বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP তালিকা: প্রথম সপ্তাহেই বাজি মারল ‘উমা’! এবারেও সেরা ‘মিঠাই’, পিছল ‘সর্বজয়া’

TRP তালিকা: প্রথম সপ্তাহেই বাজি মারল ‘উমা’! এবারেও সেরা ‘মিঠাই’, পিছল ‘সর্বজয়া’

TRP-র লড়াইয়ে কে কাকে বাজি মারল?

শুরুর সপ্তাহেই তৃতীয় স্থানে ‘উমা’! গুনগুন-বাবিনের রোম্যান্সও জনপ্রিয়তা পাচ্ছে!

হয়ে গিয়েছে রেজাল্ট আউট। দর্শক মনে কেমন জায়গা করে নিতে পারল ধারাবাহিক ও তাঁর অভিনেতা-অভিনেত্রীর আজ সেটাই দেখার দিন। টানা কয়েক সপ্তাহ ধরে সেরার জায়গা দখল করে রেখেছে ‘মিঠাই’। কিছুতেই তাকে সরাতে পারছে না অন্য ধারাবাহিকগুলি। এবারেও তেমনটাই হল। ১১.৩ পেয়ে সেরার জায়গা ধরে রাখল জি বাংলার ‘মিঠাই’। দ্বিতীয় স্থানে ফের একবার ‘অপরাজিতা অপু’ (৮.৯)। তবে TRP তালিকায় সামান্য পড়েছে ‘সর্বজয়া’ (৭.৭)। দেবশ্রী রায়ের কামব্যাক মেগা শুরু থেকেই চর্চায়। আগের সপ্তাহে দুই থেকে নেমেছিল তিনে। আর এবার চলে গেল ছয় নম্বরে। ছয়ে আছে ‘ধুলোকণা’ও। লালন আর ফুলঝুরির না-বলা প্রেম এই সপ্তাহেও ধরে রাখল দর্শকদের। ভালো নম্বর পেল গুনগুন-বাবিনের রোম্যান্য়ও। ধারাবাহিকের মোড় ঘোরার পর থেকেই ফের ‘খড়কুটো’ দেখা শুরু করেছে দর্শক, প্রাপ্ত নম্বর তারও ৭.৭। অর্থাৎ এবার টিআরপি-র লড়াইয়ে ৬ নম্বর স্থানে তিন ধারাবাহিক। পরের সপ্তাহে কে এগোয়, আর কে পিছিয়ে যায় সেটাই দেখার।

এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-

মিঠাই- ১১.৩ (প্রথম)

অপরাজিতা অপু- ৮.৯ (দ্বিতীয়)

উমা- ৮.৭ (তৃতীয়)

যমুনা ঢাকি- ৮.৩ (চতুর্থ)

রানি রাসমণি- ৮.২ (পঞ্চম)

সর্বজয়া- ৭.৭ (ষষ্ঠ)

ধুলোকণা-৭.৭ (ষষ্ঠ)

খড়কুটো- ৭.৭ (ষষ্ঠ)

মন ফাগুন- ৭.০ (সপ্তম)

কড়িখেলা- ৬.৮ (অষ্টম)

এই পথ যদি না শেষ হয়- ৬.৮ (নবম)

শ্রীময়ী- ৬.৫ (নবম) 

কৃষ্ণকলি- 6.1 (দশম)

বন্ধ করুন