'ধর্মের বাণিজ্যিকরণ'! আধুনিক ধর্মগুরুদের তীব্র নিন্দা করলেন 'দ্য কাশ্মীর ফাইলস' খ্যত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বিবেকের কটাক্ষ, আধুনিক ধর্ম গুরুরা আজকাল অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াত, করিশ্মা কাুপুরদের সঙ্গে ভিডিয়ো বানান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এভাবেই আধুনিক ধর্মগুরুদের কটাক্ষ করেন বিবেক অগ্নিহোত্রী। যদিও এক্ষেত্রে তিনি নির্দিষ্ট কারোর নাম নেননি।
আধুনিক ধর্মগুরুদের আধুনিক বিলাসবহুল আশ্রম নিয়েও কটাক্ষ করেন বিবেক অগ্নিহোত্রী। তিনি বলেন, ‘এই যে তথাকথিত আধুনিক ধর্মগুরুরা রয়েছেন, তাঁদের আশ্রমগুলি দেখেছেন? এদের আশ্রম ৫ স্টার, ৭-৮-১০ স্টার হোটেল, রিসর্টকেও লজ্জা দেবে, এতটাই বিলাসবহুল। এই গুরুরা ব্যক্তিগত চার্টার্ড প্লেনে ঘুরে বেড়ান, কিন্তু আপনি পারেন কি? আপনি কখনও কল্পনা করেছেন যে গৌতম বুদ্ধ চার্টার্ড প্লেনে ঘুরছেন! তাঁদের পিছনে10-50 দেহরক্ষীরা ঘুরছেন! জুতোর ফিঁতে বেঁধে দিচ্ছেন। মালা পরাচ্ছেন। আমি এসব কথা নিজের চোখে দেখেই বলছি, এমন নয় যে শোনা কথা! এই গৌতম বুদ্ধর ঘর আছে, সেখানে থাকার জন্য ২০হাজার টাকা দিয়ে লোকে ঘরও নিচ্ছেন। আবার এই গৌতম বুদ্ধ অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াত, করিশ্মা কাপুরদের সঙ্গে ছবিও তোলেন, ভিডিয়ো বানান। এটা কী ধরনের ধর্ম?’
এদিন ধর্মগুরু ওশোকে নিয়েও মুখ খোলেন বিবেক অগ্নিহোত্রী। তিনি বলেন, ‘I love Osho, ওশোই প্রথম ধর্মের বাণিজ্যিকরণ শুরু করেছিলেন, তবে ওশো এতটাও বাণিজ্যিকরণ করেননি, উনি নিজে তো অন্তত ছিলেন না, উনি নিজের মতো একান্তে থাকতেন, দুনিয়া নিয়ে কোনও মাথাব্যথা ছিল না ওঁর। শুধু নিজের কথা বলতেন, সব ধর্মকেই গালি দিতেন। ওশোই পরবর্তী সময়ের গৌতম বুদ্ধ হতে চলেছেন। যদিও উনি ইতিমধ্যেই সেটা হয়েছেন।’
বিবেক অগ্নিহোত্রী অবশ্য নিজের মন্ত্যব্যে নির্দিষ্ট কোনও ধর্মগুরুর নাম নেন নি। তবে নেটিজেনদের ধারনা বিবেকের ইঙ্গিত সদগুরুর দিকে। তবে বিবেক অগ্নিহোত্রীর যেভাবে ওশো-কে সমর্থন করেছেন নেটপাড়ার অনেকেই সেটা ভালো চোখে দেখছেন না। অনেকেই ওশোর নামে একাধিক বেআইনি কাজকর্মের অভিযোগ প্রসঙ্গও টেনে এনেছেন।