প্রেমের জোয়ারে ভাসছে ত্রিনয়নীর টিম। দোল পূর্ণিনার দিনই নিজের প্রেম সম্পর্কের কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন নয়নের দৃপ্ত মানে অভিনেতা গৌরব রায় চৌধুরী। একসঙ্গে তিরুপতির মন্দিরে পুজো দিয়ে অভিনেতা জানিয়ে দেন শ্রীমা ভট্টাচার্যের সঙ্গে প্রেম করছেন তিনি। তাহলে নয়নই বা পিছিয়ে থাকেন না। প্রেম সম্পর্কে জড়িয়ে পড়েছেন তিনিও। আর নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়া সে কথা ঘোষণা করে দিলেন ত্রিনয়নীর নয়ন মানে অভিনেত্রী শ্রুতি দাস। শনিবার নিজের ফেসবুকের দেওয়ালে রিলেশনশিপ স্ট্যাটাসটা পাল্টে দিয়েছেন শ্রতি-তিনি আর সিঙ্গল নন, ইন এ রিলেশনশিপ। কবে থেকে? ২০১৯-এর জুন মাস থেকে। অর্থাত্ গত ন’মাস ধরেই প্রেমে বাঁধনে বাঁধা পড়েছেন শ্রুতি।

কিন্তু কার সঙ্গে প্রেম করছেন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এই নায়িকা? শ্রুতি সে ব্যাপারে নিজে কিছু জানাননি। তবে টেলিপাড়ায় বেশ কয়েকমাস ধরেই জোর গুঞ্জন ত্রিনয়নীর পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গেই নাকি প্রেম করছেন শ্রুতি। তবে আনুষ্ঠানিকভাবে সে কথা কবে জানান শ্রুতি,সেটা এখন দেখবার।

চলতি মাসেই এক বছর পূর্ণ করল ত্রিনয়নী। টিআরপি-র তালিকাতেও এক বছর ধরে সেরা দশের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক।