 2025-এর জন্য 1 কোটি পুরস্কার সহ ইন্ডিয়ান লিগ কার্নিভাল টুর্নামেন্ট চ 'ঔরঙ্গজেবকে সমর্থন করলে সহ্য করা হবে না...', নাগপুর হিংসা নিয়ে সুর চড়ালেন একনাথ BJPর হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানকে ব্যঙ্গ করে TMCর ব্যানারে ছয়লাপ শ্যামবাজার ঘর একদিনেই ধুলো ধুলো হয়ে যায়? ঝাড়পোঁছের সময় মনে রাখুন ৩ টিপস পাকিস্তানি সেনার ঘুম ওড়াল BLA, বালোচিস্তান জুড়ে ১০ হামলা, খতম একাধিক জওয়ান সাঁইথিয়ায় ইন্টারনেট বন্ধ কেন? প্রশ্ন তুলে বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপির

IPL 2025 News in Bangla

IPL 2025-র বিজয়ী দল কত টাকা পুরস্কার পেতে পারে? টুর্নামেন্টের সেরা তারকা কত পায়? প্রথম সপ্তাহেই KKR-এর জোড়া ম্যাচ, IPL 2025-এর শুরুর ৭ দিনের সূচিতে চোখ রাখুন বিশ্বসেরা অল-রাউন্ডারকে নিয়ে দুশ্চিন্তায় শ্রেয়সরা, কবে যোগ দেবেন IPL 2025-এ? দুশ্চিন্তা দূর করে KKR শিবিরে ঢুকে পড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দুই সুপারস্টার ভিডিয়ো: অনুশীলনে ‘ক্লিন বোল্ড’ কোহলি! IPL 2025 শুরুর আগেই মন ভাঙল বিরাট ভক্তদের RCB Unbox 2025: প্রয়াত দক্ষিণী স্টারকে কোহলিদের শ্রদ্ধার্ঘ্য! আবেগে চিন্নাস্বামী IPL: দলের বোলারদের খেলতেই নাকানিচোবানি, প্রস্তুতি ম্যাচে ফের ব্যর্থ KKR অধিনায়ক হঠাৎ রেগে গেলেন রোহিত শর্মা! ছুটি কাটিয়ে দেশে ফেরার সময়ে এয়ারপোর্টে কী এমন ঘটল? ব্র্যাভো ও ভরত অরুণের সাহায্যে ছন্দে ফিরতে চান, KKR-এ ফিরে উচ্ছ্বসিত সাকারিয়া IPL 2025: দীর্ঘ রেসের ঘোড়া… অধিনায়ক রজত পতিদারকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী কোহলির

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.