আবারও ঘোড়ি চড়ার প্রস্তুতি নিচ্ছেন বরুণ ধাওয়ান। নতুন বছরে ফের বিয়ের পিঁড়িতে বসবেন নায়ক। না, ঘাবড়ে যাবেন না! রিল লাইফেই ফের বিয়ে সারবেন বরুণ। হাম্পটি শর্মা, বদ্রীনাথের পর এবার অন্য কোনও ভূমিকায়। বি-টাউন সূত্রের খবর, ২০২৪-এ ‘দুলহানিয়া’ ফ্রাঞ্চাইসির তিন নম্বর ছবির ঘোষণা সারবেন প্রযোজক করণ জোহর, পরিচালক শশাঙ্ক খৈতান এবং অভিনেতা বরুণ ধাওয়ান ত্রয়ী।
বরুণ ধাওয়ানের কেরিয়ার অন্যতম সফল ছবি ‘দুলহানিয়া’ ফ্রাঞ্চাইসির দুটি ছবি। তাই ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’র পর আবারও দুলহা সাজতে তৈরি বরুণ, জানাচ্ছে বলিউড হাঙ্গামার সূত্র। তবে এবার নাকি বদলে যাবে দুলহানিয়া। আগের দুই ছবিতেই বরুণের বিপরীতে ছিলেন আলিয়া ভাট। তবে এবার আলিয়ার বদলে আনকোরা কোনও মুখকে দেখা যাবে বরুণের নায়িকা হিসাবে। এই ছবির সঙ্গে কোনও নবাগতাকে লঞ্চ করতে পারেন ধর্মা কর্ণধার, বলছে সূত্র।
জানা গিয়েছে, ২০২৪-এর শেষের দিকে শুরু হবে ‘দুলহানিয়া’ ফ্রাঞ্চাইসির তিন নম্বর ছবির শ্যুটিং। বেশ কয়েক মাস ধরেই এই ছবির ভাবনা নিয়ে আলোচনা চলছিল অভিনেতা ও প্রযোজক-পরিচালকের। অবশেষে চিত্রনাট্যের খসড়া চূড়ান্ত হয়েছে। বরুণের ঘনিষ্ঠ সূত্র বলছে, আগামী বছর বাবা, ডেভিড ধাওয়ানের পরিচালনায় তৈরি ছবির শ্যুটিং শেষ করেই নতুন দুলহানিয়ার খোঁজে নামবেন বরুণ।
রমেশ তোড়ানির প্রযোজনায় তৈরি ডেভিড-বরুণ জুটির কমেডি ছবির শ্যুটিং শুরু হবে আগামী বছর মার্চ মাসে। তারপর বছরের দ্বিতীয়ার্ধে ‘দুলহানিয়া’ ফ্রাঞ্চাইসির নতুন ছবি শুরু হবে।
২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, তিন বছর পর ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ নিয়ে হাজির হয়েছিলেন বরুণ-আলিয়া জুটি। এই দুই হিট ছবির অন্যতম ইউএসপি ছিল বরুণ-আলিয়ার কেমস্ট্রি। তাঁদের খুনসুটি আর প্রেমেই জমে উঠেছিল গল্প। আলিয়াকে ছাড়া দর্শক কতটা গ্রহণ করবে নতুন ছবি? সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
প্রসঙ্গত, ২০২৩-এ বরুণ-জাহ্নবী জুটির ‘বাওয়াল’ থেকেছে চর্চার কেন্দ্রবিন্দুতে। নতুন বছরে বরুণের নতুন জোড়িদার ওয়ামিকা গাব্বি। এছাড়াও রাজ-ডিকে পরিচালিত ওয়েব সিরিজ ‘সিটাডেল ইন্ডিয়া’য় দেখা যাবে তাঁকে। সিটাডেলের এই ভারতীয় সংস্করণে বরুণ রোম্যান্স করবেন সামান্থা প্রভুর সঙ্গে।