বাংলা নিউজ > বায়োস্কোপ > Viral Dance Video: মাধুরীর ‘ওরে পিয়া’ গানে মনোমুগ্ধ করা নাচ মহিলার, দেখুন ভাইরাল ভিডিয়ো

Viral Dance Video: মাধুরীর ‘ওরে পিয়া’ গানে মনোমুগ্ধ করা নাচ মহিলার, দেখুন ভাইরাল ভিডিয়ো

মাধুরী দীক্ষিতের গানের তালে নেচে ভাইরাল

Viral Dance Video: মাধুরী দীক্ষিতের ‘ওরে পিয়া’ গানে নেচে ভাইরাল এক মহিলার ভিডিয়ো। গানটি গেয়েছেন রাহাত ফতেহ আলি খান। দেখুন সেই ভিডিয়ো-

মাধুরী দীক্ষিতের হিট গান ‘ও রে পিয়া’ এখনও অনেক শ্রোতা প্লে-লিস্টে সেরার তালিকায় রাখেন। ২০০৭ সালের মিউজিক্যাল ডান্স ফিল্ম ‘আজা নাচলে’ ছবির থেকে এই গানটি গেয়েছেন রাহাত ফাতেহ আলি খান। গানের কথা লিখেছেন জয়দীপ সাহনি। গানটির সুর করেছেন মিউজিক্যাল জুটি সেলিম-সুলেমন।

বিনীতা হাজারি নামে এক নেটিজেন গানটিতে নেচে নিজের ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি ইচ্ছাকৃতভাবেই আজকের থিমটি প্রকাশ করার জন্য ক্লাস পর্যন্ত অপেক্ষা করেছি। কেন জানেন? আমার কোনও অংশে মনে হয়েছে, নাচের মাধ্যমে অনেক সময় অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে বাধা আসে। এমন কিছু রয়েছে যেগুলি আমাদের ছেড়ে দিতে এবং গানের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে বাধা দেয়’।

তিনি কোটেশনে দীর্ঘ একটি কাহানিতে লিখেছেন, ‘আপনি একা, একটি পুকুরের ধারে বসে আছেন এবং জলে আপনি নিজের একটি ছোট সংস্করণের প্রতিফলন দেখতে পাচ্ছেন। প্রতিফলন জীবনে আসে, যেমন আপনার জীবনে তরঙ্গ ফিরে আসে। যদি এমন কিছু থাকে যা আপনি আপনার মনের আত্মাকে বলতে পারেন, তবে তা কী? কীভাবে আপনার অন্তরের শিশুকে শান্ত করবেন যাকে এক সময় বলা হয়েছিল সে ভালো/সুন্দর/প্রতিভাবান/পর্যাপ্ত শক্তিশালী নয়?..’

শেষে তিনি যোগ করেছেন, ‘এই ঘরে শক্তি বর্ণনার বাইরে। আমার পাগলামি সহ্য করার জন্য নিউ ইয়র্ককে ধন্যবাদ। আমি তোমাদের ভালোবাসি’।

ভিডিয়োতে দেখা গিয়েছে হাজারি একটি লেহেঙ্গা-চোলি পরে রাহাত ফতেহ আলি খানের ‘ওরে পিয়া’ গানে নাচছেন। এই গানের দৃশ্যে একসময় পর্দায় নেচে ঝড় তুলেছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। প্রতিটা ছন্দ নিখুঁত করে ফুটিয়ে তুলেছেন তিনি।

দেখুন ভিডিয়ো-

২৯ মার্চ ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করেছেন বিনীতা। এখন পর্যন্ত ৫ মিলিনয়ের বেশি ভিউ এসেছে ভিডিয়োতে। প্রচুর লাইক এবং কমেন্টের বন্যা। নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্সে।

একজন নেটিজেন কমেন্টে লিখেছেন, ‘তিনিই তো আসল চরিত্র’। অপর একজনের মন্তব্য, ‘এই নাচ ঐশ্বরিক! আমার গায়ে কাঁটা দিচ্ছে’। আরেক নেটিজেনের মন্তব্য, ‘আমি এই নাচের পাশাপাশি গানেও মুগ্ধ। আপনি যেন পুরোটাই সুন্দর করে ফুটিয়ে তুলেছেন’।

বন্ধ করুন