বাংলা নিউজ > বায়োস্কোপ > Prashmita-Anupam Age Gap: প্রাক্তন স্বামীর স্মৃতি এখনও আগলে প্রশ্মিতা, অনুপমের চেয়ে বয়সে কত ছোট গায়িকা?

Prashmita-Anupam Age Gap: প্রাক্তন স্বামীর স্মৃতি এখনও আগলে প্রশ্মিতা, অনুপমের চেয়ে বয়সে কত ছোট গায়িকা?

অনুপমের সঙ্গে স্ত্রীর বয়সের ফারাক জানেন? 

Prashmita-Anupam Age Gap:

এখন টলিউডের ট্রেন্ডিং টপিক অনুপম রায়ের তৃতীয় বিয়ে। গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে আগামী ২রা মার্চ সই-সাবুদ করে বিয়ে করবেন অনুপম রায়। দু-বার বিয়ে ভেঙেছে তাঁর। তবুও এই সম্পর্ক নিয়ে ‘আশাবাদী’ গায়ক। গত বছর মার্চে সামনে এসেছিল দুজনের প্রেমের গুঞ্জন, বছর ঘুরতেই পূর্ণতা পাচ্ছে সম্পর্ক। আরও পড়ুন-‘সব দোষ শুধু শ্রাবন্তীর!’ অনুপম-কাঞ্চনের আগে ৩টে বিয়ে সেরেছেন এই বাঙালি তারকারা

কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্কে বারবার উঠে এসেছে বয়সের পার্থক্য়ের কথা। অনুপম-প্রশ্মিতাকে সেক্ষেত্রে খানিক রেয়াত করেছে নেটিজেনরা। আগামী মাসেই অনুপম ৪২-এ পা দেবেন। অন্যদিকে প্রশ্মিতার বয়স কত? গায়িকার বয়স এখন কমবেশি ৩৩ বছর। অনুপমের চেয়ে বয়সে বছর ৯ ছোট তিনি। ২০১০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস করেছেন প্রশ্মিতা। আইএসসি দিয়েছিলেন ২০০৭ সালে।

অনেকের মনেই প্রশ্ন, অনুপম-প্রশ্মিতার প্রেমের শুরুটা কবে? পিয়ার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই কি ভালোবাসার শুরুয়াত? সবটা খোলসা করেছেন প্রশ্মিতা। দুজনের চেনাশোনা দীর্ঘদিনের। একই জগতের মানুষ তাঁরা। দেখা-সাক্ষাৎ প্রায়ই হত, তবে সেইসময় তাঁরা আলাদা পথের পথিক! প্রশ্মিতা তখন বাঁধা পড়ে ছিলেন শৌনকে। হ্যাঁ, প্রশ্মিতার পালের প্রথম স্বামীর নাম শৌনক বিশ্বাস।

<p>প্রথম বিবাহবার্ষিকীতে স্বামীকে নিয়ে প্রশ্মিতার পোস্ট </p>

প্রথম বিবাহবার্ষিকীতে স্বামীকে নিয়ে প্রশ্মিতার পোস্ট 

২০১৮ সালের ১৫ই জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন প্রশ্মিতা-শৌনক। পেশায় চিকিৎসক প্রশ্মিতার প্রাক্তন স্বামী। কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে কাজ করেন তিনি। ঘটা করে চারহাত এক হয়েছিল শৌনক-প্রশ্মিতার। তার আগে ২০১৭ সালের জুন মাসে আংটি বদল সারেন প্রশ্মিতা-শৌনক। ভাঙা বিয়ের ছবি আজও যত্ন করে নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে সাজিয়ে রেখেছেন প্রশ্মিতা, যেমনটা করেছেন অনুপম। পিয়ার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি আজও উজ্জ্বল গায়েক ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে।

<p>প্রশ্মিতা-শৌনকের বাগদানের মূহূর্ত (ছবি সৌজন্যে-ফেসবুক, প্রশ্মিতা পাল)</p>

প্রশ্মিতা-শৌনকের বাগদানের মূহূর্ত (ছবি সৌজন্যে-ফেসবুক, প্রশ্মিতা পাল)

অতীত ভুলে সামনে তাকাতে চাইলেও অতীতকে মুছে ফেলতে চান না তাঁরা। ভালোবেসে বিয়ে করলেও শৌনকের সঙ্গে দাম্পত্য টেকেনি। ওদিকে ২০২১ সালে পিয়া থেকে আলাদা হন গায়ক। অনুপমের সঙ্গে কীভাবে সম্পর্কে জড়ালেন? 

প্রশ্মিতা জানান, ২০১১ সালে অনুপম রায়ের সঙ্গে প্রথম আলাপ তাঁর। নতুনদের নিয়ে একটা গান বাঁধছিলেন অনুপম, তখন থেকে পেশাগতভাবে পরিচয়। তবে প্রেমের সম্পর্ক গত এক বছরের। এই সময়কে প্রশ্মিতা জানিয়েছেন, 'গত একবছর সম্পর্ক। যেহেতু দীর্ঘদিন ধরে একে অন্যকে চিনি, তাই মনের কথা আর আলাদাভাবে বলতে হয়নি। মনের কথা মনে মনেই বুঝে গিয়েছি।’ অফিসিয়্যালি কেউ কাউকে প্রোপোজ করেননি। ঘরোয়া আয়োজনেই বিয়ে করছেন তাঁরা। ট্রোলকে পাত্তা দিতে না-রাজ গায়িকা। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমরা একটা নতুন সফর শুরু করছি। আমাদের আশেপাশের সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকব।'

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

রেঁস্তোরার জাঙ্ক ফুড খেয়ে অ্যান্টাসিড ভরসা? বদলে বেছে নিন এগুলি রতন টাটার মৃত্যুতে শোকস্তব্ধ জামশেদপুর, পুজো মণ্ডপে বাজল না ঢাক, হল না গান মেডিক্যাল কলেজের লেডিজ় হস্টেলে ঢুকে হস্তমৈথুন করার সময় গ্রেফতার যুবক আনলাকি ৫৫৬ রান! টেস্টে এই রানে অলআউট হওয়া মানেই পরাজয় নিশ্চিত? অবাক করা তথ্য বিরক্তিকর ব্রণ তাড়াতে এই 'জঘন্য' কাজ করেন কুশা কপিলা! এটা কি সবাই করতে পারবেন হাসিমুখে চড়া শুল্ক চাপায় ভারত! মোদীকে ‘দারুণ লোক’ হলেও কড়া হুঁশিয়ারি ট্রাম্পের বাংলাদেশের থেকে ভারতের হিন্দুদের শিক্ষা নেওয়া উচিত, একজোট না হলে…: মোহন ভগবৎ রেললাইনে সিলিন্ডার, বাইক রেখে রিলস, ইউটিউবারকে ১ বছরের কারাদণ্ড দিল আদালত ডায়াবেটিসেও করুন মিষ্টিমুখ, বিজয়া দশমী উপলক্ষ্যে রইল সুগার ফ্রি মিষ্টির রেসিপি অষ্টমীতে অনিকেত-স্নিগ্ধাদের নামে পুজো দেবীকে! নিমেষে ভাইরাল ছবি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.