‘হিরোপন্তি সবকো আতি নেহি, অউর মেরি যাতি নেহি…’, ২০১৪ সালে এই সংলাপ বলেই বলিউডে আত্মপ্রকাশ হয়েছিল টাইগার শ্রফের। সঙ্গী কৃতি শ্যানন। প্রথম ছবিতে নজর কেড়েছিল এই নবাগত জুটি। ৯ বছরের ব্যবধানে ফের রুপোলি পর্দায় টাইগার-কৃতি। তাও আবার ২০৭০ সালের গল্প নিয়ে। হ্যাঁ, জুটির আসন্ন ছবি ‘গণপথ’-এর প্রেক্ষাপট সে কথাই জানালো। দুর্গাপুজোর মরসুমে বক্স অফিসে মুক্তি পাবে এই অ্যাকশন-প্যাক ছবি। সোমবার প্রকাশ্যে এল ট্রেলার। আরও পড়ুন-বক্স অফিসে হবে কড়া টক্কর! একই তারিখে মুক্তি কঙ্গনার ‘তেজস’, টাইগারের ‘গণপথ’
এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন বিকাশ বহেল। মিটু-র অভিযোগে জর্জরিত বিকাশ দীর্ঘদিন পর পরিচালকের আসনে। ট্রেলারের শুরুতেই উঠে এল এমন এক জগত যেখানে রয়েছে দুঃখ, যন্ত্রণা, চারিদিকে ভ্রষ্টাচার আর হাতাশা। তাঁদের মসিহার জন্ম হলেই বদল আসবে ভাগ্যে, ভেঙে যাবে ধনী-গরিবের ভেদাভেদ। সেই খুদের মৃত্যু নেই, কারণ সে অমর। এরপর একের পর এক শক্রুদের নিধনে মগ্ন টাইগার, দুর্ধর্ষ অ্যাকশনে মোড়া ২ মিনিট ২৭ সেকেন্ডের এই ট্রেলারে কৃতি শ্যাননের উজ্জ্বল উপস্থিতি। ‘নাকচাকু এক্সপার্ট’ কৃতির প্রেমে পাগল গুড্ডুর জীবনে আচমকাই ঘটবে দুর্ঘটনা। গুণ্ডাদের হাতে মার খেয়ে জীবনে সব হারিয়ে প্রতিশোধের লড়াইয়ে নামবে সে। আসলে তাঁর এই লড়াই একার নয়, গরিব মানুষের ত্রাতা সে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই তাঁর জন্ম।
ছবির ট্রেলারে কয়েক সেকেন্ডের জন্য অমিতাভ বচ্চনের উপস্থিতি চোখে পড়বে। বিগ বি-র লুক রীতিমত শিরহণ জাগালো। প্রযুক্তি নির্ভর সভ্যতায় ধনী-দরিদ্র্যের ভেদাভেদ কি আরও বাড়বে? সেই প্রশ্ন উস্কে দিল এই ছবি। ছবিতে ভিএফএক্স-এর ব্যবহার হয়েছে মাত্রাতিরিক্ত তা ঝলকেই স্পষ্ট। মারকাটারি অ্যাকশনে মোড়া এই ছবিতে টাইগর-কৃতির রোম্যান্সের ঝলকও উঠে এসেছে মাঝেমধ্যে।
২০শে অক্টোবর অর্থাৎ মহাষষ্ঠীর দিন বক্স অফিসে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড় ভাষায় মুক্তি পাবে এই ছবি। গণপথের প্রথম গান ‘হাম আয়ে হ্যায়’ দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে।
পুজা এন্টারটেনমেন্ট এবং গুড কো-র যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি। বক্স অফিসে কঙ্গনার তেজাস এবং যশ-দিব্যার ‘ইয়ারিয়াঁ ২’-এর মুখোমুখি হবে এই ফিল্ম। সুতরাং পুজোয় বাংলা ছবির ভিড়ে, তিন ধামেকেদার হিন্দি ছবিও আসছে। যার অন্যতম আকর্ষণ গণপথ। বক্স অফিসের টক্করে কে জিতবে সেটাই এখন দেখার!