বলিউড সুপারস্টার সলমন খানের অন্যতম হিট ছবি 'নো এন্ট্রি'-এর সিক্যুয়েলের জন্য বহুদিন ধরেই অপেক্ষা করছেন দর্শকরা। ছবির প্রযোজক বনি কাপুর এবার এই ছবির কাস্টিং নিয়ে একটি বড় কথা জানিয়েছেন। এই ছবির সিক্যুয়েলে দেখা যাবে বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর ও দিলজিৎ দোসাঞ্জকে। ছবির কাস্টের নাম জানানোর পাশাপাশি প্রযোজক বনি ছবির শ্যুটিং সংক্রান্ত তথ্যও দিয়েছেন।
আগেই শোনা যাচ্ছিল, ছবির মুখ্য তিন অভিনেতা নির্বাচন পর্ব সেরে ফেলেছেন পরিচালক। প্রাথমিক পর্যায়ে বরুণ ধাওয়ান ও অর্জুন কাপুরকে পছন্দ করেছিলেন আনিস। তৃতীয় সদস্য হিসেবে দলে যোগ দিয়েছে দিলজিৎ দোসাঞ্জ। রিপোর্ট বলছে, সলমন খান এবং প্রযোজক বনি কাপুরের মধ্যে বিবাদের কারণে, প্রযোজক সলমনকে ছাড়া নো এন্ট্রি ২ করার সিদ্ধান্ত নিয়েছেন। আরও পড়ুন: পণ্য বয়কটের মাঝে ভারতে বাংলাদেশের তারকাদের জয়জয়কার! ফিল্মফেয়ারে বাজিমাত জয়া, ফারিণ, সোহেলের
এর আগে খবর ছিল, ছবিটি তার আসল তারকা কাস্ট নিয়ে ফিরবে। তবে এবার প্রকাশ পেয়েছে ছবির নতুন তারকা কাস্ট। প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান এবং দিলজিৎ দোসাঞ্জের জুটিকে। তবে ছবির অন্য শিল্পীদের বিষয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি।
বনি কাপুর জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে ছবির শ্যুটিং শুরু হতে পারে। বর্তমানে ছবিটির কাজ চলছে। তিনি বলেন, ‘ছবির কাজ চলছে এবং আমরাও প্রস্তুত। সম্ভবত আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে এটি শুরু করব। আমরা বরুণ, অর্জুন এবং দিলজিৎকে পেয়েছি। সেখানে অনেক অভিনেত্রীও থাকবেন’। তবে সিনেমা সম্পর্কিত বিশেষ কোনও তথ্য় জানাননি প্রযোজক।
নো এন্ট্রিতে দেখা গিয়েছে সলমন খান, অনিল কাপুর, ফারদিন খান, এষা দেওল, লারা দত্ত, বিপাশা বসু এবং সেলিনা জেটলিকে। বনি কাপুর জানিয়েছিলেন, ছবির অংশ হতে ইচ্ছুক অনিল কাপুর, কিন্তু দুর্ভাগ্যবশত কোনও প্লট নেই। তিনি বলেন, ‘আমি আমার ভাই অনিলকে নো এন্ট্রির সিক্যুয়েল এবং জড়িত অভিনেতাদের সম্পর্কে বলার আগেই ও চটে যায় কারণ খবর ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে’।
বনি ছবিতে বরুণ, অর্জুন এবং দিলজিৎকে কাস্ট করার কারণ ব্যাখ্যা করে বলেন, বরুণ ও অর্জুন খুব ভালো বন্ধু। গল্পে তাদের রসায়ন বেরিয়ে আসতে পারে এবং দিলজিৎ কমেডিতে অসাধারণ। ওর বিশাল ফ্যান ফলোয়িং। সেজন্যই এই কাস্টিং করেছেন তিনি। খবর অনুযায়ী, 'নো এন্ট্রি ২' মুক্তি পেতে পারে ২০২৫ সালে। এ দিকে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ২০ বছর পূর্ণ করবে।