বাংলা নিউজ > বায়োস্কোপ > লাভ সেক্স অর ধোকা ২-তে মুখ্য চরিত্রে ট্রান্সজেন্ডার অভিনেত্রী বনিতা, মিলল সাবাশি

লাভ সেক্স অর ধোকা ২-তে মুখ্য চরিত্রে ট্রান্সজেন্ডার অভিনেত্রী বনিতা, মিলল সাবাশি

লাভ সেক্স অউর ধোকা ২-এর একটি দৃশ্য বনিতা রাজপুরোহিত।

লাভ সেক্স অর ধোকা ২ দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত এবং ১৯ এপ্রিল মুক্তি পাবে। ছবিতে কুলুর ভূমিকায় অভিনয় করেছেন বনিতা রাজপুরোহিত।

কিছুদিন আগে মুক্তি পাওয়া লাভ সেক্স অউর ধোকা ২-এর টিজার ইতিমধ্যেই অনেকের নজর কেড়েছে। ১৯ এপ্রিল মুক্তি পেতে চলা এই ছবিটিতে মুখ্য চরিত্রে দেখা যাবে ট্রান্সজেন্ডার অভিনেত্রী বনিতা রাজপুরোহিতকে। তিনি কুলুর ভূমিকায় অভিনয় করেছেন। বালাজি টেলিফিল্মসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিয়োতে নিজের জার্নি ভাগ করে নিলেন। 

বনিতা শেয়ার করেছেন যে তিনি রাজস্থানের একটি ছোট শহরের বাসিন্দা। ভিডিয়োতে তার পরিবারের ঝলকও দেখা যায়। বনিতা জানান যে, তিনি সিনেমা থেকেই নিজেকে বুঝতে শিখেছেন। এবং জেনেছেন কোনও কোনও মানুষ তাঁর মতোই হয়। তিনি একটি প্রযোজনা সংস্থায় কাজ করতেন। আর প্রতি মাসে মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা আয় করতেন। 

তিনি আরও জানান, ‘আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হল আমার মতো নারীদের পর্দায় দেখা। পর্দায় ট্রান্স রিপ্রেজেন্টেশন দেখা। আমি কখনোই ভাবিনি যে, আমি অভিনয়ের কাজে অবতীর্ণ হব এবং বলিউডের কোনও ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করব। তাই বলতে হয়, কিছু স্বপ্ন সত্যিই হয়।’ তিনি আরও যোগ করেছেন যে, তিনি কখনও কোনও ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ার কথা স্বপ্নেও ভাবেননি।

ভিডিয়োটিতে, বনিতাকে তাঁর দৃশ্যের জন্য মহড়া দিতে দেখা গিয়েছে। যেখানে কিছু সিকোয়েন্সের সময় তাঁর মাথার উপরে একটি ক্যামেরা লাগানো হয়। তাঁর অসাধারণ অভিনয় দেখে, পুরো ক্রু তার জন্য ওভেশন দেয়। ভিডিয়োটি শেয়ার করে বালাজি মোশন পিকচার্স ক্যাপশনে লিখেছে, 'স্বপ্নের শহরে, কুলু তার ডাক খুঁজে পেয়েছে। ১৯ এপ্রিল প্রেক্ষাগৃহে আমাদের প্রথম লিড #LoveSexAurDhokha2। কুলুর সঙ্গে দেখা হবে সকলের।

আজকের দুনিয়ায় প্রেম ও বিশ্বাসঘাতকতার পরিণতি দেখা গিয়েছে এলএসডি ২-এর টিজারে। চলচ্চিত্রটি সম্পর্কের জটিলতাগুলি অন্বেষণ করে এবং ইন্টারনেটের যুগে আধুনিক দিনের প্রেমের লুকানো দিকগুলিকে উন্মোচন করে। এতে আরও অভিনয় করেছেন মৌনি রায়, তুষার কাপুর, অনু মালিক, স্বরূপা ঘোষ, স্বস্তিকা মুখোপাধ্যায় অনুপম জোয়ারদার ও উরফি জাভেদ।

লাভ সেক্স অর ধোকা ২০১০ সালে মুক্তি পেয়েছিল। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালনা করেছিলেন এবং এতে অভিনয় করেছিলেন রাজকুমার রাও, নেহা চৌহান, অংশুমান ঝা এবং নুসরত বারুচা প্রমুখ।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন? ৪৫ রানে অল-আউট থেকে শেষ বলের থ্রিলারে জয়, ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আইরিশদের একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির কাজ করেছেন অমিতাভ! KBC-তে বললেন, ‘টানা ২৩ ঘণ্টা…’ SRK-কে দেখার আশায় মন্নতের সামনে ৩৫দিন অপেক্ষারত ১ব্যক্তি!ভক্তকে দেখা দিলেন কিং? রাজেশ খান্নার সঙ্গে একটা সময়ের পর আর কাজ করা যেত না! দাবি জাভেদ আখতারের মোদীর সমালোচনা করায় ইস্তফা মলদ্বীপের দুই মন্ত্রীর, ভারত সফরে আসবেন মুইজ্জু প্রধান বিচারপতির বাসভবনে গণেশ পুজোয় আরতি করলেন মোদী, দেখুন Video তর্ক করতে আসা ল্যাবুশানকে ভাগিয়ে দিলেন আম্পায়াররা, নির্বাসিত হতে পারেন মার্নাস আজ শুরু মহালক্ষ্মী ব্রত, অর্থ সংকট দূর করতে কী করবেন জেনে নিন সিবিআই দফতরে রাজ্য পুলিশের কর্তা, সেই ডিসি নর্থ! বেরোলেন ঘণ্টাখানেক পরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.