গরমে সঠিক অন্তর্বাস বাছাই একটি গুরুত্বপূর্ণ দিক স্টাইল ধরে রাখার ক্ষেত্রে। অন্তর্বাস যেমন স্বাস্থ্যের দিক থেকে গুরুত্বপূর্ণ তেমনই স্টাইল ধরে রাখতে সঠিক অন্তর্বাস জরুরি। দেখে নেওয়া যাক গরমের দিনে কোন কোন ধরনের ব্রা মহিলাদের জন্য উপযুক্ত।
1/6মরশুম বিশেষে পাল্টে যেতে থাকে পোশাকের স্টাইলের ধরন। তবে বিভিন্ন পোশাকের ঘরানার সঙ্গে মানানসই অন্তর্বাস না পরলে সেই পোশাকের স্টাইলকে যথার্থতা দেওয়া যায় না। ফলে মহিলাদের পোশাকের রকমফের অনুযায়ী পাল্টাতে থাকে, তাদের অন্তর্বাসের ঘরানা। এদিকে, এক এক ধরনের অন্তর্বাসে এক জন মহিলা আরাম খুঁজে পান। তবে মরশুমের তাপমাত্রা , আবহাওয়া অনুযায়ী অন্তর্বাসের ঘরানা অনেকেই পাল্টে ফেলেন। দেখে নেওয়া যাক, গরমকালে কোন কোন ধরনের অন্তর্বাস মহিলাদের জন্য আদর্শ। ছবি সৌজন্য- Pixabay
2/6স্পোর্টস ব্রা- স্টাইলের দিক থেকে স্পোর্টস ব্রা সেভাবে খ্যাতি না পেলেও, আরামের দিক থেকে এই ব্রা খুবই জনপ্রিয়। গরমের হাঁসফাঁসভাবের মাঝে এই ব্রা দিয়ে থাকে স্বস্তি। বর্তমানে একাধিক স্টাইলিশ স্পোর্টস ব্রা বিভিন্ন পোশাকের সঙ্গে মানানসই হয়ে উঠছে। ছবি সৌজন্য- Pixabay
3/6কটন ব্রা-গরম মানেই সুতির পোশাক। আর বিভিন্ন সুতির পোশাকের সঙ্গে আরামদায়ক হয়ে ওঠে কচন ব্রা। সুপার চিক ডিজাইনের সঙ্গে কটন ব্রায়ের নানান ধরন পাওয়া যায় বাজারে। নিত্যদিনের অন্তর্বাসের ক্ষেত্রে কটন ব্রা পছন্দ করেন অনেক মহিলাই। ছবি সৌজন্য- Pixabay
4/6স্ট্র্যাপলেস ব্রা-যদি গরমের দিনে শোল্ডার লেস কোনও পোশাক পরে থাকেন, বা পার্টিতে খোলামেলা পোশাক আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে স্ট্র্যাপলেস ব্রায়ের জুড়ি মেলা ভার। তবে এক্ষেত্রে স্ট্রং গ্রিপ থাকা প্রয়োজন ব্রায়ে। ফলে তা কেনার ক্ষেত্রে সমস্ত দিক খেয়াল রাখা প্রয়োজন। ছবি সৌজন্য- Pixabay
5/6চিক ব্রালেট গরমে ঘামের সমস্যা থেকে রক্ষা পেতে হলে চিক ব্রা লেট খুবই প্রয়োজনীয়। এই ব্রালেটগুলি খুবই স্টাইলিশ। বালিকা বয়সের ক্ষেত্রেও এই ব্রালেট খুবই আরামদায়ক। ছবি সৌজন্য- Pixabay
6/6টি শার্ট ব্রা টি শার্ট ব্রা হল নিত্যদিন পরার জন্য আদর্শ! আরামের দিক থেকে যেমন এর জুড়ি মেলা ভার, তেমনই স্টাইলের দিক থেকেও এটি বেশ গুরুত্বপূর্ণ। শাড়ি হোক বা সাধারণ সালোয়ার স্যুট, এই টি শার্ট ব্রা খুবই উপযুক্ত। ছবি সৌজন্য- Pixabay