এপ্রিল মাসে নিজের প্রেগন্যান্সির খবর শেয়ার করে সকলকে অবাক করে দিয়েছিলেন ইলিয়ানা ডিক্রুজ। শনিবার গভীর রাতে সুখবর ভাগ করে নেন অভিনেত্রী, জানান পুত্র সন্তানের জননী হয়েছেন তিনি। গত ১লা অগস্ট জন্ম হয় ইলিয়ানার ফুটফুটে ছেলের। ইলিয়ানার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসবার পর থেকেই নেটিজেনদের একাংশের প্রশ্নের মুখে পড়েছেন তিনি। তাঁর সন্তানের বাবা কে? বিয়ে না করেই কেন সন্তানধারণ, এমন নানান প্রশ্নে অকারণে জেরবার হয়েছিলেন প্রেগন্যান্ট নায়িকা। যদিও ট্রোলারদের পাত্তা দেননি তিনি। গত মাসেই নিজের সঙ্গীর পরিচয় ফাঁস করেন ইলিয়ানা। এবার নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে সামনে এল বড় আপটেড।
সূত্রের খবর, ইলিয়ানা মোটেই অবিবাহিত নয়! হ্যাঁ, প্রেগন্যান্সির খবর ফাঁস করবার পরের মাসেই নাকি চুপিসাড়ে বিয়ের পর্ব সেরে নিয়েছিলেন তিনি। ডিএএন সূত্রে খবর, চলতি বছর ১৩ই মে নাকি মাইকেল ডলানের সঙ্গে বিয়ের পর্ব মিটিয়ে ফেলেছেন ইলিয়ানা।
ডিএনএ-র হাতে এসেছে ইলিয়ানার রেজিস্ট্রি সংক্রান্ত নথি। সেখান থেকেই জানা গিয়েছে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর এক মাসের মাথাতেই বিয়ে সেরেছেন নায়িকা। যদিও তাঁর স্বামী মাইকেল ডলান সম্পর্কে কোনও তথ্যই এখনও প্রকাশ্যে আসেনি। তবে গত বছর থেকে ইলিয়ানার সঙ্গে গোপনে প্রেম করছেন এই বিদেশি। ইলিয়ানা মে মাসের মাঝামাঝি সময়েই ইনস্টাগ্রামে সাদা গাউনে একটি ছবি শেয়ার করেছিলেন, যদিও সেটি নিজের বিয়ের নাকি পুরোনো ফটোশ্যুটের তা নিয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। কী কারণে নিজের বিয়ের খবর গোপন রাখছেন ইলিয়ানা তা স্পষ্ট নয়।
‘বরফি’ খ্যাত ইলিয়ানা ছেলের নাম রেখেছেন, কোয়া ফিনিক্স ডলান। সদ্যোজাতর ছবিও এদিন ইনস্টাগ্রামে শেয়ার করে নেন অভিনেত্রী। ঘুমন্ত ছেলের ছবি পোস্ট করে ইলিয়ানা লেখেন, ‘আমাদের প্রিয় সন্তানকে পৃথিবীতে স্বাগত আনতে পেরে আমরা কতটা খুশি তা কোনও শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমাদের হৃদয় আজ পরিপূর্ণ।’
ইলিয়ানাকে ভালোবাসায় মুড়ে রেখেছেন তাঁর সন্তানের বাবা। মাইকেলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এর আগে ইলিয়ানা লিখেছিলেন, ‘মাঝেমধ্যে আমি ভুলে যাই যে আমার নিজের প্রতি আরও সহৃদয় হওয়া উচিত, সেদিন সুন্দর মানুষটা আমার ঢাল হয়ে ওঠে। যখন আমি ভেঙে পড়ি তখন সে আমাকে আগলে রাখে আর চোখের জল মুছে দেয়। আমাকে হাসাতে মজাদার কথা বলে। আমাকে জড়িয়ে ধরে শান্ত করে। ও জানে আমার কী প্রয়োজন।’
রণবীর কাপুর থেকে শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, অজয় দেবগন-সহ একাধিক বলিউড তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ইলিয়ানা। একটা সময় বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করেছেন, তবে দীর্ঘদিন রুপোলি পর্দায় দেখা মেলেনি ইলিয়ানার। শেষবার অভিষেক বচ্চনের ওটিটি ফিল্ম ‘বিগ বুল’-এ দেখা মিলেছে ইলিয়ানার। দীর্ঘদিন অস্ট্রোলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নীবোনের সঙ্গে সম্পর্কে ছিল ইলিয়ানা। জানা যায়,গোপনে বিয়েও করেছিলেন দুজনে, তবে ২০১৯ সালে এই সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী। পরে ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে ইলিয়ানার সম্পর্কের কানাঘুষো শোনা গিয়েছিল, তবে সেই সম্পর্কও পরিণতি পায়নি। আপতত স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করছেন নতুন মা।