বলিউডে দুই দশক কাটিয়ে ফেলেছেন বিবেক ওবেরয়। সম্প্রতি তিনি পিতৃত্ব নিয়ে মুখ খুললেন। তিনি সন্তানদের কীভাবে মানুষ করতে চান, সেটা নিয়ে কী ভাবেন সেই বিষয়ে তিনি মুখ খুললেন। বাবা হিসেবে তাঁর এবং অবশ্যই মা হিসেবে তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা আলভার সফর নিয়ে কথা বললেন। জানালেন তাঁদের দুই সন্তান ভিভান বীর এবং আমেয়া নির্ভানাকে তাঁরা কোনও বিশেষ সুবিধা ছাড়াই মানুষ করতে চান এবং করেছেন।
সন্তানদের মানুষ করা নিয়ে কী বললেন বিবেক?
B4U -কে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি তিনি জানিয়েছেন, বিবেক জানিয়েছেন তিনি দেখেছেন তাঁর বন্ধুদের যাঁরা এই বিশেষ সুবিধা নিয়ে বড় হয়েছেন। তাই তাঁদের মতো তাঁর সন্তানরা হোক এটা তিনি চাননি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, 'আমরা চাইনি আমাদের সন্তানরা বুঝুক তারা বিশেষ, বিশেষ সুবিধা আছে তাদের। আমি আমার অনেক বন্ধুদের দেখেছি যাঁরা এভাবে বড় হয়েছেন। আমার দিল্লির বন্ধুদের মধ্যে এটা আছে। আমি চাই না আমার সন্তানদের মধ্যে সেটা থাকুক। আমি মনে করি তুমি কি, তোমার বোধ কী, বিবেক কী, তোমার সম্পর্ক কার সঙ্গে কী, তুমি সমাজে কী আর কতটা অবদান রেখেছ সেটা তোমার ভিতর থেকে আসা উচিত, বোঝা উচিত। নিজের পরিচয় নিজের তৈরি করা উচিত। ব্যাপারটা যেন আমার বাবা কে জানেন এটায় গিয়ে দাঁড়ায়। আমি আমার সন্তানদের সেভাবে বড় করতে চাইনি।'
আরও পড়ুন: 'শয়তান' মাধবনের ভয়ে ঘুম উড়েছে অজয় - জ্যোতিকার, প্রকাশ্যে ছবির প্রথম ঝলক
আরও পড়ুন: 'সফর শুরু', দ্বিতীয়বার মা হওয়ার পর এবার 'বাবলি' হয়ে ওঠার পালা, শুভ মহরতের ছবি পোস্ট শুভশ্রীর
তবে একবার আহমেদাবাদে একটি ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে বাবার খ্যাতি সম্পর্কে ধারণা হয় তাঁর ছেলের। সেই বিষয়টা মনে করে বিবেক বলেন, 'ও বিষয়টা তখন লক্ষ্য করেছিল। কিন্তু আমায় কিছু বলেনি। বাড়ি গিয়ে ওর মাকে বলে আমি জানি বাবা খুব ফেমাস। সবাই ওর নাম ধরে চেঁচাচ্ছিল।'
আরও পড়ুন: নাচ - গান - অ্যাকশনের সঙ্গে দেশপ্রেমের হাইডোজ, প্রজাতন্ত্র দিবসে মাস্ট ওয়াচ হৃতিক - দীপিকার ফাইটার
বিবেক ওবেরয়র কাজ
বিবেক ওবেরয়কে বর্তমানে ইন্ডিয়ান পুলিশ ফোর্সে দেখা যাচ্ছে। আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছে এই সিরিজ। রোহিত শেট্টি পরিচালনা করেছেন এই সিরিজের। এটি ১৯ জানুয়ারি থেকে দেখা যাচ্ছে। এখানে বিবেক ওবেরয় ছাড়াও আছেন সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেট্টি, প্রমুখ।