'আমি কাল রাত থেকে কিছু খাইনি। আমাকে দয়া করে কিছু খাবার দিন'। পাঁচতারা হোটেলের সামনে নাকি এভাবেই ভিক্ষা করেছিলেন বিদ্যা বালান। ভাবছেন, এসব আবার কী বলছি! নাকি অন্য কোনও বিদ্যার কথা বলছি! নাহ, অভিনেত্রী বিদ্যা বালানের কথাই বলছিলাম। উনিই নাকি একসময় ভিক্ষা করেছিলেন। আর একথা নিজেই স্বীকার করেছেন বিদ্যা।
ঠিক কী বলেছেন বিদ্যা?
সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতে ফিরে গিয়েছিলেন বিদ্যা বালান। বলেন, ‘IMG নামে ভারতীয় মিউজিক গ্রুপ রয়েছে। যাদের তরফে প্রতি বছর শাস্ত্রীয় সঙ্গীতের কনসার্টের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠান তিনদিন ধরে সারারাত চলে। আমিও স্বেচ্ছাসেবক হিসাবে সেই কমিটিতে ছিলাম। অনুষ্ঠান শেষে সবকিছু গুছিয়ে আমরা নরিমান পয়েন্টে হাঁটতে যেতাম।’
আরও পড়ুন-বিচ্ছেদ জল্পনার মাঝেই নবনীতাকে নিয়ে নতুন পোস্ট করলেন জিতু কমল, সংশয়ে নেটপাড়া
আরও পড়ুন-‘সলমন পক্ষপাত দুষ্ট, আর পূজাই হলেন যত নষ্টের গোড়া’, বিগ বস থেকে বাদ পড়ে বললেন আলিয়া
আরও পড়ুন-চোখে মুখে চিন্তার ছাপ! 'আমার স্বামী নিখোঁজ', পুলিশে অভিযোগ দায়ের করলেন দীপিকা
বিদ্যা জানান, ‘এমনই একদিন আমায় বাকিরা চ্যালেঞ্জ ছু়ড়ে দেন। বলা হয় ওবেরয়-দ্য পামস-এর কফি শপে গিয়ে খাবার চাইতে হবে বাইরে থেকে। আমিও সেই চ্যালেঞ্জ গ্রহণ করে বাইরে থেকে কাচের দরজায় টোকা দিতে থাকি, আর বলতে থাকি, ‘আমি কাল রাত থেকে কিছু খাইনি। আমাকে দয়া করে কিছু খাবার দিন’। বিশ্বাস করুন, লোকজন ভীষণ বিরক্ত হন! কোনও উত্তরই পাইনি, লোকজন একবার তাকিয়েছেন মাত্র। ওরাঁ বুঝতেও পারেননি আমি অভিনেত্রী। অগত্যা আমার বন্ধুরা ভীষণ লজ্জায় পড়ে বলেন, এবার ডেকে নেন।’
সাক্ষাৎকারে জিম-জ্যাম বিস্কুটের প্রতি তাঁর বিশেষ ভালোবাসার কথাও বলেেন বিদ্যা। বলেন, ‘এই বিস্কুট খেতে আমি এতটাই ভালোবাসি যে আমি কনসার্টের কাজে যোগ দেওয়ার সময়ও ভেবেছিলাম, যে আমি এখানে কাজ করলে এই বিস্কুটের প্যাকেট পাব। কারণ, কনসার্টের স্পনসর ছিল একটা বিস্কুট কোম্পানি।’
প্রসঙ্গত কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই 'নিয়ত' ছবিতে গোয়েন্দার বেশে দেখা যাবে বিদ্যা বালানকে। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, শাহানা গোস্বামী, অমৃতা পুরি, দীপান্নিতা শর্মা এবং নিকি ওয়ালিয়া।